![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অত্যন্ত সাদা সিদা একজন বালক যে কিনা পিতা-মাতার মোটামোটি অবাধ্য । আর কিসু ??
একি শুধুই লাশ ?
নাকি একেকটি পরিবারের আর্তনাদ ?
এ এক হতভাগা পিতার কান্না
যার দুই মানিক পেয়েছে মৃত্যুর স্বাদ ।
এ কি শুধুই মৃত্যু ?
নাকি এক অভিশপ্ত সকাল ?
এ এক টোনা-টোনির গল্প
যার স্থায়িত্ব অতি অল্প ।
একি শুধুই ভবন ধ্বস ?
নাকি স্বজন হারা প্রিয়জনের বাকরুদ্ধ অশ্রুজল ?
এ এক অরুপসী প্রিয়তমা
আপনের জন্য যার কষ্ট অতল ।
এ কি শুধুই সাভার ?
নাকি কোন মৃত্যুকুপ ?
কসম ছাড়বো না ঐ রানাবাহিনী
মুছবো ইতিহাসে সদ্য লিখিত বর্বর কাহিনী
©somewhere in net ltd.