নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অযথা এক্সপেরিমেন্ট করতে গিয়ে জগাখিচুড়ি পাকিয়ে ফেলায় আমি সিদ্বহস্ত। ব্যাপারটা লেখার ক্ষেত্রে যতটুকু সত্য রান্নার ক্ষেত্রেও তাই।

জোলারোভিচপইজোলারোভিচ

অদ্ভুত দুনিয়ার অদ্ভুত মানুষ! কি বিভৎস আবার কি সুন্দর! আমি তিন নম্বর টাইপের লোক যার কাজ তামাশা দেখতে থাকা মানুষগুলোকে দেখা, বাকি দু টাইপ তো তামাশা করা আর তামাশা দেখায় ব্যস্ত।

জোলারোভিচপইজোলারোভিচ › বিস্তারিত পোস্টঃ

দোলনের গান

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১২

চলনে বলনে,
কি নিদারুণ দোলনে;
কোমরটা নাচিয়ে,
নিতম্ব দুলিয়ে।

কপালে সাদা টিপ,
টুকটুকে লিপস্টিক;
আঁচলের ফোকরে,
কিছু নাই আড়ালে।

খোলামেলা কোমরে,
বাসন্তী বাতাসে;
এলোমেলো খোলা কেশ,
আরো চাই বেশ বেশ।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন:




এতো খোলামেলা কেন ! অনুভূতি আরো ঘেরা হোক ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৩

জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: একখান সত্য কথা কবেন? এইটা কি উপদেশ ছিলো? :-B

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৭

কথাকথিকেথিকথন বলেছেন:



হ্যাঁ উপদেশ ছিলো ! সত্যটাই বললাম !

শুভ কামনা ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২২

জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: উপদেশ গ্রহণ করলাম। :)

আপনার জন্যেও রইলো শুভকামনা,
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ। :) :) :)

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সত্যিই এমন নাকি আপনি

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৩

জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: যদি এই কবিতাখান ভালগার হয়ে থাকে তবে বলবেন, আমি ডিলিট করে দিচ্ছি। নিছক আড্ডা ছলে কবিতা খানার উদয়, কাউকে দেখে নয়, কাউকে ভেবে নয়। এতো দেখি আমার মান ইজ্জত নিয়ে টানাটানি লেগে গেলো। :(

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৪

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতায় একটা লাইক দিয়েছি । :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৫

জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: পাঠ, মন্তব্য ও লাইকের জন্য ধন্যবাদ :)

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৯

কুঁড়ের_বাদশা বলেছেন: আজ থেকে আনহে মোর গুরু। আনহের প্রোফাইল পিক ভাল্লাগছে । =p~

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২২

জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: আনহে মানে কি? আমি বুঝি নাই ব্যাপারটা।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০

কুঁড়ের_বাদশা বলেছেন: আনহে মানে =p~


আপনি হলেন আমার ওস্তাদ ! :>

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৮

জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: ওরে বাপরে। ভাই লজ্জায় ফেলে দিলেন, তবে উতসাহ পেলাম। গুরু হতে চাই না শুধু লেখা পড়িয়ে ভালো লাগাতে পারলেই যথেষ্ট।
:) :) :) :)


আবারো ধন্যবাদ :):):):):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.