![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি ক্রিটিক ব্লগ
সন্ধ্যায় তুমি যখন ডেটিং শেষে
চলে যাও, আহা! আমি তখন
দুপুরের মতো নিঃসঙ্গ হয়ে পড়ি!
অপ্রিয় সিগারেট ঠোঁটে গুজে বসে থাকি
ফুটপাথের পাশে রেলিংয়ের উপর
তোমাকে হাসি মুখে বিদায় জানিয়ে বাস্তুহারা
সময় হয়ে যায় মহাশূন্যের ঘড়ি
নিত্য পাগল করে রাখে আমাকে
তোমার অমোঘ অবসেশন
নিয়ন বাতির শহরে উদ্দেশ্যহীন চক্করে
সারা শরীর কেঁপে ওঠে কেঁদে
মধ্যরাত অবধি আমি কাকে খুঁজি!
আহা! আমি যেন রংধনু শেষে
সেই পুরনো ফ্যাকাসে আসমান!
_______
প্রথম প্রকাশ: ফেসবুক
২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২২
সাইফ সামির বলেছেন: ধন্যবাদ জেন রসি!
২| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় প্রথম প্লাস। ভালো লাগা।
২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৪
সাইফ সামির বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র!
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৫
জেন রসি বলেছেন: কবিতা ভালো লেগেছে