![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি ক্রিটিক ব্লগ
উপমহাদেশে নারীদের বয়স লুকানোর একটা স্পর্শকাতর প্রবণতা আছে। ইউরোপ বা আমেরিকায় বয়স লুকানো তো দূর কি বাত, ওখানে এমন কি সেলেব্রিটি নারীদের বয়সও পাবলিকলি প্রকাশ হয়। তাই আমরা মাইলি সাইরাসের বয়স যেমন জানি তেমনি মেরিল স্ট্রিপের বয়সও জানতে পারি। কিন্তু এখানে আপনি বিপাশা হায়াত বা জয়া আহসানের বয়স সহজে জানতে পারবেন না। না হয় আমাদের এ অঞ্চলে কিছু সামাজিক/সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির কারণে নারীর বয়সের প্রকৃত অংকটি জানা কঠিন, কিন্তু মাঝে মাঝে খুব মজা লাগে যখন দেখি কোন কোন পুরুষ তার বয়স লুকাতে চায়! দেখা যায় বিভিন্ন পরিচিতিতে/প্রোফাইলে জন্ম সালটা লুকিয়ে রাখতে। অর্থাৎ অন্যদের মনে তার প্রকৃত বয়স নিয়ে কোন ধারণা দিতে চান না। এটা কেউ কেউ করেন নিজেকে অপেক্ষাকৃত যুবক মনে করানোর জন্য, কেউ করেন অল্প বয়সী মেয়েদের আকর্ষণটা যেন ধরে রাখতে পারেন সেজন্যে, আবার কেউবা নিজেকে নিয়ে একটা মেকি রহস্য সৃষ্টি করতে চান।
আমি নিজে বয়স নিয়ে লুকোচুপি করিনি কখনও। আমি কাজের দিক থেকে বয়সের চেয়ে এগিয়ে, আর মানসিক দিক থেকে অপেক্ষাকৃত তরুণ থাকার চেষ্টা করি। বয়স আমাকে নিয়ন্ত্রণ করে না, আমি বয়সকে নিয়ন্ত্রণ করি। তাই এখনও বিশ বছর বয়সের ইনোসেন্স ও রোমান্টিসিজমে ভুগি।
২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৫
সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ!
২| ২১ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৩
যোগী বলেছেন:
নারীদের এত বয়স দেখে কি করবেন পছন্দ হইলে বিসমিল্লাহ বইলা বিয়া কইরা ফালান। মামলা খাল্লাস!!
২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৮
সাইফ সামির বলেছেন: জো আজ্ঞে যোগীজী!
৩| ২১ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৪
যোগী বলেছেন:
ওহ হেপ্পি বাড্ডে !!!!
২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৯
সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ!
৪| ২১ শে মে, ২০১৩ বিকাল ৪:৫০
রাশেদ রিয়াদ বলেছেন: শুভ জন্মদিন।
জন্মদিনের দিন হঠাত নারী ঘটিত পোস্ট প্রদানের কোন হেতু আছে কি ভ্রাতা???
২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৫১
সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ!
থাকতেও পারে ভ্রাতা- অসম্ভব কিছু না!
৫| ২১ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৪
এসএমফারুক৮৮ বলেছেন: শুভ জন্মদিন ।
২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৬
সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ!
৬| ২১ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৫
যোগী বলেছেন:
আপনি চামে আমাদের দেশের নারীদের ছোট করতে গেলেন, পেছনের কারন না দেখেই।
থাক আজকে আপনার জন্মদিন তাই কড়া কথা শুনাইলাম না। অন্য দিন ওকে?
জাস্ট চিল্ল!
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:০২
সাইফ সামির বলেছেন: বয়স যাই হোক না কেন নারী মাত্রই মহান।
যাক জন্মদিন বলে বাঁচা গেল!
৭| ২১ শে মে, ২০১৩ বিকাল ৫:০০
মাসুদ চৌধুরী বলেছেন: শুভ জন্নদিন
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:০৩
সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ!
৮| ২১ শে মে, ২০১৩ বিকাল ৫:১১
শীলা শিপা বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইল
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:০৩
সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ!
৯| ২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০০
মাক্স বলেছেন: শুভ জন্মদিন!!!
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:০৩
সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ!
১০| ২১ শে মে, ২০১৩ রাত ১০:১৯
"চিরকুট" বলেছেন: হ্যাপি............. ভাত দে....... স্যরি হ্যাপি বার্ড ডে
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:০৫
সাইফ সামির বলেছেন:
থ্যাঙ্কু!
১১| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৪৭
অদ্বিতীয়া আমি বলেছেন: শুভ জন্মদিন
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:০৫
সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ!
১২| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৪৮
কালোপরী বলেছেন: শুভ জন্মদিন
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:১০
সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ!
১৩| ২২ শে মে, ২০১৩ সকাল ১০:২৪
আরজু পনি বলেছেন:
আমাদের সামাজিক অবস্থার কারণে কিছু বিষয় আছে, যার কারণেই এমনটি হয়।
তবে মজার বিষয় হলো আমার কয়েকজন ছেলে বন্ধুকে যেমন পেয়েছি নিজের বয়সের চেয়ে বেশ ক'বছর বাড়িয়ে বলতে তেমনি মেয়ে বন্ধুও আছে যারা ফেসবুকে নিজেদের বয়স বাড়িয়ে দিয়েছে
এখানে তাদের নিজেকে বয়স দিয়ে উপস্থাপনের কোন প্রবণতা দেখিনি।
আর মনের দিক থেকে নিজেকে তরুণ রাখতে পারাই বড় কথা।
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:০৯
সাইফ সামির বলেছেন: বয়স বাড়িয়ে বলার পেছনেও সাইকোলজিকাল কারণ আছে।
মনের তারুণ্যই আসল তারুণ্য।
১৪| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:১২
হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন। আপনার বয়স কত?
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:১১
সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ!
একটু মেকি রহস্য করি- আমার ফেবু প্রোফাইলে দেইখা নিয়েন!
১৫| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৮
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: শুভ জন্মদিন
মেয়েদের বয়স কমানোর বিষয়টা আমার একদন পছন্দ না। বয়স লুকিয়ে, বা কমিয়ে কি লাভ? যা আছে তাই থাকবে , বয়স কমালে বা লুকালেইকি নতুনত্ব কিছু আসবে? আমাদের দেশের বেশিরভাগ মেয়েই বয়সটা লুকাতে পছন্দ করে।
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:১৫
সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ!
বেশিরভাগই বিয়ের বাজার ঠিক রাখতে ও ছেলেদের কাছে আকর্ষণ ধরে রাখতে বয়স লুকাতে পছন্দ করে।
১৬| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:১২
যোগী বলেছেন:
লেখক বলেছেন: বয়স যাই হোক না কেন নারী মাত্রই মহান।
বস মাফ করবেন আপনি যে এত বয়স্ক ব্লগার সেটা না বুঝেই বাঁকা কমেন্ট করে ফেলেছি
সেই ২০০৭ এর গোড়া থেকে ব্লগাইতে ছেন, আগে খেয়াল করিনাই
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:১৭
সাইফ সামির বলেছেন: হা হা হা মজা পাইলাম!
১৭| ২৩ শে মে, ২০১৩ রাত ১:১২
মাসুম আহমদ ১৪ বলেছেন: ২য় বারের মত জন্মদিনের শুভেচ্ছা
২৪ শে মে, ২০১৩ সকাল ১১:৪০
সাইফ সামির বলেছেন: ২য় বারের মতো ধন্যবাদ!
১৮| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৫:০৫
ইলুসন বলেছেন: হ বুঝছি! বুইড়া হইয়া গেলে সবাই এগুলাই কয়!
০১ লা জুন, ২০১৩ রাত ৯:১৯
সাইফ সামির বলেছেন: হা হা হা
১৯| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার জন্য বাংলা মুভির বাংলা গান
বাড্ডে গিফট
চুল পাকিলে লোকে হয়না বুড়ো
আসল প্রেমের বয়স এইতো শূরু
২৫ গেল ৪০ গেল-
৬০ বছরে ফের যৌবন এলো!!!!!!!
০১ লা জুন, ২০১৩ রাত ১০:৪৩
সাইফ সামির বলেছেন:
হো হো হো!
আপনার বাংলা গানের বিপরীতে একটা হিন্দি গান শোনায়...
দিল তো বাচ্চা হে জী
থোড়া কাচ্চা হে জী...
মাত্র ২৬টা বসন্ত দেখলাম আর আপনি আমারে ৬০-য়ের যৌবনের লোভ দেখান? দিল্লী বহু বহু বহু দূর!!!!!
২০| ০২ রা জুন, ২০১৩ সকাল ১১:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: ..............মাত্র ২৬টা বসন্ত দেখলাম আর আপনি আমারে ৬০-য়ের যৌবনের লোভ দেখান? দিল্লী বহু বহু বহু দূর!!!!!
যাক অবশেষে কাহিনী দিলকি, বাহার আ গায়া
উকিলের প্যাচে বলে সত্য বের করে ফেলার মতো- ৬০ এর প্যাচে ২৬ বেরিয়েই গেল
এ কথা সত্যি
আভি ভি দিলতো মেরা ভি কাচ্চা
মাগার তুম আভি বিলকুল বাচ্চা
০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:৩২
সাইফ সামির বলেছেন:
হা হা হা
উকিল সাহেব, এই সত্য তো আগে থেকেই আমার হলফনামায় দেয়া আছে! কি উকিল হইলেন আপনে, আগে হলফনামা চেক করবেন না!
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৩ বিকাল ৪:৪০
বাংলার হাসান বলেছেন: শুভ জন্মদিন।