নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখের সামনে যেকোন অসঙ্গতি মনের মধ্যে দাগ কাটতো, কিশোর মন প্রতিবাদী হয়ে উঠতো। তার বহিঃপ্রকাশ ঘটতো কবিতা লেখার মধ্য দিয়ে। ক্ষুধা ও দারিদ্রের বিরুদ্ধে, নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদী কবিতা। তারপর গল্প, উপন্যাস। এ যাবত প্রকাশিত গ্রন্থসংখ্যা-২১ টি।

ঔপন্যাসিক জিল্লুর রহমান

আমি পেশায় একজন প্রকৌশলী। সামাজিক দায়বদ্ধতা থেকে লেখালেখির শুরু। আমার প্রকাশিত গ্রন্থসমূহ:কাব্য: ০১। ছোট্ট একটি ভালোবাসা উপন্যাস: ০২। ভ্যালেন্টাইনস্ ডে (ভালোবাসাবাসির স্মৃতিময় দিনগুলি) ০৩। অবশেষে...(অবশেষে হৃদয়ের টানে) ০৪। বন্ধন (যে বন্ধন শুধু কাছেই টানে) ০৫। স্বপ্ন (যাদের স্বপ্ন ভেঙে গেছে) ০৬। আঁচলে...(যাদের ভালোবাসা আঁচলে বন্দি) ০৭। গডফাদার-০১(দেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থার প্রতিচ্ছবি) ০৮। গডফাদার-০২ ০৯। গডফাদার-০৩ ১০। দুর্নীতিবাজের ডায়েরি (একজন দুর্নীতিবাজের আত্মকাহিনী) ১১। দাগ (এই দাগ হৃদয়ের, এই দাগ সমাজের) ১২। প্রিয়ন্তী (সংস্কারের প্রাচীর ভাঙা এক তরুণী) ১৩। তবুও আমি তোমার (একটি অসম প্রেমের কাহিনী) ১৪। খুঁজে ফিরি তারে (যে হৃদয় শুধু তাকেই খুঁজে) ১৫। সেই ছেলেটি (কিশোর উপন্যাস) ১৬। অপেক্ষা (পথ চেয়ে থাকা এক তরুণীর কাহিনী) মোবাইল-০১৭১৮১৫৭০৭৬ email:[email protected]

ঔপন্যাসিক জিল্লুর রহমান › বিস্তারিত পোস্টঃ

গডফাদার পড়ার আমন্ত্রণ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

সম্মানিত পাঠকগণকে বিনয়ের সঙ্গে জানাচ্ছি যে, এই ব্লগে গডফাদার আগে নিয়মিত প্রকাশিত হতো কিন্তু আমার চাকুরীগত ব্যস্ততার জন্য ইদানীং অনিয়মিত হয়ে পড়েছে। আমার অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য পাঠকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সম্প্রতি কয়েকজন পাঠক ফোন করে সামহোয়্যারইন ব্লগে নিয়মিত গডফাদার পোস্টিং দেয়ার জন্য অনুরোধ করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমি নিজেও গডফাদার পোস্টিং নিয়মিত করার ব্যাপারে প্রয়োজনীয়তা বোধ করছি। আমার কোন লেখা পড়ার জন্য সম্মানিত পাঠকগণ অপেক্ষা করবেন আর আমি পোস্ট দিতে দেরি করবো এটা কাম্য না। তাই পাঠকদের অবগতির জন্য জানাচিছ যে এখন থেকে গডফাদার প্রতি সোমবার প্রকাশিত হবে। সম্মানিত পাঠকগণ নিশ্চয়ই জানেন আমার লেখার স্লোগান উপন্যাস হোক সমাজের প্রতিচ্ছবি। আশা করি আপনারা গডফাদার পড়বেন এবং রাষ্ট্রীয় ও সামাজিক অব্যবস্থাপনার প্রতিচ্ছবি দেখবেন।

আপনারা হয়ত অবগত আছেন আমার একটি ওয়েবসাইট আছে (http://www.writerzillur.com) আপনারা ইচ্ছা করলে আমার সব লেখা আমার ওয়েবসাইট থেকে পড়তে পারবেন। আপনারা আমার লেখা পড়বেন, গঠনমূলক সমালোচনা করবেন আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় একদিন আমি হবো লেখক জিল্লুর রহমান। সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.