| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাই এর তলে আগুন জ্বলে,
মারিসনে কেউ ফু।
বালির তলে মনের ভুলে,
পাড়াসনে কেউ গু।
কিসের ভিতর কি যে আছে,
যায়না দাদা বুঝা।
কঠিন মানুষ ফান্দে পড়ে,
তারের মতো সোজা।
সরল অঙ্ক সবচে কঠিন,
করে একটু দেখ।
নিজের পাড়ায় ডাংকু পোলা,
খাইতে পারে ঠেক্।
বোরখা পরা মেয়ে মানুষ,
মাথায় হেলমেট।
বোরখা তলে সর্ট স্কার্ট,
যাচ্ছে দেখা পেট।
নারী দেখে লজ্জায় লাল,
রাত্রে চলে এক্স।
ঔষদের দোকান থেকে,
কিনে খালি ডেক্স।
ভদ্র পোলা টুপি পরা,
গিরার উপর কাপড়।
তারাবির নামে চলে,
রাস্তার উপর ফাঁপর।
প্রেম করিনা বলছে মেয়ে,
নিচ্ছে কত পাট।
CNG তে সেই তো ছিড়ে,
বয় ফ্রেন্ড এর শার্ট।
অন্ধকারে চুপিসারে,
সবাই খেলোয়ার।
আমি তুমি আমরা সবাই,
কত্ত চমৎকার।
সবার ভিতর বাত্তি জ্বলে,
আড়ালে আর তলে।
ভাজা মাছটা হয়না হজম,
জ্যান্ত হাঙ্গর চলে।
২|
১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৮
কলমের কালি শেষ বলেছেন: ভাজা মাছটা হয়না হজম,
জ্যান্ত হাঙ্গর চলে....
বিজয়ের উষ্ণ শুভেচ্ছা....
৩|
১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
এ কে এম রেজাউল করিম বলেছেন:
বোরখা পরা মেয়ে মানুষ,
মাথায় হেলমেট।
বোরখা তলে সর্ট স্কার্ট,
যাচ্ছে দেখা পেট।
সুভেচ্ছা কবি !!!
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪
সরদার হারুন বলেছেন: কত্ত, বাত্তি্ ।এ জাতিয় ভাষা কোন জেলার ?বাংলা ভাষা র কোন রূপ এটা ?
------------