![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি ক্রিটিক ব্লগ
গতকাল পর্যন্ত তোমাকে ভালবেসেছিলাম
অবোধ যুক্তিহীনের মতো; আজ আর না
এখন আমি ক্লান্ত, অবসন্ন, স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত।
আবার যদি কখনও যোগ্য হয়ে ওঠো
ঠিক ভালবাসবো মিহি বাতাসের মতো
যখনই শূন্যতা হবে, পাবে আমায়।
শুদ্ধ প্রেমিকা হয়ে ওঠো সুন্দরীতমা
শুধু সৌন্দর্য দিয়ে আমাকে আশা করো না।
_______
প্রথম প্রকাশ: ফেসবুক
১৯ শে মে, ২০১৫ বিকাল ৫:৫০
সাইফ সামির বলেছেন: ধন্যবাদ প্রিয় ডি মুন!
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৫ সকাল ১১:৫৩
ডি মুন বলেছেন: " শুদ্ধ প্রেমিকা হয়ে ওঠো সুন্দরীতমা
শুধু সৌন্দর্য দিয়ে আমাকে আশা করো না। "
.... চমৎকার। ভীষণ ভালো লাগল। সাদামাটা কথা অথচ কতো সুন্দর।