| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুধ চিনি বেশি দিয়ে ,
এক কাপ চা ।
তাড়াতাড়ি দে মামা ,
হবে নাকি টা ।
রাত কাকা কতো হলো ,
ঘড়ি দেখে বল ।
ঘরে ফিরবোনা আজ ,
দস্যির দল ।
গাড়ি এসে থামলোরে ,
ডিবি নাকি দেখ্ ।
লোক দেখে খোর ভেবে ,
করে নাকি চেক ।
ধান্দায় আছে কাকা ,
টাকা খোঁজা পেশা ।
পিনিকেতে নাই মোরা ,
রাত জাগা নেশা ।
হলুদ আলোকে ছুঁয়ে ,
ঘুম ঘুম চোখ ।
ছিনতাইকারী ভেবে ,
কেউ গিলে ঢোক ।
মজা মামা সব মজা ,
ঝিম ধরা রাত ।
রাত জেগে হাওয়া খাবো ,
চলবেনা ভাত ।
©somewhere in net ltd.