![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অত্যন্ত সাদা সিদা একজন বালক যে কিনা পিতা-মাতার মোটামোটি অবাধ্য । আর কিসু ??
কিছু স্বল্প সময় ধরে তোমাকে দেখা
আর তাতেই ভালো লাগা !!
কেমন করে বা কিভাবে ??
মনের অবচেতনে
বড্ড ভালোবেসে ফেলেছি মেয়ে তোমাকে ।।
আর কিছুটা সময়
কিছুটা অনুভূতি
আর একটু ভালোবাসা
পারবে কি দিতে আমায় ??
কি করবো বড্ড ভালোবেসে ফেলেছি মেয়ে তোমাকে ।।
তুমি নও কোন শিমুল
কিংবা কৃষ্ণচূড়ার ফুল
তুমি আমার কবিতার প্রতিটি ভুল
যার জন্য দিতে রাজি
হাজার মাসুল .........।।
বড্ড ভালোবেসে ফেলেছি মেয়ে তোমাকে ।।
কি করবো বড্ড ভালোবেসে ফেলেছি মেয়ে তোমাকে ।।
©somewhere in net ltd.