![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা পৃথিবীর শ্রেষ্ট সম্পদ । আমাদের বেড়ে ওঠা হাটি হাটি পা পা করে শুধু মাত্র মায়ের হাত ধরে ।
পৃথীবির সব জাতির কাছেই মা অমূল্য রত্ন । মা ছাড়া কোন শিশুকে কল্পনাও করা যায় না ।
মাকে সবাই কম বেশি ভালোবাসি শ্রদ্ধা করি ।
মাকে একবার মা বলে ডাকাতে কত সুখ হয়ত এতটা সুখ অন্য কোথাও পাওয়া যাবে না ।
কখনো গুগোল এ মা লিখে র্সাচ দিয়েছেন ? না দিয়ে থাকলে একবার দিয়ে দেখুন এখন ।
তারপর পোষ্টটা না হয় পরুণ ।
ভাবতে অবাক লাগে মা কে নিয়ে বাংঙ্গালি জাতি এতো চটি লিখে কিভাবে ?
হ্যাঁ মা কে নিয়ে হাজার হাজার চটি লেখা হয়েছে ।
আগে যানতাম মেয়ে মানুষ নাকি ভোগের যন্ত্র ।
এখন দেখছি মা ও ভোগের যন্ত্র হয়ে গেছে ।
কৌতুহল জগলো মা নিয়ে লেখা চটি গল্প কি মানুষ পড়ে ?
নাকি এগুলো মানুষ নামে কিছু জানোয়ার রা এমনিতেই লিখে রাখছে ?
মা নিয়ে লেখা একটা সাইটের পেজের লিংক ,এলেক্সা ডটকমে রেংকিং দেখার জন্য পেষ্ট করলাম ।
রেজাল্ট দেখে তো আমি অবাক ।
গুগোল রেটিং ৭৬.৮ %
পেজ ভিউইং রেটিং ৮১.২ %
পার মানথ ভিজিটর ৪ হাজারের কাছা কাছি এই একটা সাইটেই ।
এলেক্সা যেহুতু এই রেজাল্ট দিলো ভাবলাম এযাবোত বাংলাদেশ থেক গুগোলে র্সবচ্চো মা চটি গল্পই খোঁজা হয়েছে ।
ভাবতে অবাক লাগে যে মায়ের দুধ খেয়ে বড় হওয়া , যে মায়ের হাত ধরে হাটি হাটি পা পা করে পথ চলা শেখা ।
যে মায়ের কথায় কথায় কথা বলতে শেখা ।
সেই মাকে নিয়ে কিভাবে এসব নোংড়া চটি গল্প পড়ে ?
কথা হলো এ চটি গুলো কারা পড়ে ?
বাংলাদেশে মোটামুটি শিক্ষিত শ্রেণির মানুষেরাই ইন্টারনেট ব্যাবহার করে ।
তাহলে নিশ্চয় এই শিক্ষিত শ্রেণির কিছু অমানুষেরায় এই চটি গল্প গুলো পড়ে !
অশিক্ষিত হলে তো ধরে নিতাম শালা মূর্খ সো এসব করতেই পারে ।
কিন্তু শিক্ষিত মানুষেরা এগুলো পড়ে কিভাবে ?
একবারও খারাপ লাগেনা মাকে নিয়ে যৌণতা কল্পনা করতে ?
প্রশ্ন বিদ্ধকরে ঐ নোংড়া শ্রেণির মানুষ গুলোর কাছে , তোমারা কি দশ মাস দশ দিন মায়ের পেটে ছিলা না ?
নাকি এলিয়নের মত পৃথীবিতে আগমন ঘটেছিল ?
তোমরা কি মায়ের দুধ পান করো নি ?
নাকি গরুর চনা খেয়ে বড় হয়েছিলা ?
যৌনতার কাবু হয়ে আজ মানুষ মাকে নিয়ে ভাবতে শুরু করেছে ।
মাথার ভিতর একটা জিনিষ ঘুরপাক খাচ্ছে ।
যারা মা কে নিয়ে লেখা চটি পড়ে এরা কি মাকে মা বলে ডাকে না অন্য কিছু ?
কেউ উত্তরটা কি জানেন ভাইয়া ?
লজ্জ্বা করা উচিত ।
মা তো মা ।
মা ছাড়া একটা প্রাণের অস্তিত্ব কল্পনা করা যায় না আর সেই মাকে আমরা এতোটা নিচু দৃষ্টিতে দেখছি ?
গুগোলের র্সাচ দিয়ে কতটা পাপ করছি যানিনা ।
আল্লাহ ক্ষমা করুণ ।
আর এসব নোংড়া মানুষ গুলোকে হেদায়েত দান করুন ।
আমরা কেউ সঠিক ভাবে বলতে পারবো না কারা এই চটি গুলো পড়ে বা পোষ্ট করে ।
একটা র্কতব্য হয় তো আছে আমাদের সবার ।
সবাই চেষ্টা করলে হয়তে মা কে নিয়ে এসব সম্প্রচার গুলো বন্ধ করতে পারবো ।
যেহুতু বাংলাদেশে অনলাইন আইন থাক স্বর্তেও তা অচল ।
সবাই মিলে যদি গুগোল একটা করে রির্পট করি হয় তো কিছুটা কমবে এসব চটি সপ্রচার ।
নিচের লিংকটাতে যান । Click This Link
সাইট পেজের এড্রেস দিন ।
অডিশনাল ডিটেইসটা নিজের মত লিখুন ।
তারপর রির্পট ওয়েব স্যাপ ক্লিক করুন ।
সারা দিনে আমি ৪২১ টা রির্পোট করছি বিভিন্ন ভাবে ।
একা পছিবল হচ্ছে না ।
একটা গ্রুপ দরকার ।
ভাবছি ফেসবুকে একটা গ্রুপ খুলবো রির্পটের জন্য এখনো ইচ্ছাটা শেষ করতে পারিনি ।
কেউ যদি সাথে যোগ দেয় হয়ত কিছুটা এগোতে পারবো ।
যাই হোক সবাই চেষ্টা করি মা কে নেওয়া লেখা গুলো বন্ধের জন্য ।
সুন্দর অনলাইন পরিবেশ হোক সবার জন্য ।
আপাততো নেক্সট জেনারেশনটা তো ভালো পরিবেশ পাক ।
২| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৫
স্বপ্নসমুদ্র বলেছেন: আপনি গ্রুপ বানান। অবশ্যই রিপোর্ট করা প্রয়োজন। পোস্টে আপডেট করেন।
আর ব্লগ মডারেটরদের পোস্ট টা স্টিকি করে সবার দৃষ্টি আকর্ষণের জন্য সাহায্য করার আবেদন করছি। আমরা চাইলে অবশ্যই সম্ভব এসব নোংরামি থেকে বাংলা ওয়েব কে রক্ষা করা।
০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৬
মাতাল ভাবনা বলেছেন: ধন্যবাদ ভাইয়া সাহস যাগানোর জন্য ।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৫
সকাল হাসান বলেছেন: ফেসবুকে এটা নিয়ে একটা ইভেন্ট চালু আছে!
এগুলো মুছে দেওয়া যাবে না! কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি! মাকে নিয়ে বেশি বেশি ভাল ভাল লিখা অনলাইনে লিখতে পারি!
যারা লেখালেখি করে সবারই উচিত মাকে নিয়ে বেশ কয়েকটা ভাল ভাল লেখা লিখা!
এভাবে চালিয়ে যেতে পারলে হয়ত একটা সময় গুগোলে মা লিখে সার্চ দিলে চটির লিঙ্ক না এসে ভাল লেখার লিঙ্ক আসতে পারে!
ওগুলো তো মুছে দেওয়া সম্ভব না, একটা মুছলে আরো দশটা আসবে - এরচেয়ে আমাদের নিজেদেরই ভাল ভাল লেখা লিখে অনলাইনে ছড়িয়ে দিতে হবে!
এইটা নিয়ে কাজ করা দরকার! যেখানেই কাজ করবেন, আমাকে ডাকবেন - আমি আছি!
০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৪
মাতাল ভাবনা বলেছেন: ইন্টারনেটে অস্মভব বলে কিছু নেই আমার মনে হয় । ইনশাআল্লাহ সবার সাপ্ররট পেলে কাজ শুরু করবো চটি নিধন ।
৪| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৪
তাসজিদ বলেছেন: কুত্তা সালারা।
সময় পেলে এই লিঙ্ক ঘুরে আস্তে পারেন।
click this link
০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৯
মাতাল ভাবনা বলেছেন: জি ভাই আপনার পোষ্ট অনেক আগেই পড়েছি ঃ)
৫| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪০
কামরুল ইসলাম রুবেল বলেছেন: লজ্জা লজ্জা, বাঙ্গালির লজ্জা
৬| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০০
মাতাল ভাবনা বলেছেন:
৭| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩১
আজকের বাকের ভাই বলেছেন: আপনাকে না জানিয়েই গ্রুপ বানালাম, এখন আপনার সহযোগীতা কামনা করছি।
https://www.facebook.com/groups/1505301019726389/
০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
মাতাল ভাবনা বলেছেন: ধন্যবাদ । আমি যোগ দিয়েছি ।
৮| ০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
লিখেছেন বলেছেন: chi wak thu
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কিছু বলার ভাষা খুজে পাচ্ছি না !!!