![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি ক্রিটিক ব্লগ
ছবি: ১
সামহোয়্যার ইনে আমার প্রথম ব্লগ পোস্টটি ছিল চট্টগ্রাম কলেজ সম্পর্কিত। ঐ পোস্টে একটি ছবি সংযোজন করেছিলাম, যেখানে চট্টগ্রাম কলেজের প্রধান প্রবেশ ফটকটি দেখা যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজে অর্থনীতিতে অনার্স করার সময় ছবিটি তুলেছিলাম। ১৯৬৯ সালে নির্মিত এই গেইটটির ছবি আর কেউ কখনও তুলতে পারবে না। কারণ চট্টগ্রাম কলেজ গেইটটি ভেঙে ফেলা হয়েছে! চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ কাজে এটি ভেঙ্গে ফেলা হয়েছে। (দেখুন ছবি ১ ও ২)
ছবি: ২
পাঠক নিশ্চয় ভাবছেন, চট্টগ্রাম কলেজ গেইট ভেঙ্গে ফেলার সাথে আইয়ুব খানের পতনের সম্পর্ক কোথায়? ব্যাটা তো কবে মইরা ভূত হইয়া গেছে! আসলে কলেজের শতবর্ষ পূর্তি উপলক্ষে এই গেইটটি যখন নির্মাণ করা হচ্ছিল তখন আইয়ুব খান ছিল স্বৈরশাসক। তাকে খুশি করার জন্য তার নামের আদ্যাক্ষর AK ব্যবহৃত হয়েছিল গেইটটি ডিজাইনের সময়। (ছবি ৩ খেয়াল করুন) আশা করি এবার বুঝতেই পারছেন এই গেইট ধ্বংস হওয়ার মধ্য দিয়ে আইয়ুব খানের নাম চট্টগ্রাম কলেজের (কিংবা চট্টগ্রামের, কিংবা বাংলার) মাটি থেকে নিশ্চিহ্ন হলো! মৃত্যুকালে গেইটটির বয়স হয়েছিল ৪৪ বছর।
ছবি: ৩
চট্টগ্রাম কলেজ কি তবে গেইটবিহীন হয়ে গেল? চট্টগ্রাম কলেজে মাশাল্লা গেইটের অভাব নাই! পূর্ব গেইট, হোস্টেল গেইট (পূর্ব), হোস্টেল গেইট (পশ্চিম), প্যারেড গেইট, ক্যান্টিন গেইট, ছোট গেইট (প্রধান গেইটের পাশে) সবই আছে। তাছাড়া যে গেইটটি ভাঙ্গা হয়েছে সে স্থানের একটু ভিতরে করে তৈরি হবে নতুন প্রধান ফটকটি। এখন ভাববার বিষয় নতুন গেইটটির ডিজাইনের ক্ষেত্রে অন্য কেউকে খুশি করতে SH আদ্যাক্ষর ব্যবহার করা হয় কিনা!
________________
http://www.saifsamir.com
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:০১
সাইফ সামির বলেছেন:
আমি একটু সময় পেলেই স্মৃতিময় স্থানগুলো বেড়িয়ে আসি।
২| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৭:১২
তামা বলেছেন: ভাল লাগল ..এক পাকির নাম মুছে গেল ।
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:০৪
সাইফ সামির বলেছেন:
৩| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:০৩
লিঙ্কনহুসাইন বলেছেন:
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:২১
সাইফ সামির বলেছেন:
৪| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:২০
আমিনুর রহমান বলেছেন:
গেইটখানা ভাঙ্গাতে খুশিই লাগছে তবে আমার কাছে এই গেইটের ডিজাইনটা দারুন লেগেছিলো ...
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩১
সাইফ সামির বলেছেন:
এটা আসলেই অস্বীকার করা যাবে না যে গেইটের ডিজাইনটা সত্যিই দৃষ্টিনন্দন। সত্যি কথা বলতে কি গেইটটার ইতিহাস জানা না থাকলে একবার দেখলেই এটা যে কারও ভালো লেগে যেত। আমারও লেগেছিল। তাই গেইটটা ভাঙ্গার সময় নস্টালজিক হয়ে গিয়েছিলাম। কিন্তু কনটেক্সট বিবেচনা করে 'তথাস্তু' গণ্য করলাম।
৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:১৭
নুসরাতসুলতানা বলেছেন: গেইটটা ভেঙে ফেলার খবর জানতামনা, জেনে কেন জানি খারাপ লাগলো।
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৩৪
সাইফ সামির বলেছেন:
খারাপ লাগতেই পারে, অস্বাভাবিক কিছু না। প্রথমে আমারও লেগেছিল। কিন্তু আদ্যোপান্ত বিবেচনা করে মেনে নিয়েছি।
৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিনুর রহমান বলেছেন:
গেইটখানা ভাঙ্গাতে খুশিই লাগছে তবে আমার কাছে এই গেইটের ডিজাইনটা দারুন লেগেছিলো ...
সহমত।
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৪৫
সাইফ সামির বলেছেন:
গেইটের ডিজাইনটা আমারও খুব ভালো লাগতো। মুগ্ধ হয়েই তাকাতাম। কিন্তু আইয়ুব খানের নামটা মাথায় আসলেই গলায় কাঁটা অনুভব করতাম।
যা হোক, আশা করি কর্তৃপক্ষ যে নতুন গেইটটি বানাবে তা আরও দৃষ্টিনন্দন হবে। ২০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে নতুন গেইটের জন্য। ইচ্ছা থাকলে এই টাকায় চমৎকার একটি গেইট বানানো যাবে বলে আমার বিশ্বাস।
৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৪২
~মাইনাচ~ বলেছেন: এখন ভাববার বিষয় নতুন গেইটটির ডিজাইনের ক্ষেত্রে অন্য কেউকে খুশি করতে SH আদ্যাক্ষর ব্যবহার করা হয় কিনা!
গেইটটির ডিজাইনটা চমৎকার ছিল
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:২১
সাইফ সামির বলেছেন:
আশা করি কর্তৃপক্ষ যে নতুন গেইটটি বানাবে তা আরও দৃষ্টিনন্দন হবে। ২০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে নতুন গেইটের জন্য। ইচ্ছা থাকলে এই টাকায় চমৎকার একটি গেইট বানানো যাবে বলে আমার বিশ্বাস।
৮| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: অন্তত বাংলার সম্মান রক্ষা করে ডিজাইন এর কাজটা করা প্রযুজ্য
মন্দ কি এটাও একটা ইতিহাসের অধ্যায়
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০১
সাইফ সামির বলেছেন: হুম
৯| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪০
আমি তুমি আমরা বলেছেন: এখন ভাববার বিষয় নতুন গেইটটির ডিজাইনের ক্ষেত্রে অন্য কেউকে খুশি করতে SH আদ্যাক্ষর ব্যবহার করা হয় কিনা!
ভাল পয়েন্ট তুলে এনেছেন।
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২২
সাইফ সামির বলেছেন:
১০| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:০০
সমুদ্রচারী বলেছেন: আমি যতদুর জানি Ak মানে Ackquire knowledge আর ডিজাইন আগেরটী থাকবে
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩২
সাইফ সামির বলেছেন: অসম্ভব!
১১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:০০
নুসরাতসুলতানা বলেছেন: সমুদ্রচারী বলেছেন: আমি যতদুর জানি Ak মানে Ackquire knowledge --এরকম আমিও শুনেছি।এত বিশাল ছিল গেইটটি যার নিচ দিয়ে যেতেই অন্যরকম অনুভূতি হত।
চট্ট্রগ্রাম কলেজ নিয়ে আপনার দুটো লেখা দেখলাম। সূর্যসেন , প্রীতিলতা এরকম অনেকে এর ষ্টুডেন্ট ছিলেন -অনেক ঐতিহ্যবাহী এ কলেজটি।এ কলেজটি নিয়ে , এর ঐতিহ্য - ইতিহাস নিয়ে পূর্নাঙ্গ একটি পোষ্ট দিন।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৫০
সাইফ সামির বলেছেন:
Ak দিয়ে তো অনেক কিছুই বলা যায়, এক্ষেত্রে Ayub Khan-ই।
নতুন যে গেইটটা হচ্ছে সেটা আগেরটার চেয়ে ভিন্ন দেখলাম।
চট্টগ্রাম কলেজ নিয়ে লেখা দুটি পড়ার জন্য ধন্যবাদ। আপনিও নিশ্চয় চট্টগ্রাম কলেজের স্টুডেন্ট ছিলেন?
সময় করতে পারলে ও মুড হলে আপনার কাঙ্খিত পোস্টটি লেখার চেষ্টা করবো। সঙ্গে থাকুন।
১২| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৩১
নুসরাতসুলতানা বলেছেন: ঠিকই ধরেছেন -- ঐ কলেজেই দুটি চমৎকার বছর কাটিয়েছি ।ধন্যবাদ।
২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৩
সাইফ সামির বলেছেন:
১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:২২
তাহিতি তাবাসুম বলেছেন: চট্টগ্রাম কলেজের এই গেইট দেখলেই অনেক ভাল লাগতো।ভেঙ্গে ফেলসে শুনে কেমন জানি লাগতেসে।
লেখক বলেছেন: চট্টগ্রাম কলেজ কি তবে গেইটবিহীন হয়ে গেল? চট্টগ্রাম কলেজে মাশাল্লা গেইটের অভাব নাই! পূর্ব গেইট, হোস্টেল গেইট (পূর্ব), হোস্টেল গেইট (পশ্চিম), প্যারেড গেইট, ক্যান্টিন গেইট, ছোট গেইট (প্রধান গেইটের পাশে) সবই আছে। তাছাড়া যে গেইটটি ভাঙ্গা হয়েছে সে স্থানের একটু ভিতরে করে তৈরি হবে নতুন প্রধান ফটকটি। এখন ভাববার বিষয় নতুন গেইটটির ডিজাইনের ক্ষেত্রে অন্য কেউকে খুশি করতে SH আদ্যাক্ষর ব্যবহার করা হয় কিনা!
২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৫
সাইফ সামির বলেছেন: হুম...
....
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৩ রাত ২:২৩
খেয়া ঘাট বলেছেন: কত স্মৃতির ক্যাম্পাস, আজ কত দূরে!!!!!!!!!!!!!
এই জীবনে এই ক্যাম্পাসে আর যাওয়া হবে কিনা আল্লাহই জানেন।