![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি ক্রিটিক ব্লগ
লোকচক্ষুর অন্তরালে চলে যেতে হবে ভালবাসি বলে?
ভালবাসার উচিত না হিসাব কষে কষে পথ চলা।
হতে পারে
আমাদের চোখে যা নিখাদ ভালবাসা
লোকের চোখে তা পাঁড় পাপ;
হোক বা না হোক
কেন আমরা স্বপ্রোণদিত দাঁড়াব জনতার কাঠগড়ায়
কোন অপরাধ বোধে?
লোকের ভাবনা যদি সংশয় সঞ্চার করে আমাদের মনে
অন্যের চোখ বুঝে যদি সাজাতে হয় জীবনটাকে
ভালবাসার খুব অপমান হয় তাতে।
আমি বাসতে পারবো না শর্তযুক্ত ভালবাসা
খুঁজে নাও তেমন কেউ
যে তোমাকে ভালবাসবে মেপে মেপে, তোমার নিয়ম মেনে।
©somewhere in net ltd.