![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার স্বাধীনতা তুমি কত দূর
কতটা আর রাত পোহালে তোমার হবে ভোর।
তুমি কি কেবলই শুধু কষ্ট খেয়ে বাচোঁ,
নাকি তুমি নীরব ধ্যানে নিথর ছবি আকোঁ।
তুমি কি জানোনা তোমার অষ্ট প্রহর ধরে,
শকুন-শিয়াল খাচ্ছে তোমার দেহ খুড়ে খুড়ে।
কেন তুমি নীরব এত, কিসের তোমার ভয়,
তোমার ভ্রাতা-ভগ্নি-পিতা কেউ কি তোমার নয়।
কিসে তোমার ভয় বলোতো কিসে তোমার ভয়
রক্ত দিয়ে ঠেকাবো আজ তোমার পরাজয়।
চেয়ে দেখো তোমার বীরের স্কয়ার আগমন
দলে দলে মুষ্ঠি বেধে করিয়াছে পণ।
উঠছে জেগে আমজনতা ফুঁসছে সারা দেশ
এবার বিচার হবেই হবে বেশ বেশ বেশ।
©somewhere in net ltd.