![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি ক্রিটিক ব্লগ
যে দেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু স্বাধীন দেশে, নিজ গৃহে, সপরিবারে নৃশংসভাবে খুন হয়; সে দেশের স্বাধীনতাবিরোধী খুনি-ধর্ষক-লুটেরা-যুদ্ধাপরাধীদের শিরোমণি গোলাম আযমের মৃত্যু কেন স্বাভাবিকভাবে হবে?
যুদ্ধাপরাধের সব অভিযোগ প্রমাণিত হওয়ার পরও কেন গোলাম আযমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে না?
জামাতের সাবেক আমির (১৯৬৯ - ১৯৯৯) গোলাম আযমের একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের রায়ে বলা হয়, "তার যে অপরাধ এর সবগুলোই সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। তবে গ্রেপ্তারের পর থেকেই তিনি বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি আছেন। তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে এই সাজা দেয়া হয়েছে।"
মানবতাবিরোধী অপরাধের শাস্তি ঘোষণায় এ 'মানবতা' কেন দেখানো হলো? অপরাধ পরিমাপে এই অপরাধী কি কোন মানবিক বিবেচনার যোগ্য?
কেমন যেন প্রহসন প্রহসন খেলা!
রাজাকার শিরোমণির সব অপরাধ সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য হলেও কেন ফাঁসির রায় ঘোষণা করা হলো না? বাধাটা ছিল কোথায়?
মধ্যপ্রাচ্যের চাপ ও রাজনৈতিক বিবেচনায় নতি স্বীকার? ট্রাইব্যুনাল আয়োজক আওয়ামী সরকারের কোন নেপথ্য ভূমিকা কি নেই?
ফাঁসির বদলে ৯১ বছরের বুড়োকে দেয়া হলো ৯০ বছরের কারাদণ্ড! বাস্তবিক হাস্যকর!
কোথায় আজ দেশের মাটি, জল, বায়ু ও মানুষগুলোর ৪২ বছরের বয়ে বেড়ানো কলঙ্ক থেকে মুক্ত হওয়ার কথা- তা না, কলঙ্ক লেপ্টে দেয়া হচ্ছে আরও!
মানবতাবিরোধী অপরাধের শাস্তিতে মানবতা প্রদর্শনের কোন সুযোগ নেই! অপরাধীর মৃত্যু-ব্যাধি এইডস হয়ে থাকলেও তার সর্বোচ্চ শাস্তিই হতে হবে!
এই রায় শহীদদের আত্মাকে তৃপ্ত করে না! মুক্তিযোদ্ধাদের শান্তি দেয় না! এই রায় আমরা কোনভাবেই মেনে নিতে পারি না!
আযমে রাজাকারের ফাঁসি চাই!
ফিরে দেখা: বিচারের বাণী ভয়ে কাঁপে??? রাষ্ট্রের মর্মান্তিক পরাজয়!!!
যারা আত্মসমর্পণকারী আওয়ামী লীগকে দায়ী মানতে নারাজ...
_______
গোলাম আযমের রায় ঘোষণার পর সাইফসামিরডটকমে প্রকাশিত
২| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৮
আমিনুর রহমান বলেছেন:
হয়ত বা ইতিহাসে
তোমাদের নাম লেখা রবে না
বড় বড় লোকেদের ভীড়ে
জ্ঞানী আর গুণীদের আসরে
তোমাদের কথা কেউ কবে না
তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না
না না না শোধ হবে না ...
ঋণ তো শোধ করতেই পারবো না বরঞ্চ আরো অপমান করলাম !!!
৩| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: সত্য যদি অসত্য হয়
রাজাকার কেন মুক্তিযুদ্ধা নয়
গোলাম আযম যাক গোল্লায়
এতদিন কি কল্লায়
হায়রে বাঙাল বুকে ব্যথা
অরক্ষিত স্বাধীনতাই পরাধিনতা ।।
৪| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৫১
আরজু পনি বলেছেন:
গোআ কে পাকিস্তানে পাঠিয়ে দেবার ব্যবস্থা করা হোক ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এই রায় মানি না, মানবতা বিরোধী অপরাধীর ব্যাপারে আবার মানবিক বিবেচলার প্রশ্ন আসে কোথ্থেকে ???!!!!!