![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি ক্রিটিক ব্লগ
১। কয়টা লাশ ফেলবি তোরা? একাত্তরে সাড়ে সাত কোটি বাঙালি থেকে লক্ষ লক্ষ লাশ ফেলে কোন ফায়দা হয়েছিল?
এবার তো জনতা ষোল কোটি! কয়টা জীবন নিয়ে মৃত্যু খেলা খেলবি তোরা?
কার জন্য তোদের এই রক্ত খেলা? কিছু পিশাচ মীরজাফর বেজন্মার জন্য? কার গোলামি করছিস তোরা?
কোন ধর্মগ্রন্থে বলেছে এমন নারকীয় হত্যার কথা? ধর্মের নাম খারাপ করেছিলি আল বদর সেজে... আবার লাগিয়েছিস গায়ে সেই হায়েনার চামড়া?
২। অর্ধ-যুগের এই ব্লগ জীবনে অসংখ্য সহব্লগার পেয়েছি... সবার সঙ্গে মতের মিল হয় নাই... হয়ও না। কিন্তু মত-বিশ্বাস যার যা-ই হোক না কেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন এমন সহব্লগারদেরকে সবসময় ভাইয়ের মতই জানি।
শাহবাগ আন্দোলনে তেমন এক ভাইয়ের রক্ত দেখতে হলো!
কিন্তু ভাইয়ের রক্ত দেখে আমাদের ভয় না... বাঙালি তার ভাইয়ের রক্ত দেখলে আরও সাহসী হয়! বেপরোয়া হয়ে ওঠে! প্রমাণ আমাদের মুক্তিযোদ্ধারা!
ব্লগার 'থাবা বাবার' (আহমেদ রাজীব হায়দার) রক্ত বৃথা যাবে না!
এবার আমরা সত্যিকারের মুক্তিযোদ্ধা হবো!
৩। তাকে 'ভাই' বলেছি ধর্মের খাতিরে না। যেহেতু তার ধর্মের সঙ্গে যোগ ছিল না তাই সে প্রশ্ন আসে না। বাঙালি পরিচয়ে ভাই।
তাকে সহযোদ্ধা বলছি বিশ্বাস-অবিশ্বাসের আদর্শের ভিত্তিতে না। যুদ্ধাপরাধীদের ফাঁসি চাওয়া আন্দোলনকারী হিসেবে সহযোদ্ধা।
যুদ্ধের ময়দানে কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিষ্টান, কে আস্তিক, কে নাস্তিক সেটা বিবেচ্য না! এটি কোন ধর্মযুদ্ধ না! এটি অসমাপ্ত মুক্তিযুদ্ধ।
৪। যে ব্লগারটি খুন হলেন, তাকে আমি চিনতাম না। তিনি কোন সুপরিচিত ব্লগার ছিলেন না। তার মৃত্যুর পরই তার ব্লগটি প্রথম দেখেছি, তবে শুধু চোখ বুলিয়েছি। সাম্প্রদায়িক নাস্তিকদের লেখা আমি পড়ি না।
আমার অনেক নাস্তিক বন্ধু আছে। তবে নাস্তিকদের মধ্যে যারা সাম্প্রদায়িক/মৌলবাদী তাদেরকে প্রশ্রয় দিই না।
প্রশ্ন হয়েছে, এই ব্লগার থাবা বাবার মৃত্যুতে আমি ব্যথিত কেন? একজন গোঁড়া নাস্তিক মরলে আমার কি ক্ষতি?
আমার উত্তর: অন্ধ নাস্তিক ও ধর্মান্ধের মধ্যে কোন তফাৎ নাই বলে মানি। কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের এই অন্ধত্ব তাদের ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ, ততক্ষণ পর্যন্ত আমি তাদের কোন ক্ষতি কামনা করি না বা ক্ষতিতে খুশী হয় না। কিন্তু মৌলবাদী নাস্তিক ও মৌলবাদী আস্তিক যখন কোন ভণ্ড যুদ্ধের ময়দানে নামবে, আমি তাদের অকল্যাণ কামনা করতেই পারি। তাই ব্লগিংয়ের মতো ব্যক্তিগত জায়গায় একজন নাস্তিক যখন অধর্ম নিয়ে চরমবাচ্য করতে থাকে তখন সেটা ব্যক্তিগত আঙ্গিনায় আস্ফালন হিসেবেই ধরে নিই। একই কথা মৌলবাদী আস্তিকদের জন্যও প্রযোজ্য। আমি আশা করতে থাকি এক সময় উভয় পক্ষই সত্য ও সুন্দরের সন্ধান পাবে। কিন্তু একজন ধর্মান্ধ যখন অস্ত্র হাতে 'ধর্ম উদ্ধার' করতে নেমে আসে এবং একজন মৌলবাদী নাস্তিক যখন তদ্রূপ বিধ্বংসী ভূমিকায় অবতীর্ণ হয় অর্থাৎ উভয়ই ব্যক্তিগত আঙিনা ছেড়ে বেরিয়ে আসে, তখন আমি দুপক্ষেরই ধ্বংস কামনা করি।
এখন কথা হলো ব্লগার রাজীব (থাবা বাবা) কি এ জাতীয় কোন যুদ্ধে মারা গেছে? জবাবটি- 'না'। রাজীবের মৃত্যুটিকে আমরা শাহবাগ আন্দোলনের ত্যাগ বলেই জানছি। সে এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল তাই ছাগুরা তার প্রাণ নিয়েছে। রাজীবের জায়গায় অন্য যে কেউ শিকার হতে পারতো। কিন্তু খুনিরা রাজীবকে বেছে নিয়েছে। কারণ এর ফলে গোঁড়া নাস্তিকতার কালিমা দিয়ে তারুণ্যের ঐক্যতে ফাটল ধরাতে পারবে বলে তারা মনে করে। আমরা কি তা বাস্তবায়ন হতে দিব?
এই মৃত্যুটাকে যারা একজন নাস্তিকের মৃত্যু বলে মেনে নিতে চাচ্ছেন তারা ভুল করছেন। এটাকে যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া একজন আন্দোলনকারীর মৃত্যু বলে জানবো।
এই মৃত্যুটাকে আমি স্রেফ একজন ব্লগারের মৃত্যু বলে ভূষিত করবো না। এটি স্বাধীনতা বিরোধীদের নির্মূলের দাবিদার একজন বাংলাদেশির মৃত্যু বলে জানবো।
এই অপমৃত্যুটাকে কোন এক নির্দিষ্ট ব্যক্তির মৃত্যু বলে মহিমান্বিত করবো না।
এটি আমাদের মুক্তিকামী তরুণ প্রজন্মের প্রতি একাত্তরের হন্তারকদের চ্যালেঞ্জ মনে করবো।
৫। নব্য হায়েনারা, সময় ফুরিয়ে যাচ্ছে শুদ্ধ হবার! ঠাঁই হবে না আশ্রয়ের... ইহকাল-পরকাল কোন কালেই!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
সাইফ সামির বলেছেন:
আমাদের আন্দোলনের শ্লোগান- জয় বাংলা! জয় জনতা!
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩
মৃন্ময় বলেছেন: এখন কথা হলো ব্লগার রাজীব (থাবা বাবা) কি এ জাতীয় কোন যুদ্ধে মারা গেছে? জবাবটি- 'না'। রাজীবের মৃত্যুটিকে আমরা শাহবাগ আন্দোলনের ত্যাগ .....................
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫
সাইফ সামির বলেছেন: হ্যাঁ।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩
অজানাবন্ধু বলেছেন: কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিষ্টান, কে আস্তিক, কে নাস্তিক, কে গাজাখোর, কে পতিতা আমি কিছুই বুঝতে চাইনা।
আমি বিচার চাই।
জয় বাংলা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
সাইফ সামির বলেছেন:
ফালতু প্রচারে কান না দিয়ে দাবিতে ঐক্যবদ্ধ থাকবো।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
সাইফ সামির বলেছেন: শাহবাগ আন্দোলনের পর থেকে অনেক চুপা ছাগু আবিষ্কার করেছি। রাজীব খুনের ঘটনার পর গর্ত থেকে আরও চুপা ছাগু বের হতে শুরু করেছে।
তাই ছাগুবিরোধীরা, যা কিছুই বলেন না কেন সাবধানে বলেন। হুট-হাট করে গভীরভাবে না ভেবেই কিছু বলে দিবেন না! লক্ষ্য রাখুন, ছাগুরা যেন আপনার কোন কথার অন্য অর্থ করতে না পারে! তা নিয়ে অপপ্রচার চালাতে না পারে।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
গিফার বলেছেন: মানুষ যেভাবে একজনের মৃত্যু তে খুশি হল, ব্যাপার টা ভয়ানক। তার মানে এটাই দারায় যে তারা দেশে মুসলিম ছারা আর কাউরে দেখতে চায় না।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
সাইফ সামির বলেছেন:
যারা খুশি হয়েছে তারা প্রকারান্তরে এই আন্দোলনের বিরোধী। আর যারা আন্দোলনের সমর্থক হয়েও খুশি হচ্ছেন তারা মূল বিষয়টা বুঝতে পারছেন না।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
সামির হোসাইন বলেছেন: সে শুধু নাস্তিক নয়। সে ছিল একটা মহা শয়তান। একজন নবী (স) এবং তার ধর্মকে নিয়ে জগন্যতম কটুক্টি করেছে !! কিন্তু তাকে কি সেই জন্য হত্যা করা হয়েছে ????????
তাকে হত্যা করা হয়েছে সে যুদ্ধাপরাধীদের বিচাই চাইছে , সে জামাত শিবিরের বিরুদ্ধে অবস্থা নিয়েছে এইটাই তার দোষ , সে নাস্তিক এইটা তার দোষ নয় , সে ইসলাম ধর্মের বিরোধী এইটা যদি তার অপরাধ হতো তাহলে অনেক আগেই খুন করা হতো ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২
সাইফ সামির বলেছেন:
তাকে হত্যা করা হয়েছে সে যুদ্ধাপরাধীদের বিচাই চাইছে , সে জামাত শিবিরের বিরুদ্ধে অবস্থা নিয়েছে এইটাই তার দোষ , সে নাস্তিক এইটা তার দোষ নয় , সে ইসলাম ধর্মের বিরোধী এইটা যদি তার অপরাধ হতো তাহলে অনেক আগেই খুন করা হতো ।
সহমত।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: বীর মুক্তিযোদ্ধা শহিদ রাজিব , লও লও লও সালাম..
শহিদ রাজিব , নাস্তিক না আস্তিক সেটা কোন বিষয় না , সে আমাদেরি ভাই , সে আমাদের সার্থে রাজাকার বিরোধি আন্দোলনে সংগ্রামি ছিল , অথচ আমরা আমাদের ভাই এর ম্রিত্যুতে শোক না করে তাকে নাস্তিক বলে গালি দিচ্ছি ! এই আমাদের ধর্মীয় চেতনা ! ধিক্কার জানাই এমন ধর্মীয় চেতনাকে !!!!!!!!!!!!!!!!!!!!!! যা আমাদের বিচ্ছিন্ন করে ফেলছে ।
ভাই রাজিব , ক্ষয় নাই তোমার ক্ষয় নাই.. আমাদের চেতনায় তুমি আছো ..থাকবে চিরসবুজ চিরসতেজ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩
সাইফ সামির বলেছেন:
আমরা যেমন অতিকথন করবো না, তেমনি আবেগকে শক্তিতে রূপান্তরিত করবো।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮
কালোপরী বলেছেন: লেখক বলেছেন: আল্লার শাস্তি আল্লাহ দিবে। আমরা দেওয়ার কে?
একটা একটা শিবির ধর সকাল বিকাল জবাই কর (শাহবাগ এ দেয়া স্লোগান)
কেমন দ্বিমুখী বক্তব্য হয়ে গেল না???
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
সাইফ সামির বলেছেন:
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কালোছাগীটা ইন একশন !
ছাগী , শাহবাগের কেউ কি শিবিরের কাউকে জবাই করেছে ?
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কালোছাগীটা ইন একশন !
ছাগী , শাহবাগের কেউ কি শিবিরের কাউকে জবাই করেছে ?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
সাইফ সামির বলেছেন: শাবাশ!
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
হাঁসি মুখ বলেছেন:
যুদ্ধের ময়দানে কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিষ্টান, কে আস্তিক, কে নাস্তিক সেটা বিবেচ্য না! এটি কোন ধর্মযুদ্ধ না! এটি অসমাপ্ত মুক্তিযুদ্ধ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
সাইফ সামির বলেছেন:
হ্যাঁ। পূর্বপুরুষদের অসমাপ্ত কাজ এখন তরুণ প্রজন্মের কাঁধে।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
ইঁচড়েপাকা ছেলে বলেছেন: কালো ছাগীর কোন জায়গায় লাগছে?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
সাইফ সামির বলেছেন: যেখানে লাগে... বরাবর ছাগু মাথায়।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
জ্বীন কফিল বলেছেন: সোনার বাংলা ব্লগ বন্ধ আজ থেকে । খাসির পাল অলরেডি সামুতে জায়গা নেয়া শুরু করছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
সাইফ সামির বলেছেন:
আমার মনে হয় কিছুদিন ব্লগে রেজিস্ট্রেশন বন্ধ রাখা উচিত।
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
আল ইফরান বলেছেন: রাজীবের রক্তের উপর দিয়েই রাজাকারদের কবর রচিত হবে এই বাংলার মাটিতে , ইনশাল্লাহ ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
সাইফ সামির বলেছেন:
বাংলার মাটিতে রাজাকারদের কবর দিয়ে মাটি অপবিত্র না করে সলিল সমাধি করা মনে হয় বেশি ভালো হয়। কিংবা পাকিদের শববাহী বিমান আসতে পারে।
১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
ক্লান্ত দুচোখ বলেছেন: ওহে বাঙ্গালী, স্লোগান কে দিল তা বড় না, স্লোগানটা কি সেটাই আসল।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
সাইফ সামির বলেছেন:
হ্যাঁ। শ্লোগান হবে জনতার দাবির সাথে তাল রেখে।
গণমঞ্চে ব্যক্তি বা দলীয় দাবি চলবে না।
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:
নব্য হায়েনারা, সময় ফুরিয়ে যাচ্ছে শুদ্ধ হবার! ঠাঁই হবে না আশ্রয়ের... ইহকাল-পরকাল কোন কালেই!
দারুন বলেছেন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
সাইফ সামির বলেছেন:
এটাই চরম সত্য। যেটুকু সময় এখনও বাকি আছে এই সময়টুকুর সদ্ব্যবহার করে তাদের উচিত নতুন করে আবার কলেমাগুলো পড়ে, দলীয় নেতার তফসির বাদ দিয়ে নিরপেক্ষ সোর্সের তফসিরসহ কোরান পাঠ করা। দলীয় নির্বাচিত হাদিসগুলো না পড়ে সিহাহ্ সিত্তার হাদিসগুলো অধ্যয়ন করা। অন্তরে দ্বীনের প্রকৃত আলো জ্বালা। ফি আমানিল্লাহ!
১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: জয় বাংলা , জয় জনতা
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
সাইফ সামির বলেছেন: জয় বাংলা! জয় জনতা!
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
মো ঃ আবু সাঈদ বলেছেন: জয় বাংলা জয় বঙ্গবন্ধু