![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রিফাত সুমন আমি নতুন ব্লগার..তাই সাজিয়ে গুজিয়ে লিখতে পারি না. আমার ভাললাগে লিখতে মনের সব রঙ দিয়ে আমার সব লেখা.
আমাদের পাঠ্যপুস্তকে মুক্তিযোদ্ধে অংশ নেওয়া ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের ইতিহাস পড়ানো হয়। অথচ ক্ষুদ্র নৃ গোষ্ঠীর রাজাকারদের নৃশংসতার ইতিহাস পড়ানো হয় না।
১৯৭১ সালে বাঙ্গালী জাতির মুক্তির লাড়াইয়ে যখন ঝাপিয়ে পড়েছিলো তখন পার্বত্য উপত্যকায় চাকমা রাজা ত্রিদিব রায় হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে বাঙ্গালী হত্যায় মত্য ছিলেন
আমরা রাঙ্গামাটিবাসীসহ সমগ্র জাতির একটাই দাবী রাঙ্গামাটি শহরে রাজাকার ত্রিদিব রায়ের নামে 'ত্রিদিবনগর সড়ক'টির নামকরণ পরিবর্তন করা হোক।
আমাদের শ্রেষ্ঠ সন্তান ৭জন বীর শ্রেষ্ঠের একজন "বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ" এই রাঙ্গামাটি জেলার নানিয়ারচ উপজেলায় শহীদ হয়েছিলেন। আমাদের দাবী সড়কটির নাম পরিবর্তন করে "বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ" রাখা হউক
২| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০০
মিঃ এলিয়েন বলেছেন: আজো আমাদের অচেনা অনেক কিছু রয়ে যায়
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১
সাদা মনের মানুষ বলেছেন: এই ইতিহাসটা জানা ছিলোনা, ধন্যবাদ