![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিল আর্মস্ট্রং পৃথিবীর মনুষ্য জাতির মধ্যে প্রথম চাঁদে পদার্পণ করেছিলেন। তিনি চাঁদে অবতরণ করে কিছুদূর হেঁটে গিয়ে দেখলেন, এক জায়গায় এক লোক বসে আছে। তিনি ভাবলেন, আমি আর কী বিজ্ঞানী, এই লোকটা দেখছি আমার চেয়েও বড় বিজ্ঞানী, এ লোক আমারও আগে চাঁদে এসেছে। নিল আর্মস্ট্রং লোকটির কাছে গেলেন। গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই, আপনি এখানে কী করছেন? লোকটি উত্তর দিল, ‘আই হুইনচি, আমনে ইয়ানে আইবেন। এল্লাই আই ইয়ানে হান-সিগারেটের দোয়ান দিছি।’
অবাক হয়ে নিল আর্মস্ট্রং বললেন, ‘বুঝতে পারছি, আপনি খুব চালাক।’ সঙ্গে সঙ্গে লোকটি জবাব দিল, ‘আই কী চালাক, আঁর তনও বড় চালাক পাশের জেলার হেতারা। হেতারা আঁর ইয়ানে আই আরতন বাকিতে হান-সিগারেট খাই চলি গেছে।’
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০১
ইমানুয়েল নিমো বলেছেন: টাঙ্গাইল !!! আমি টাঙ্গাইল এর পোলাতো !
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭
নিজাম বলেছেন: না, পাশের জেলা হতে পারে কুমিল্লা, বরিশাল অথবা চট্টগ্রাম।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
ইমানুয়েল নিমো বলেছেন: জানি ভাই। আমি বলছি মজা করার জন্য। আপনার বাড়ি কোথায় ?
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪৭
খেয়া ঘাট বলেছেন:

পাশের জেলার কারা???