![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি ক্রিটিক ব্লগ
আমি দীর্ঘশ্বাস হয়ে ফিরে আসবো
তোমার প্রতিটি সুখানুভূতির পর
আমি দীর্ঘশ্বাস হয়ে ফিরে আসবো
তোমার হাসি- যা আমার কাছে
জোছনার প্লাবন মনে হতো- তারপর।
তুমি যখন সখী পরিবেষ্টিত হয়ে
গল্প-গুজবে মেতে উঠবে
আমি ওখানেও দীর্ঘশ্বাস হয়ে ঢুকে যাব
আমি তোমার রান্না করা নুডলসের
প্রিয় সুগন্ধেও মিশে যাব।
শয়নে-স্বপনে আমি তোমার
দী-র্ঘ-শ্বা-স হবো
কেউ যখন ছুঁয়ে দিবে
দীর্ঘশ্বাস হয়ে গ্রাস করবো তোমায়।
©somewhere in net ltd.