নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Saif Samir | Winner of the Best of Online Activism Awards (2013) by Deutsche Welle (DW) | www.saifsamir.com

সাইফ সামির

মুভি ক্রিটিক ব্লগ

সাইফ সামির › বিস্তারিত পোস্টঃ

চট্টগ্রাম ভয় করে না জঙ্গি বোমা!!

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৬

১৩ তারিখ মহাসমাবেশ হয়নি প্রশাসনের ১৪৪ ধারার কারণে। হেফাজতে ইসলামের রক্তের বন্যা বইয়ে দেবার হুমকিতেও সমাবেশ করার ব্যাপারে অনড় থেকেছিল গণজাগরণ মঞ্চ, চট্টগ্রাম। কিন্তু হেফাজতে ইসলাম হরতাল ডাকাসহ সমাবেশ প্রতিহত করার হুমকি দিলে প্রশাসন যাবতীয় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে।



মহাসমাবেশ না হলেও আমি চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর, জামালখানে গিয়েছিলাম গতকাল। ১৪৪ ধারার কারণে পুরো জামালখান এলাকা ছিল থমথমে। লোকের চলাচল ছিল খুব কম। বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ। চারিদিকে ছিল পুলিশের ব্যাপক সমাগম। এর ভিতরেই আমি চট্টগ্রাম প্রেসক্লাব ভবনে ছিলাম, প্রশাসন কর্তৃক ঢাকার বন্ধুদের আগমন আটকে দেয়ার খবর জানা পর্যন্ত।



১৩ তারিখের সমাবেশ না হলেও ১৪ তারিখে প্রতিবাদ সমাবেশ করবে বলেছিল গণজাগরণ মঞ্চ, চট্টগ্রাম। গতকাল জামালখানের পরিস্থিতি পর্যবেক্ষণে আশঙ্কা হচ্ছিল আমার বীর চট্টলার ভাই ও বোনেরা যাবতীয় ভয়-ভীতি-শঙ্কা-বিভেদ-বিভ্রান্তি ছুঁড়ে ফেলে বুকে অদম্য সাহস নিয়ে, কণ্ঠে প্রতিবাদের ভাষা নিয়ে আজ আসবেন তো?



কিন্তু আজ জামালখানের পরিস্থিতি ছিল গতকালের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঠিকই বিকাল ৩টায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সময় যতোই গড়াচ্ছিল সমাবেশে জনসমাগম ক্রমেই বাড়তে থাকে। এক পর্যায়ে হাজারো ছাত্র-তরুণ-জনতার শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণ। নারী ও শিশুদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। শ্লোগানের পাশাপাশি ছাত্র নেতাদের শাণিত বক্তব্যে উদ্দীপ্ত হয়ে ওঠে সমাবেশ। আসর ও মাগরিবের নামাজের জন্য দেয়া বিরতির সময়টুকু ছাড়া বাকি সময় জুড়ে সেই চিরচেনা উত্তাল রূপেই দেখা গেছে আমার জন্মভূমি প্রিয় চট্টগ্রামকে। সকল হুমকি-ধমকি-বিভ্রান্তি-অপ্রচারকে উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আমাদের এই আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবার দীপ্ত ঘোষণা দিয়ে সন্ধ্যা ৭টায় প্রতিবাদ সমাবেশ সফলভাবে শেষ করা হয়। অবশ্য আনুষ্ঠানিক সমাপ্তির পরও আন্দোলনকারীরা দীর্ঘক্ষণ ছিলেন সমাবেশ চত্বরে।



বন্ধুরা, আগামীকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরের আন্দোলন সেই প্রথম দিনগুলোর মতো আবার চলবে। সবাইকে দলে দলে যোগদান করার আহ্বান জানাচ্ছি।



জয় বাংলা! জয় জনতা! জয় চট্টগ্রাম!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৪

এম ই জাভেদ বলেছেন: জনতার সংগ্রাম চলবেই চলবে ।

রাজাকার নিপাত যাক।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৭

সাইফ সামির বলেছেন: রাজাকারের ফাঁসি চাই!

২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮

গেস্টাপো বলেছেন: তৌহিদই জনতার উচিৎ জামাত-শিবির রাজাকার এবং ইসলাম বিদ্বেষীদের এই দুটোর বিরুদ্ধেই অ্যাকশান এ যাওয়া :|


১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:১০

সাইফ সামির বলেছেন: এই দুই পক্ষের প্রতিই আমাদের তীব্র ঘৃণা!

৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

লিঙ্কনহুসাইন বলেছেন: জাতের নামে বজ্জাতি সব
-কাজী নজরুল ইসলাম

জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ খেলছ জুয়া,
ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয়তো মোয়া।
হুঁকোর জল আর ভাতের হাঁড়ি – ভাব্‌লি এতেই জাতির জান,
তাইত বেকুব, করলি তোরা এক জাতিকে একশ’-খান।
এখন দেখিস ভারত জোড়া পঁচে আছিস বাসি মড়া,
মানুষ নাই আজ, আছে শুধু জাত-শেয়ালের হুক্কাহুয়া।
জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ খেলছ জুয়া।

জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহন-শীল,
তাকে কি ভাই ভাঙ্‌তে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল!
যে জাত-ধর্ম ঠুন্‌কো এত, আজ নয় কা’ল ভাঙবে সে ত,
যাক্‌ না সে জাত জাহান্নামে, রইবে মানুষ, নাই পরোয়া।
জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ খেলছ জুয়া।

বলতে পারিস, বিশ্ব-পিতা ভগবানের কোন সে জাত?
কোন্‌ ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ?
ভগবানের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই?
ছেলের মুখে থুথু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া।
জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ খেলছ জুয়া।।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০

সাইফ সামির বলেছেন: এটি আমার খুব প্রিয় একটি কবিতা।

ধর্ম এতো ঠুনকো না যে দুচার জন উগ্র নাস্তিকের চটি লেখায় আহত বা নিহত হবে।

৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৭

বোকামন বলেছেন: সম্মানিত সাইফ সামির,

ভালো আছেন ...

লেখাটি পড়লাম

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫০

সাইফ সামির বলেছেন: সম্মানিত বোকামন,

ভালো আছি... আপনি ভালো...

মন্তব্যটি পড়লাম :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.