![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বলছি না যমুনার জল নীল করে দিতে,
আমি বলছি না আকাশের তারা হাতে এনে দিতে,
আমি বলছি না পদ্নার ইলিশ দিয়ে ভরন পোষাতে,
আমি বলছি ধর্তব্য নিরাপত্তাকে হাতের মুঠোয় গুজে দিতে।
আমি চাইনা অট্টালিকার চূড়ায় বসে পা দুলাতে,
আমি চাইনা কোন রাজা হয়ে ছড়ি ঘুরাতে,
আমি চাইনা কোন দ্বীপপুঞ্জে প্রাসাদ গড়ে দিতে,
আমি চাই ধর্তব্য নিরাপত্তাকে হাতে এনে দিতে।
আমি বেঁচে থাকতে চাই পায়ে মারানো ঘাসের মত,
আমি বেঁচে থাকেত চাই কুড়িয়ে খাওয়া শিশুর মত,
আমি বেঁচে থাকতে চাই জীর্নশীর্ন পাখির মত,
আমি ধর্তব্য নিরাপত্তার চাদরে বেঁচে থাকতে চাই।
০২.০৩.২০১৫
©somewhere in net ltd.