![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি ক্রিটিক ব্লগ
ঢাকায় থাকলে চলে যান শাহবাগে। চট্টগ্রামে হলে চলে আসুন শহীদ মিনারে। (চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাব, সাড়ে পাঁচটায় শহীদ মিনারে)। অন্য এলাকার মানুষরা চলে যান যেখান সবাই সমবেত হচ্ছে সেখানে। দেখিয়ে দিন এই দেশের শুভ শক্তির প্রাচুর্য। অস্ত্রে না; শ্লোগান, কবিতা আর গানে।
আজ যদি আপনার সুযোগ থাকা সত্ত্বেও আপনি চার দেয়ালের নিরাপদ আশ্রয় ছেড়ে জনতার কাতারে না আসেন আপনাকে আমি কাপুরুষ বলেই জানবো।
ইন্টারনেট তোমাকে দিলাম ছুটি। আজ মাঠের ছেলে মাঠেই ফিরে যাবো। আমাকে পাবেন লোকের সারিতেই। বুকে লেখা থাকবে ৭১।
'বুক-ফাটে-তাও মুখ ফোটে-না'?
'বল্, নাহি ভয়, নাহি ভয়!
বল্, মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়!'
'বল্, 'আমি আছি', আমি পুরুষোত্তম, আমি চির-দুর্জয়।'
"এস বিদ্রোহী তরুণ তাপস আত্মশক্তি-বুদ্ধ বীর,
আনো উলঙ্গ সত্য-কৃপাণ বিজলী-ঝলক ন্যায়-অসির।।"
_______
প্রয়োজনীয় সংযুক্তি:
প্রত্যক্ষদর্শীর বয়ান: শাহবাগ ছাড়িয়ে অদম্য চট্টগ্রামে জ্বলছে প্রতিবাদের আগুন! দাবি একটাই, রাজাকারদের ফাঁসি চাই!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১২
সাইফ সামির বলেছেন: শুধু নেটে না মাঠে এসেও বলতে হবে...
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
অজানাবন্ধু বলেছেন: সাথে আছি।
ঢাকায় থাকলে চলে যান শাহবাগে। চট্টগ্রামে হলে চলে আসুন শহীদ মিনারে। (চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাব, সাড়ে পাঁচটায় শহীদ মিনারে)। অন্য এলাকার মানুষরা চলে যান যেখান সবাই সমবেত হচ্ছে সেখানে। দেখিয়ে দিন এই দেশের শুভ শক্তির প্রাচুর্য। অস্ত্রে না; শ্লোগান, কবিতা আর গানে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩
সাইফ সামির বলেছেন: ধন্যবাদ।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
অরিয়ন বলেছেন: এখন সময় ২টা ৪২ মিনিট। এখন পর্যন্ত বাংলানিউজ ২৪.কম এ নীচের জরিপ এর ফলাফল দেখে কি বলব। জরিপে অংশগ্রহন কারি অধিকাংশ লোকই রাজাকর?
প্রশ্ন :- "রাজধানীর শাহবাগে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে আন্দোলন চলছে, এতে কি সমর্থন করেন?"
হ্যাঁ : 1190, না : 3351, মন্তব্য নেই : 63
রেজাল্ট দেখে বলুন কি করা উচিত।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৬
সাইফ সামির বলেছেন:
আপনি একাই নিজে 'না' ভোট কয়টা দিয়েছেন?
ভণ্ডের দল...
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
অপূর্ণ রায়হান বলেছেন:
একমত ++++++++++++্