নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাহেদ ফারাবি

জানিনা

জাহেদ ফারাবি › বিস্তারিত পোস্টঃ

“সুতোয় বাঁধা”

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৫

একটু করে বাসবো ভালো,
আসবো কাছে ধীরে।
দেখবো তোকে চোরা চোখে,
হাজার লোকের ভীড়ে।
জানবেনা কেউ ধরলো কে হাত,
একটু খানি ছোঁয়ায়।
কাছে এসে মিলিয়ে যাবো,
রহস্য থাক ধোঁয়ায়।
কেন জানিনা ভালোই লাগে,
অন্য রকম টান।
লুকিয়ে নিতে পাশে থেকে,
তোরই চুলের ঘ্রাণ।
হঠ্যাৎ হয়তো লোকের ভীড়ে,
ছুঁয়ে দেয়া চুলে।
সরিয়ে নেয়া হাতটা বলে,
লেগে গেছে ভুলে।
খুঁজবি আমায় ভীড়ের ভিতর,
দেখবি মাঝে মাঝে।
দুইটি মানুষ সবার মাঝেও,
একলা জলে ভিজে।
অদ্ভুত এক গোপন সুতো,
পবিত্র এক টান।
তোর ও আমার মাঝে সুতো,
সুতোর আছে প্রান।
সুতো ধরে তোকে ঘিরে,
ছোঁয়া ছুঁয়ি শত।
তুই জানিশ আর আমি জানি,
ভালোবাসি কত।
হাতে দেয়া আলতো ছোঁয়ায়,
বুঝিয়ে দেয়া রোজ।
যাইনি দূরে কাছেই আছি,
রাখছি চোখে খোঁজ।
ঠিক যখনি ডাকবি আবার,
আসবো দেখিস উড়ে।
টের পাবেনা তুই ছাড়া কেউ,
বাসবো ভালো ভীড়ে।
ভালোবাসার হাজার রঙ্গে,
রাঙ্গিয়ে তোকে রোজ।
এটাই ভালো লাগে আমার,
লুকিয়ে নিতে খোঁজ।
তুইও জানিস আমিও জানি,
কেউ একজন আছে।
আশেপাশে কাছেই কোথাও,
হৃদয় কারো নাচে।
আচ্ছা তবে নাচতে থাকুক,
সুতোয় বাঁধা রই।
তোর জন্যে আমি আর,
আমার জন্যে তুই।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২২

ভ্রমরের ডানা বলেছেন:
কাব্যে প্রেম আছে, পাঠে সুধা আছে! চমৎকার লিখেছেন!

২| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৯

নিউটনিয়ান বলেছেন: অসম্ভব ছান্দিক।

৩| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: বিশ্বের সব শ্রেষ্ঠ কবিই মূলত মানব জাতির গৌরব।সাহিত্যের প্রধান উদ্দেশ্য পাঠককে আনন্দ দান করা। তাই যে সাহিত্য পড়ে পাঠক আনন্দ লাভ করে, সেটাই প্রকৃত সাহিত্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.