![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অত্যন্ত সাদা সিদা একজন বালক যে কিনা পিতা-মাতার মোটামোটি অবাধ্য । আর কিসু ??
লাল : মানুষ কতো বোকা
সাদা :কেন কি হইসে
লাল : বোকা না হইলে সবাই তোর মতো সাদা হইতে চায় ??
সাদা : বুঝলাম না
লাল : আরে বেটা তোর না আসে কোন রঙ না আসে রুপ । সব গাঁদার বাইচ্চা তার পর ও তোর মতো হইতে চায়
সাদার মন খারাপ হইয়া গেলো
লাল : দেখ আমি কি মিসা কথা কইসি ??
সাদা : চুপচাপ সুইনা জাইতাসে
লাল : দেখ তুই বিয়ে করার সময় বউ লাল সাড়ি পরে আর মরলে সাদা ।। তখন ঠিক এ বুঝে মানুষ । আবার সবাই লাল চুড়ি পরে । কাওরে সাদা পরতে দেখসস ???
সাদা : প্রায় চোখ টলমল
লাল : থাক তুই মন খারাপ করিস না । তোর কিছু থাকুক আর না থাকুক ঐ যে বেকুব রা আসে সাদা হইতে চায়
সাদা : চুপচাপ সহ্য কইরা জাইতাসে
একটু দূর থেইকা তাদের গুরু নিওটন সব কিছু দেখতাসিল...
সে যখন কাছে আসলো লাল সাদা সালাম দিল...
নিওটন : আমি সব কিছু শুনেছি এবং দেখেছি
লাল : স্যার আপনি এ বলেন আমি কি ভুল বলসি ??
নিওটন : না তুমি ঠিক । তবে তমাকে একটা জিনিস দেখাব
একটা প্রিজম বাহির করে নিওটন সাদা কে এর সামনে দার করাল ।
অপর দিকে সাত রঙ দেখে লাল হতবাক ।
লাল : স্যার !!!!!!! ওইখানে আমার মতো এতো রকম রঙ !!! কিভাবে ??
নিওটন আসলে দুনিয়া বদলায় তাই বলে জন্মগত পরিচয় ভুলে যাওয়া উচিৎ নয় ।
[একটা রুপক গল্প ]
©somewhere in net ltd.