![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুত দুনিয়ার অদ্ভুত মানুষ! কি বিভৎস আবার কি সুন্দর! আমি তিন নম্বর টাইপের লোক যার কাজ তামাশা দেখতে থাকা মানুষগুলোকে দেখা, বাকি দু টাইপ তো তামাশা করা আর তামাশা দেখায় ব্যস্ত।
আর্দ্র অনুভূতি বলছে ভিজছে নগরী
সূর্যের অগ্নি ঘাম ঝরে ঝর ঝর,
মেঘের নৃত্যে ভরতনট্যমের ছোয়া।
আলোয় আলোয় স্ট্রাউসের সুর-লহমা কে করছে মাহেন্দ্রক্ষণ।
কে চায় অন্ধকার নিশীথির শুরু কিংবা রুক্ষ স্নিগ্ধতার শেষ?
উর্ধ্ব পানে তাকিয়ে জমিন দেখার পর কে বলে আমরা মিথ্যে?
কুয়োর ভেতর পড়ে আছে দুটো ব্যাঙ, মুখ থুবড়ে পড়ে থাকা দুটো শরীর;
সে শরীরের উপর জন্ম নিচ্ছে মায়াবী হাসনাহেনা গাছ।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫২
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো