| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
![]()
ভাল্লাগেনা ভালো নাই,
মনের ভিতর পিন পিনায়।
তুই ছাড়া সব কেমন যানি,
বুকটা খালি চিন চিনায়।
স্মৃতি গুলো মিষ্টি এতো,
চেটে পুটে পিঁপড়া খায়।
তুই ছিলি আর আমি ছিলাম,
আকাশ ভরা জ্যোছনায়।
সময় নাকি স্বপ্ন ছিলো,
অদ্ভুত সেই দিন গুলি।
চলনা আবার এক হয়ে যাই,
মান অভিমান মার গুলি।
নতুন কিছু স্বপ্ন বুনা,
মিষ্টি কিছু স্মৃতির ঝাঁক।
এক সাথে চল বাকিটা পথ,
শুধু হাতে হাত টা রাখ।
বয়শ হলে আমরা দুজন,
ভাববো বসে বারান্দায়।
এটা ওটা কত্ত স্মৃতি,
ছোট্ট সুখের জীবনটায়।
নেই আফসোস সব পেয়েছি,
বলতে পারে কয়জনে।
বলবো কেবল তোকে পেলে,
তোর লাগি মন দিন গুনে।
২|
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
মায়াবী ছায়া বলেছেন: অসাম.....![]()
৩|
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
জাহেদ ফারাবি বলেছেন: টিংকু....
৪|
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
তুন্না বলেছেন: ভালো লাগলো.........
৫|
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
পেলাস লন ভাই
আওসাম হইছে ---- ভাল্লাগছে
৬|
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
আশরাফ কানন বলেছেন: অনেক সুন্দর।প্লাস আর প্লাস
৭|
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন: দারুণ সুন্দর! অনেক ভালো লাগা।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০
ধান শালিক বলেছেন:
অসাধারন !