নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভরে গেছে সমাজ আবর্জনায়। মিথ্যা আশায় ভুগছে মানুষ নির্বাক যন্ত্রনায়। ঘুমের শহরে লাশের গন্ধ , আমি জেগে রই জীবিতলাশ মৃতসাক্ষি । লাশের পোড়া গন্ধ , ফেলেছে আমায় মাতাল ভাবনায় ।

মাতাল ভাবনা

“যা করছেন খুব ভালো করছেন স্যার। আলহামদুলিল্লাহ! চালাইয়া যান”

মাতাল ভাবনা › বিস্তারিত পোস্টঃ

একটা ছোট্ট শিক্ষনীয় গল্প ।

০৭ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০

এক রাজা ছিলেন !!!
যার একটা চোখ এবং একটা পা ছিল ।
তিনি অনেক চিত্রশিল্পীকে জিজ্ঞেশ করলেন
উনার একটা সুন্দর
ছবি একেঁ দিতে পারবে কিনা ।
কিন্তু কেউ সাহস করতে পারল না ।
পারবেই বা কেমনে ,
এক চোখ আর এক পা না থাকলে কেমন
করে কারো ছবি সুন্দর করে আকাঁ যায় ?
কিন্তু একজন রাজার কথায় রাজি হল
এবং অনেক ভেবে চিন্তে
একটা ছবি আকাঁ শুরু করল ।
সবাই ছবিটা দেখে মুগ্ধ হয়ে গেল ।
রাজা উনার ছবি দেখে অনেক খুশী হলেন ।
ছবিতে রাজা এক পায়ে দাঁড়িয়ে
এক চোখ বন্ধ করে শিকারকে শিকার করার জন্য
নিশানা ঠিক করছেন ।
শিক্ষাঃআমরা কেন অন্যের দুর্বলতাকে লুকিয়ে
তাদের ভাল কাজের প্রশংসা করতে পারি না ?
কেন আমরা অন্যের দোষ ত্রুটি গুলো
সবাইকে বলে বেড়াইতে ভাল পাই ?
ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.