![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব নিশীথের অদৃশ্য কথাগুলো,
দেয়ালের ভাজে চাপা পড়ে যায়।
রাতভর জেগে থাকার মতো,
প্রাচীন আবেগগুলোও নিমজ্জিত হয় আস্তাকুঁড়ে।
টেবিলের ঐ ড্রয়ারের কোণে,
নতুন কোন চিরকুট জমা হয়না।
হঠাৎ করেই থেমে যায়,
মন ছোঁয়ার আন্দোলন।
আন্দোলনরত মন থেকে বের হতে থাকে,
পঁচে যাওয়া হৃদয়ের হাজার বছরের হাহাকার।
অন্ধ নিকোটিন আর হাহাকার মিলে তৈরি করে,
একজোড়া সমান্তরাল কালো ঠোঁট।
ওদিকে, মেঘকুমারী বসে বসে,
নতুন ভোরের প্রহর গুণে।
সেই প্রহরে তৃপ্তিময় কিছু সুখের হাতছানি।
সেই রঙ্গীন মুখ আর নীল মেঘ মিলে তৈরী করে,
একজোড়া কালো হরীণী চোখ।
সেই চোখের মোহে, ইতিমধ্যে প্রয়াত,
হাজারো আন্দোলনকারীর মন।
তবুও মেঘকুমারীর মনে এখনো,
সূর্য খেলা করে!
খিল খিল ধ্বনিতে এখনো,
মুখরিত হয় পুরোটা প্রাসাদ।
স্পষ্ট হয়ে ওঠে গালের মিষ্টি দুটো টোল!
সারাদিনভর নতুন কোন গল্প হাতে,
অপেক্ষমান নতুন কোন প্রেমী,
প্রিয়সীর নিকট উপহাস মাত্র।
আর প্রিয়সীর বারান্দার আড়ালে
ঠোঁটের এককোণে জমে থাকা হাসি,
সে যেন, হাজার বছরের মরিচীকা।
©somewhere in net ltd.