নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Saif Samir | Winner of the Best of Online Activism Awards (2013) by Deutsche Welle (DW) | www.saifsamir.com

সাইফ সামির

মুভি ক্রিটিক ব্লগ

সাইফ সামির › বিস্তারিত পোস্টঃ

সাবধান ইন্ডিয়া!!

১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫০

আগামী অনেকদিন তোমার কাছে আমি আর কিছুই চাইবো না বিধাতা, শুধু বাংলাদেশকে ইন্ডিয়ার বিরুদ্ধে জিতাই দাও! আমরা ইন্ডিয়ানদের চোখে পানি দেখবার চায়। তারা আমাদের হিস্যার যে পানি দেয় না, সেই পানি তাদের ১২০ কোটি জোড়া চোখ থেইকা জল হইয়া গড়ায়ে পড়ুক। ৫৭ সেনা অফিসারের রক্তের বদলাও তাদের চোখের পানি দিয়াই নিব। আমরা শুষ্ক ঠোঁটেও তৃপ্তির হাসি হাসতে চাই। সেই বিজয় আনন্দ দিয়া আমরা খরা মৌসুমেও ফসল ফলাবো।

আমরা দেখায় দিব নে, এদেশের মানুষ ছলনাময়ী অত্যাচারে কোণঠাসা হইয়া পড়লেও বাঘের গর্জন দিয়া ফাইটব্যাক করতে জানে। বনের রাজা সিংহও নুয়ে পড়ে বাঘের থাবা তলে, ওরা তো শিয়াল কামিনে।

তোরা পলিটিক্স খেলিস আমাদের সাথে, আমরা খেলা দিয়ে তোদের পলিটিক্স খাওয়াবো। দাদাগিরি ফুটায়ে দিব নে।

বাংলাদেশের জয় হবেই, বিশ্বাস রাখুন বুকে।
_______

প্রথম প্রকাশ এখানে...

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

প্রেতরাজ বলেছেন: ইনশাআল্লাহ আমরা জিতবোই।

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

সাইফ সামির বলেছেন: ইনশাআল্লাহ!

২| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: //আগামী অনেকদিন তোমার কাছে আমি আর কিছুই চাইবো না বিধাতা, শুধু বাংলাদেশকে ইন্ডিয়ার বিরুদ্ধে জিতাই দাও!//

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

সাইফ সামির বলেছেন: হুম... অন্য কিছুই চাইবো না...

৩| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:২০

মতিউর রহমান মিঠু বলেছেন: আমিন, কবুল করো হে ঈশ্বর। ১৬ কোটি দুখি মানুষের প্রার্থনা তুমি কবুল করো তুমিতো দয়ার সাগর বা দয়াবান। আমরা আর কিছুই চাইনা শুধু ভারতের সাথে আমাদের জিতিয়ে দাও।

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১২

সাইফ সামির বলেছেন: বাংলাদেশের জয় হবেই, ইনশাআল্লাহ।

৪| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৫

এ কে এম রেজাউল করিম বলেছেন:

আগামী অনেকদিন তোমার কাছে আমি আর কিছুই চাইবো না বিধাতা, শুধু বাংলাদেশকে ইন্ডিয়ার বিরুদ্ধে জিতাই দাও!
আমরা ইন্ডিয়ানদের চোখে পানি দেখবার চাই ।
তারা আমাদের হিস্যার যে পানি দেয় না, সেই পানি তাদের ১২০ কোটি জোড়া চোখ থেইকা জল হইয়া গড়ায়ে পড়ুক ।
৫৭ সেনা অফিসারের রক্তের বদলাও তাদের চোখের পানি দিয়াই নিব ।
আমরা শুষ্ক ঠোঁটেও তৃপ্তির হাসি হাসতে চাই ।
সেই বিজয় আনন্দ দিয়া আমরা খরা মৌসুমেও ফসল ফলাবো ।


অসাধারন !
অন্তপ্রান থেকে বিধাতার কাছে প্রারথনা !!
বাস্তবতায় উদ্ভাসিত হোক !!!

২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০৭

সাইফ সামির বলেছেন:

ধন্যবাদ...

কিন্তু আমাদের খেলাটি যে ইন্ডিয়া আইসিসি ও আম্পায়ারদের সাথে নিয়ে ডাকাতি করে ফেলেছে এটি তো বিশ্ববাসী দেখলো... X(

৫| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ৮:১১

মন্জুরুল আলম বলেছেন: আপনার দোয়াতো রিসেন্টলি কবুল হইয়া গেলে।

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০০

সাইফ সামির বলেছেন: হ্যাঁ!! :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.