নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমানুয়েল নিমো

ইমানুয়েল নিমো › বিস্তারিত পোস্টঃ

রাইত জাগা পাখি বন্ধুরা- আসেন আমারা গ্যাজাই !!!!

০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৭

ধুর, কাম-কাজ আর কিছুই ভাল্লাগতেছেনা। কতক্ষণ আর একটানা কীবোর্ড গুতাগুতি করন যায়। তাই ভাবলাম আপনাদের সাথে একটু প্যাঁচাল পারি। দোস্তগো কয়ডারে নেট এ না দেইখাই কল দিলাম- সব হালায় বিয়া কইরা বউ নিয়া ঘুমাইয়া গ্যাছে !!



আমার তো আর কেউ নাই ! নিদেন পক্ষে একটা গার্ল- ফেরেনড

:( :( :(( :((



তাই ভাবলাম, আপনাদের সাথে একটু আড্ডা দেই !



আসেন, আমারা গ্যাজাই !!









গ্যাজানি আপডেট- ১।

(গ্যাজান প্রিয় ব্লগারদের নিয়ে একটি রম্য গল্প লেখার ব্যর্থ প্রচেষ্টা)





পণ্ডিত মশাইয়ের তিন ঠ্যাংওয়ালা ছাগল





পণ্ডিত মশাই চলছেন তার পাঠশালার উদ্দেশ্যে, সাথে আছে সেই তিন ঠ্যাংওয়ালা ছাগল । বাংলা সাহিত্যে এক ইংরেজ ভদ্রলোক ছিলেন, তিনি বিখ্যাত তার তিন ঠ্যাঙওয়ালা কুকুরটির জন্য।

আমাদের পণ্ডিতমশাই সুপরিচিত তার ছাগলটির জন্য। চার ঠ্যাঙ ওয়ালা ছাগল কিভাবে তিন ঠ্যাঙ হল, সে এক বিরাট ইতিহাস। আপাত, সে ইতিহাস আমরা বাদ দেই। ছাগল নিয়ে বেশ চলছিল তার। কিন্তু এখন সিগ্ধান্ত নিয়েছেন, ছাগলটি বিক্রি করে দেবেন। পণ্ডিতমশায়ের ছাগল বলে কথা ! দাম যে তাই ভালোই পাওয়া যাবে এ বিষয়ে কোন সন্দেহ ছিল না তার মনে। পণ্ডিতমশাইয়ের পাঠশালায় শিক্ষার্থী সবাই। এখানে ডাক্তার-কবিরাজ, রাজনীতিবিদ-অর্থনীতিবিদ, সুশীল সমাজ- সবাই আছে। কিন্তু পণ্ডিতমশাইয়ের দুঃখ, কেউ তার ছাগলটির জন্য উপযুক্ত মূল্য প্রস্তাব করেনি যেন তিনি বিক্রি করতে পারেন। এই সমাজের উপর হতাশ তিনি !



অবশ্য আজকের কথা ভিন্ন। একটি বাংলা ব্লগ(সামু) তার ছাগল বিক্রির সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। সামুর ব্লগাররাই কিনবে পণ্ডিতমশায়ের তিন ঠ্যাংওয়ালা ছাগল! তাই পণ্ডিত মশায়ের পাঠশালায় আজকের ছাত্র সবাই সামুর ব্লগার! একে একে সবাই এসে পড়লে তিনি শুরু করবেন পাঠশালা।



খেয়া- ঘাট পাড় হয়ে যখন পাঠশালার পথে চলতেছিলেন পণ্ডিতমশাই, ব্লগার খেয়া ঘাট দৌরে এসে হাপাতে লাগল।



'হুনলাম, লুলা ছাগিডা নাকি বেইচ্যা দিবেন?'



'লুলা ছাগি' সব্দ ব্যাবহারে পণ্ডিতমশাইয়ের আপত্তি আছে, তাই একবার রেগেমেগে চাইলেন খেয়াঘাটের দিকে। ব্লগার খেয়াঘাট চুপসে গিয়ে পণ্ডিতমশাইয়ের পিছু নিল। পাঠশালার আরও কিছুটা পথ বাকি আছে। পথের দু পাশ গাছ গাছালিতে পূর্ণ । আম জাম কড়ই কাঁঠাল সহ আরও নাম না যানা কত প্রকার গাছ। এখন বর্ষাকাল চলছে,গাছ গুলোও হয়েছে তাই আরো সবুজ- আরও প্রানবন্ত। সামনেই একটা কদমফুল গাছ আছে, পণ্ডিতমশাই জানেন। রোজ এ পথে যাওয়ার সময় একবার থেমে দেখে যান গাছের ফুলগুলো। ফুলে পরিপূর্ণ কদমগাছটিই তো বর্ষার প্রতীক। রবিন্দ্রনাথের একটি কবিতা মনে পড়ে তার।



কবিতাটি মনে মনে আবৃতি করছেন পণ্ডিতমশাই, হঠাৎ তার চোখ আঁটকে গেল কদমগাছের মাথায়। একটি মেয়ে কদম ফুলের ডালগুলো ভেঙ্গে চলছে মনের সুখে। দামড়া মেয়ের এ কাণ্ড দেখে পণ্ডিতমইয়ের পিত্তি জ্বলে উঠল তেলে বেগুনে। মেয়েটিকে তিনি চিনতে পেরেছেন, এ জন্য কিছু বললেন না। 'পরে পাঠশালায় এলে এর বিচার করব' মনে মনে ভাবতে ভাবতে কদম গাছের পাশ কাটিয়ে চলে গেলেন পণ্ডিতমশায়।



পাঠশালায় পৌঁছে তিন ঠ্যাংওয়ালা ছাগল টেবিলের পায়ায় বেধে চেয়ার টেনে বসে পরলেন পণ্ডিতমশাই। ব্লগার খেয়াঘাট গিয়ে বসে পড়লো কোনায় একদম বিছনের এক বেঞ্চে। পণ্ডিতমশাই

ভেবে পেলেন না সামনের এতগুলো সিট খালি থাকতে কি জন্য সে পিছনে গিয়ে বসলো। নিশ্চয় কোন কুমতলব। ব্লগারের উদ্দেশে হাঁক ছাড়লেন, 'বাবা খেয়াঘাট, এখানে এসো।' ব্লগার খেয়াঘাট কাচু

মাচু মুখে এসে টেবিলের সামনে দাঁড়াল। 'এখন যাও, ঐখানে গিয়ে কান ধরে দাড়িয়ে থাক। তারপর যখন সবাই এসে সামনের বেঞ্চগুলোতে বসে পড়বে, তখন তুমি গিয়ে বোসো পিছনের বেঞ্চে। ততখন পর্যন্ত কান ধরেই দাড়িয়ে থাক'- বললেন পণ্ডিত মশাই



আদরের তিন ঠ্যাংওয়ালা ছাগল টিকে 'লুলা ছাগি' বলার অপরাধ তার মনেই ছিল, কান ধরে দাড়িয়ে থাকা খেয়াঘাট কে দেখে তৃপ্তির নিঃশ্বাস ফেলতে যাবেন পণ্ডিতমশাই, এমন সময় চোখ আঁটকে

গেল দরজায়। কেউ একজন একবার উঁকি দিয়ে পরক্ষণেই মাথা সরিয়ে নিল। পণ্ডিতমশাই হাঁক ছাড়লেন, ' ঐ কে রে ওখানে? ভিতরে আয়।' অনেক্ষন পার হয়ে গেল কিন্তু কারও সাড়া-সব্দ নেই দেখে পণ্ডিতমশাই এগিয়ে গেলেন দরজার দিকে। নাহ, সেখানে কেউ নেই। তবে দরজার পাশে পড়ে আছে একগুচ্ছ কদম ফুল !



ব্লগার এহসান সাবির ,আহমেদ নিশো , মেহেদী হাসান মানিক , কুচকননা , ভুদাই আমি , আদনান শাহ্‌িরয়ার, , নূর আদনান সবাই হৈ চৈ করতে করতে আসছিল পথে, কিন্তু দু কান ধরে দাড়িয়ে থাকা খেয়াঘাট কে দেখে থমকে দাঁড়াল। তারপর সুবোধ বালকের মত চুপ চাপ গিয়ে বসে পড়ল যার যার বেঞ্চে।

মন্তব্য ৩০৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০৪) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩০

খেয়া ঘাট বলেছেন: আমার এখানে কিন্তু দিন। দিন জাগা।

০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৩

ইমানুয়েল নিমো বলেছেন: কন কি ? দিন হইয়া গ্যাছে ! কি আর করা যাইব।

২| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি সন্ধ্যা জাগা :P

০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৪

ইমানুয়েল নিমো বলেছেন: তাইলে আপনার রাইত অ্যাগে হইয়া নিক !!!

৩| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
না, আমি এখনই আড্ডা দিব :P

০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫২

ইমানুয়েল নিমো বলেছেন: অক্কে। তাইলে আপনিই আগে শুরু করেন !! কি নিয়ে আড্ডা শুরু করা যায় ? ভুতের গপ্প হপে ?? নাকি কদম ফুলের !!!



৪| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৮

ইমানুয়েল নিমো বলেছেন: আমি আঞ্চলিক ভাষা ব্যবহার করছি বলে কেউ মাইন্ড খাইয়েন না ! মজা করার অধিকার একজন ব্লগারের নিশ্চয় আছে !!

৫| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার ডিকশনারিতে কি "।" নাই? সব দেখি "!" :||

০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৬

ইমানুয়েল নিমো বলেছেন: ইয়ে, মানে, আমিতো পড়ালেখায় বরাবরই আণ্ডা ছিলাম ! ডিকশনারির কতা কইয়া ঘাবড়াইয়া দিলেন !!!

৬| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৬

খেয়া ঘাট বলেছেন: কোনো অন্চলের আন্চলিক ভাষা চিনতে পারলাম না। আমারতো বইয়ের ভাষাই মনে হলো। একুট ঝেড়ে কাশেন ..................।

০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৯

ইমানুয়েল নিমো বলেছেন: হই মিয়া, কি কতা কন ? চিনবার পারেন নাই ??? আমি ১০০% টাংগাইলা পোলা। কুনু ভ্যাজাল নাই !!

৭| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৯

খেয়া ঘাট বলেছেন: আপনাদের আন্চলিক ভাষায়তো দেখি তেমন একটা আন্চলিক শব্দ নাই। সবগুলোই ক্লিয়ার বুঝা গেলো।

০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৮

ইমানুয়েল নিমো বলেছেন: আছে, অনেক আছে খেয়া ঘাট ভাই। আসলে আমি নিজেই জানি না। দেশের বাড়ি থাকছি হাতে গোনা কয়েক বছর। হয়তবা এ জন্যই আমার নিজের আঞ্চলিক ভাষাটা বেশী ভাল লাগে। অনেক মিস করি তো-

৮| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:১০

খেয়া ঘাট বলেছেন: টাংগাইলের এমন একটা আন্চলিক শব্দ বলুনতো যেটা সাধারণত অন্য জেলার কেউ বুঝবে না। আছে নাকি? এরকম কোনো শব্দ।

০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:৩৩

ইমানুয়েল নিমো বলেছেন: টাংগাইল নিজেই তো একটা আঞ্চলিক শব্দ ! 'ইল' অনেক থাকতে পারে, কিন্তু টাংগাইল তো একটাই !!!

৯| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:২১

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহাহাহা।
নিজের ভাষায় নিজেই ধরা। B:-/ B:-/ B:-/ B:-/

০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:২৪

ইমানুয়েল নিমো বলেছেন: এভাবে লইজ্জা দিবেন না ভাই !

১০| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:৩৪

খেয়া ঘাট বলেছেন: গুটগুইট্টা গাছর গুইট্টা- এটা মানে কি বলেন তো?
একটা আন্চলিক শব্দ।

০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:৪২

ইমানুয়েল নিমো বলেছেন: 'গুটগুইট্টা' মানে খুব অন্ধকার। 'গাছর গুইট্টা' হতে পারে গাছের গুড়ি। তাই সম্পূর্ণ অর্থ হতে পারে, 'ঘোর অমানিশায় গাছের গুড়িতে' হোঁচট খেয়ে পড়ে গেলাম ! এ রকম কিছু ??

১১| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:৪৮

খেয়া ঘাট বলেছেন: 'গুটগুইট্টা' মানে খুব অন্ধকার। 'গাছর গুইট্টা' হতে পারে গাছের গুড়ি। তাই সম্পূর্ণ অর্থ হতে পারে, 'ঘোর অমানিশায় গাছের গুড়িতে' হোঁচট খেয়ে পড়ে গেলাম ! এ রকম কিছু
হাহাহাহাহহাহাহাহাহাহা।

গাছের গুড়ি। এটা ঠিক আছে। কিন্তু পুরা অর্থ হয়নাই।

০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:৫৮

ইমানুয়েল নিমো বলেছেন: তাহলে ভাই আপনি বলে দেন পুরো অর্থটি ।

১২| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:৪৯

খেয়া ঘাট বলেছেন: চিফ দেও বে- এটা মানে কি বলেনতো?

০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:৫৯

ইমানুয়েল নিমো বলেছেন: এটাও পারলাম না। আপনি বলে দেন ।

১৩| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৬:০৮

খেয়া ঘাট বলেছেন: অপেক্ষা করুন। দেখি কেউ পারে কিনা?

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৫

এহসান সাবির বলেছেন: কাউরে তো দেহি না..... :P গ্যাজানোর কি টাইম নাই কারো? ;)

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৮

ইমানুয়েল নিমো বলেছেন: আমারও তো একই কথা ভাই। আগে কি সুন্দর সামুতে গ্যাজাইতাম ! এখন আর সে দিন নাইরে ভাই :(( :(( :((

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৯

আহমেদ নিশো বলেছেন: হে হে, লেখক নিজেইত নাই হইয়া আছে।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫১

ইমানুয়েল নিমো বলেছেন: আমি আছি তো রে ভাই। একটা বিড়ি টানতে বাইরে গেছিলাম।

১৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৯

মেহেদী হাসান মানিক বলেছেন: :-< :-< :-< :-< :-< :-< :-<

কি কইবেন তাড়াতাড়ি কন আমার ঘুম পাইছে

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৩

ইমানুয়েল নিমো বলেছেন: হই মিয়া, এত তারাতারি ঘুম পাইলে কাজ হবে ? দিন-রাত মানে এই ২৪ ঘণ্টার মজাই তো রাতে !

১৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৫

কুচকননা বলেছেন: গ্যাজাইলে আবার ঘুমে পায় নাকি ????

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:০২

ইমানুয়েল নিমো বলেছেন: এই জন্যই তো গ্যাজাইতে বলতেছি। ঘুমিয়ে যাওয়া তো মরা মানুষ ! জাইগ্যা থাকেন, জীবিত থাকেন !

১৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৬

আহমেদ নিশো বলেছেন: বিড়ি, মনে করাইয়া দিলেন! আমার নানায়ও টানত মস্তান বিড়ি। তা আফনে কোনটা আকিজ না আজিজ না মস্তান?

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:০৪

ইমানুয়েল নিমো বলেছেন: আকিজ বিড়ি রে ভালা পাই ! তবে হুক্কা খাউয়ার বহুত সখ আছিল জীবনে। মাগার পূরণ হল না ! :(( :(( :((

১৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৯

মেহেদী হাসান মানিক বলেছেন: কুচকননা মানে কি???

আড্ডার জন্য ভাল যায়গা এইটা

আইসা পড়েন। ;)

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:০৬

ইমানুয়েল নিমো বলেছেন: ওই মিয়া। কোথাও যাইতে পারমু না। আপনি এইখানেই থাকেন। আমাগো লগে গ্যাজান।

২০| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:০৪

কুচকননা বলেছেন: মানে কি ????? মানে খুঁজার টাইম আছে ??? B-)

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:০৮

ইমানুয়েল নিমো বলেছেন: টাইম নাই B-)

২১| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:০৬

আহমেদ নিশো বলেছেন: হুক্কা কিন্তু দারুন জিনিস। এটার আওয়াজটা আমার খুব ভাল লাগে।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:১০

ইমানুয়েল নিমো বলেছেন: কোথাও আর হুক্কা নাইরে ভাই। পোলাপানে এইডারে নকল কইরা বানাইছে এখন সিসা! আরে ধুর!!

২২| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:০৯

মেহেদী হাসান মানিক বলেছেন: |-) |-) |-) |-) |-) |-)
আপ্নেরা আড্ডা দেন আমি ঘুমাই |-) |-) |-) |-) |-) |-) পরে ডাক দিয়েন

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:১২

ইমানুয়েল নিমো বলেছেন: অক্কে। আপনি ঘুমান। আপ্নারে দিয়া গ্যাজানি হপে না। আপ্নে মিয়া ফেইল !!

২৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:১৫

কুচকননা বলেছেন: হিহিহিহিহিহিহি

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:১৯

ইমানুয়েল নিমো বলেছেন: খালি হিহিহিহিহি তে কাজ হবে না, গ্যাজাইতে হবে ! আপনার নামটা নিয়েই বলেন কিছু। আমি কিন্তু জানি B-)

২৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:১৬

ভুদাই আমি বলেছেন: ভাইয়ো.......... মুই আইলাম আর দেহি হব্বাই নাক গডাইতে চাই......... তাইলে কেমনে গেজামু??

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:২৩

ইমানুয়েল নিমো বলেছেন: মোর 'ভুদাই আমি' ভাইজান ! গ্যাজানি এবার হপেই হপে। সবাই একবার গ্যাজানি শুরু করলে 'নাক গড়াইতে' কেউ টাইম পাইব না।

২৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:১৮

মেহেদী হাসান মানিক বলেছেন: |-) |-) |-) |-) |-) |-) |-) |-)

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:২৪

ইমানুয়েল নিমো বলেছেন: |-) |-) :( :( X( X( X( X((

২৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:২০

কুচকননা বলেছেন: মুখ ডিয়া গ্যাজান ।

২৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:২৯

মেহেদী হাসান মানিক বলেছেন: আমি আছি ৪ টা পর্যন্ত এইটা ডেইলি রুটিন
কে কে থাকবেন হাত উডান

কুচকননা :প :প

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৩১

ইমানুয়েল নিমো বলেছেন: আমি আছি সারারাত। আমারও ডেইলি রুটিন। কাজের ফাঁকে ফাঁকে আড্ডা দিয়ে যাব।

২৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৩০

ভুদাই আমি বলেছেন: বাইহে............... মুই পাগলা গারদ থেকে এইহান আগত ছাড় পাইলুম.......... কুনু জাইগা নাই পাইয়ে তোমাগের ভেতর ঢুইকা পরছত............


মুইরে তাইরা দেইবিন না বাহে.....।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৩৬

ইমানুয়েল নিমো বলেছেন: এভাবে বলবেন না ভাইজান। চউক্ষে পানি আইয়া পড়ে। আপনি মোগো মাঝে সারা রাইত থাকেন। মশার কয়েল আমি কিনা দিমু !

২৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৪২

মেহেদী হাসান মানিক বলেছেন: কি কাজ করেন ভাই ???
ফ্রিল্যান্সিং ???

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৫২

ইমানুয়েল নিমো বলেছেন: ফ্রিল্যান্সিং ? নারে ভাই। এখনও শুরু করতে পারি নাই। এখনও শিখার তালেই আছি। তারপর পুরোপুরি গুছিয়ে মাঠে নামবো। আপাতত Python শিখছি।

৩০| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৪৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: চিফ দেও বে মানে কি চাপা/ চিপা দাও হে?? @খেয়াঘাট ভাই?? =p~

হামি খেলা দেকছিনু, রিবেরি মামুর ব্যটা জব্বর গোল দিলছে!!!

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৫৪

ইমানুয়েল নিমো বলেছেন: =p~ =p~ =p~

৩১| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৪৮

নূর আদনান বলেছেন: তো আজকে কি নিয়া আড্ডা হপে?? হুক্কা নিয়া নাকি কালোকন্যা নিয়া :P

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৫৫

ইমানুয়েল নিমো বলেছেন: কালো কন্যা যদি হুক্কা নিয়া আসে তাইলেই হপে !

৩২| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৪৯

আমিনুর রহমান বলেছেন:




আমার ঘুমের ডিস্টার্ব কে করলো রে :P

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৫৭

ইমানুয়েল নিমো বলেছেন: আপ্নে আইছেন মিয়া আমাগো গ্যাজানির মধ্যে ঘুম নিয়া !

৩৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৫৪

নূর আদনান বলেছেন: @আদনান শাহ্‌িরয়ার

আপনি কি বগুড়ার ছইল নাকি??

৩৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৫৫

মেহেদী হাসান মানিক বলেছেন: আহেন্রে ভাই গলাগলি ধরি :#) :#) :#) :#) :#) ফেবুতে একটা গুতা দিয়া রাইখেন :| :| :| :|
শরিরটা অনেক খারাপ :( :( :( :( :( আজকে আর জাইগা থাকতে পারতাছি না।
যাইগা B:-) B:-) B:-) B:-) B:-)

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:০১

ইমানুয়েল নিমো বলেছেন: অবশ্যই গুতা দিমু ভাই। তয় আপ্নেরে না, ফেচবুকে।



শরীর ভালো হয়ে যাবে, আগে সুন্দর একটা ঘুম দিন।

৩৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৫৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: @নুর আদনান, না ভাই রাজশাহীর । মামুর ব্যটা রাজশাহীর ট্রেডমার্ক ! :P

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:০২

ইমানুয়েল নিমো বলেছেন: রাজশাহীর ট্রেডমার্ক আমি ভালা পাই !

৩৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:০২

আমিনুর রহমান বলেছেন:




টাঙ্গাইল কোথায় আপনার বাড়ী????

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:০৭

ইমানুয়েল নিমো বলেছেন: দ্যা ওয়ান অ্যান্ড অনলি করটিয়া ! B-) B-) B-)

৩৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:০৩

ভুদাই আমি বলেছেন: দেখতাছি হেইবার বালাই জমছে এইহানে................. মুই কিছু কমু না শুধু দেখমু

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:১১

ইমানুয়েল নিমো বলেছেন: আপনের কিছু কইতে হপে না। আপ্নে তো 'ভুদাই আমি' ! আমরা কেউ ভুদাই না !! হক্কলেরে জিগ্যান। একজনরেও ভুদাই পাইবেন না !

৩৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:০৫

নূর আদনান বলেছেন: @আদনান শাহ্‌িরয়ার

ও আচ্চা হামি বগড়োর ছইল তো, তাই আপনের ভাষা দেখে মনে করছুনু যে আপনেও বগড়োর ছইল।

যাহোক ক্যানকা আছেন, আপনের নামের সাতে হামার নাম তো দেখি মিল আছে...

৩৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:০৬

শহুরে আগন্তুক বলেছেন: " স্যাশ " ? :(

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:১৬

ইমানুয়েল নিমো বলেছেন: চান্দে আছেন নাকি মিয়াভাই ? স্যাশ হইব ক্যাম্নে, ক্যাবল তো শুরু !

৪০| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:১৩

ভুদাই আমি বলেছেন: আপনাদের জন্যই আমাকে ভুদাই হয়েই থাকতে হয়।



সবাই যদি এমন ভুদাই ভুদাই করেন তাহলে কি করে ভালো থাকি বলেন?

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:১৯

ইমানুয়েল নিমো বলেছেন: পারথরের মতন মনে কষ্ট নিয়েন না ভাইজান। :(( :(( :((
আলমের পচা সাবান অনেক ব্যবহার করছি। নামে নয়, গুনেই পরিচয় ! =p~ =p~ =p~

৪১| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:৩৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: @নুর আদনান ভাই, তবে আমি ক্লাস বেবি থেকে টু পর্যন্ত বগুড়াতে ছিলাম । প্রি ক্যাডেট নার্সারি স্কুলের ছাত্র ছিলাম । আপনি তো আমার মিতা! :) :)

৪২| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:৪১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@আদনান শাহ্‌িরয়ার,

ক্লাস বেবি? :|| :|| :P

৪৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:০৭

লিন্‌কিন পার্ক বলেছেন:
যাই ঘুমাই ! ঘুম পাইছে :-< :-< |-)

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:১২

ইমানুয়েল নিমো বলেছেন: ঘুমাইতে যাবেন ? কি আর করা যাবে।

৪৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:২১

নূর আদনান বলেছেন: ৩:১২ টাতেই শ্যাস হামি কলে এখনো আছি.......... :| :|

০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৯

ইমানুয়েল নিমো বলেছেন: আপ্নে আর আমিই খালি সামুতে আছি X( X( X(

৪৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩১

নূর আদনান বলেছেন: হ...ভাই সবাই মনেহয় ঘুমায়া পড়ছে....
তো আপনি কি করেন জেগে থেকে

০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৭

ইমানুয়েল নিমো বলেছেন: একটা বই পড়ছি। বইটা পড়া শেষ হলে ঘুমাতে যাব। ফাঁকে ফাঁকে সামুতেও আছি।

৪৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৪

নূর আদনান বলেছেন: যারা আগেই ঘুমিয়ে পড়ছে তাদের কাছ থেকে জরিমানা আদায় করতে হবে.... :P

৪৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪০

নূর আদনান বলেছেন: বই পড়া ভাল, এভাবে বই পড়া বড়ই ধৈর্য্যর ব্যপার.... আপনার সেটা ভালই আছে দেখছি

আমার দ্বারা ভাই হবে না

আচ্ছা আজ তাইলে এপর্যন্তই। বেঁচে থাকলে আবার হয়তো কথা হবে। ভাল থাকবেন

০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৯

ইমানুয়েল নিমো বলেছেন: অবশ্যই। কাল একবার আসবেন এখানে। আমি গ্যাজানির পর্বটা নিয়মিত করব।

আপনিও ভালো থাকবেন সবসময়।

৪৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা, শিশু শ্রেণী আর কি ! :!>

@ইমানুয়েল নিমো, ভাইজান দেখি সারা রাতই জাইগা ছিলেন, চোখের তলায় পেইন্টিং হইয়া যাইবো তো!

খেয়াঘাট ভাই উত্তর দিলো না! :(

৪৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৫১

মেহেদী হাসান মানিক বলেছেন: আইজ ও চইল্পে নি ;) ;) ;) ;)

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:০৪

ইমানুয়েল নিমো বলেছেন: চইল্পে মানে ? অবশ্যই চইল্পে ! আমি চইলা আসছি আবার। দেখি আজকে গ্যাজাইতে কাকে কাকে পাওয়া যায়।

৫০| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:০৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি আছি :#>

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৯

ইমানুয়েল নিমো বলেছেন: ধন্যবাদ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা। আজকের আড্ডায় আপনি দ্বিতীয়। গ্যালারীতে বসেন !

৫১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৩

আমি ব্লগার হইছি! বলেছেন: ইকটু আগে বন্ধু দের সাথে গ্যাজাই আসলাম , এখন আবার এখেনেও নাকি গ্যাজাতি হবে!

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৩

ইমানুয়েল নিমো বলেছেন: আমরা কি আপনার বন্ধু না ? :( :( :(( :((

৫২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৭

ভুদাই আমি বলেছেন: মুই আইছুন

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৬

ইমানুয়েল নিমো বলেছেন: ভাইজান দেহি আইসা পড়ছেন। পথে কুনু সমস্যা হয়নাই তো ? গ্যালারিতে বসেন। আমি পপকর্ণ নিয়া আসতেছি আপ্নের লাইগা।

৫৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৯

ভুদাই আমি বলেছেন: একা একা কি গ্যজানো যায়?


পপকর্ণ এর নাম করে হারিয়ে গেলেন নাকি?

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২

ইমানুয়েল নিমো বলেছেন: পপকর্ণ আনতে গিয়ে জ্যামে পরছিলাম ভাই !

৫৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪০

আমি ব্লগার হইছি! বলেছেন: কোন ব্যাপার না। সবাই মিলে গ্যাজাতি থাকেন আর আমি দেখতি থাকি। আপনারা গ্যাজানো বন্ধ করলি আমি গিয়ে শুয়ে পড়বানি।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৪

ইমানুয়েল নিমো বলেছেন: আপ্নি থাকেন ভাই। ব্লগে আজকাল গ্যাজানর মানুষও পাওয়া যায় না। :(

৫৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৪

আহমেদ নিশো বলেছেন: কাওল্কা আমি গেলাম আর আড্ডা জম্ল। আউজকা আমি আইছি কেও নাই।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৬

ইমানুয়েল নিমো বলেছেন: বলেন কিতা ? আউজকা তো সক্কলেই আছে। তাইলে গ্যাজানি শুরু করেন !

৫৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৫

আমি ব্লগার হইছি! বলেছেন: নিমো মনে হয় সবাইরে গ্যাজাতি ডেকে এনে নিজি আরামে ঘুমোনোর আয়োজন করতিছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৬

ইমানুয়েল নিমো বলেছেন: আমি আর পপকর্ণ আনতে যামু না !

৫৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫১

আহমেদ নিশো বলেছেন: তাইত দেহা যাইতাছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৮

ইমানুয়েল নিমো বলেছেন: না রে ভাই। গ্যালারীতে বসেন। দেখি আজকে আর কে কে আসেন আমাদের সাথে গ্যাজাইতে।

৫৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:১৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: করটিয়া তো এককালে চিনতাম, করটিয়ার কোথায় থাকেন?

টাঙ্গাইলের আঞ্চলিক শব্দ -সুরুম দিয়া উরুম খাইতাসি।

মানে ঝোল দিয়ে মেখে মুড়ি খাচ্ছি!

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:৪৮

ইমানুয়েল নিমো বলেছেন: সুরুম দিয়া উরুম খাইতাসি । তাই কতা কউনের টাইম নাই !!
আমার গ্রামের নাম হচ্ছে ' সোনালীয়া', নামটি সুন্দর না ?

৫৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:২৩

ভুদাই আমি বলেছেন: সবাই চুপ চাপ বসে থাকলে কি আর হইবে?
একটু হাসাহাসি করতে কি নিষেধ?


তো ....... “লাল মিয়া” নতুন ভোটার হয়েছে। ভোটার তালিকা তৈরীর সময় ভুলে তালিকায় তার নাম এসেছে “বাল মিয়া”। তা দেখে তো “লাল মিয়া” খেপে আগুন।
স্বল্প শিক্ষিত “লাল মিয়া” নির্বাচন কমিশনার বরাবর চিঠি পাঠাইলো।

চিঠিটা ঠিক নিম্নরুপ ছিল (স্বল্পশিক্ষিত মানুষ.........অল্প কথায় লিখলো)..

স্যার,
দয়াকরে আপনি আমার বাল কেটে লাল করে দিন।

ইতি
লাল মিয়া

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:৫৩

ইমানুয়েল নিমো বলেছেন: হা হা হা। আপনার কৌতুক শুনে 'সাকা'র কথাগুলো মনে পড়লো।
মিয়াডা ঠিকই আছে, খালি সোনাডা লাল হইয়া গ্যাছে !!!

৬০| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:৫৭

ভুদাই আমি বলেছেন: বাই...................... দিলেন তো আবার মনডা খারাপ কইরা?




ঐ একটা লোক আছিল বইলা আর কৌতুকের সিডি কিনন লাগতো না। অহন থাইকা আবার কৌতুকের ডিস্ক কিনন শুরু করন লাগবো।



সবাই মনে হয় ঘুমাচ্ছে। যায় ....... আমিও ‍ঘুমাই................

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:৩১

ইমানুয়েল নিমো বলেছেন: কৌতুকের কথা আর কইয়েন না ভাইজান।

সত্যি মনে হয় সবাই ঘুমাচ্ছে। আপনিও যাবেন ? :(

৬১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩১

সাইফুর রহমান পায়েল বলেছেন: লাল মিয়া” নতুন ভোটার হয়েছে। ভোটার তালিকা তৈরীর সময় ভুলে তালিকায় তার নাম এসেছে “সোনা মিয়া”। তা দেখে তো “লাল মিয়া” খেপে আগুন।
স্বল্প শিক্ষিত “লাল মিয়া” নির্বাচন কমিশনার বরাবর চিঠি পাঠাইলো।

চিঠিটা ঠিক নিম্নরুপ ছিল (স্বল্পশিক্ষিত মানুষ.........অল্প কথায় লিখলো)..

স্যার,
দয়াকরে আপনি আমার সোনা কেটে লাল করে দিন।

ইতি
লাল মিয়া

আমি এইভাবে সুনেছি।

৬২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৫

খেয়া ঘাট বলেছেন: গ্যাজানিতো সুপারস্পীডেই চলছে..............

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

ইমানুয়েল নিমো বলেছেন: আবার জিগায়।

৬৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১০

ভুদাই আমি বলেছেন: ৥ সাইফুর রহমান পায়েল ভাই.........

শোনা কথায় কান দিতে নেই।


৥ খেয়া ঘাট..........
লেখক ভাই যেহেতু বেশি কমেন্ট নিয়ে রেকর্ড করতে চাইছেন....... তো কমেন্ট দিয়েই যাচ্ছি। কমেন্ট করতে তো আর পয়সা লাগছে না। তাছাড়া এর দ্বারা যদি কেউ নোবেল পায় তাহলে ক্ষতি কি?

এটা তো আর নতুন কিছু না। ....।

গ্যজানো চলবে.............................

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

ইমানুয়েল নিমো বলেছেন: ভালো একটা আইডিয়া দিলেন তো ভাই। এভাবে চিন্তা করে দেখিনি। গ্যাজাইতে গ্যাজাইতে যদি সামুতে রেকর্ড হয়ে যায়, সেটা তো আরও ভালো হয় !

৬৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:১৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আজকে আমি প্রথম B-)) B-)) B-))

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৪

ইমানুয়েল নিমো বলেছেন: আজকে আপনি প্রথম। আপনাকে কদম ফুলের শুভেচ্ছা। তারাতারি গ্যালারিতে বসেন। আমি আপনার জন্য আইচক্রিম নিয়া আসতেছি।

৬৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি "।" ইউজ করা শিখে গেছেন :-B

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৩

ইমানুয়েল নিমো বলেছেন: সবসময় তো আর এক মুডে থাকি না। যখন মন-মেজাজ ভালো থাকে তখন সবকিছুই "!!!!" হয়ে যায়। শিখতে আর পারলাম কই ? আপনি অনেক পচা !!

৬৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার মন মেজাজ এখন ভাল। আমি অনেক পচা !! B-) B-) ;)

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১০:০৬

ইমানুয়েল নিমো বলেছেন: আপ্নি অনেক পচা। সামুতে আপনার মত পচা আর কেউ নাই ! :P :-P =p~

৬৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১০:১৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আছে।

ইমানুয়েল নিমো
পারে না দিতে ইমো :-P :-P :-P

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৩

ইমানুয়েল নিমো বলেছেন: ইমানুয়েল নিমো
পারে না দিতে ইমো

ইমো বুইঝ্যা কি আর হইব
জীবনটাই তো চইল্যা গ্যালো।

B-) B-) B-)

৬৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১০:২৩

আহমেদ নিশো বলেছেন: ইমানুয়েল নিমো
পারে না দিতে ইমো
বারেবারে করে ভুল
কদম কিন্তু আমারও প্রিয় ফুল।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৬

ইমানুয়েল নিমো বলেছেন: ইমানুয়েল নিমো
পারে না দিতে ইমো
বারেবারে করে ভুল
কদম কিন্তু আমারও প্রিয় ফুল।

কদম ফুলের নাই আর কাম
ছুডুকালে গাছে চইরা ভাঙ্গছে ঠ্যাং!

৬৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৯

রাতজাগাপাখি বলেছেন: বাহ! সবাই কি সুন্দর আমার নাম করে আড্ডা দিচ্ছে, আর আমি মিস করছি। আজ আমিও যোগ দিলাম। যদিও এখনই পালাবো।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৯

ইমানুয়েল নিমো বলেছেন: রাতজাগাপাখি ভাই, আপ্নে এতকাল কুতায় ছিলেন ? গ্যালারীতে বইসা পড়েন। আমি আপনার জন্য এক কাপ চা নিয়া আসতেছি।

৭০| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬

ভুদাই আমি বলেছেন: আমার চা কই?



মুই মাইন্ড করতাম চাই।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১০

ইমানুয়েল নিমো বলেছেন: আপ্নে মাইন্ড করেন, কিন্তু মাইন্ড খাইয়েন না !

আপনার জন্য খালি চা না, বিস্কুট-চানাচুরও হপে !!

৭১| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২২

এম ই জাভেদ বলেছেন: একটা শুন্য স্থান পুরন করেন

তুমি টাঙ্গাইলের চমচম বগুড়ার --- , নাটরের - --,যশোরের ----।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৯

ইমানুয়েল নিমো বলেছেন: আমি টাঙ্গাইলের নিমো।
বগুড়ার সখিনা
নাটোরের বনলতা
যশোরের কুলসুম
কুমিল্লার সোনাবানু
রাজশাহীর জোলেখা-

তুমরা সবাই এখন কুতায় ?

৭২| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ইয়া ধিচকাও ধিচকাও ও ও ও ও ও ও ও!!!!

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৫

ইমানুয়েল নিমো বলেছেন: এত খুশি ক্যান ভাইজান ? ঘটনা কি ?? জাতি জানতে চায়!

৭৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: দুক্ষে থাকার কিছু নাই ! তাই খুশিতে আছি!

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৮

ইমানুয়েল নিমো বলেছেন: আপনার মন্তব্য অনেক ভালো লাগল।

৭৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি টাঙ্গাইলের নিমো।
বগুড়ার সখিনা
নাটোরের বনলতা
যশোরের কুলসুম
কুমিল্লার সোনাবানু
রাজশাহীর জোলেখা-

তুমরা সবাই এখন কুতায় ? =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫০

ইমানুয়েল নিমো বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~





আপনার বাড়ি কুতায় ? B-) B-) B-)

৭৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৯

নিয়েল হিমু বলেছেন: এইখানে এতো হুল্লুগুল্লু কিসের ? :-P

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫৪

ইমানুয়েল নিমো বলেছেন: এখানে গ্যাজানো হচ্ছে। আপনিও মন খুলে গ্যাজান !






তয়, ভাইজান, আমরা কিন্তু 'হুল্লুগুল্লু' করতাসি না।

৭৬| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২০

ভুদাই আমি বলেছেন: জানিয়ে গেলাম বসে আছি আমি................











এবার কিন্তু কফি খাবে।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০১

ইমানুয়েল নিমো বলেছেন: চা খাইলেন। আবার কফি খাইবেন ?



কফি দিতে আমার কুনু আপত্তি নাই। কিন্তু কফি খাইয়া, ঘুম না আইসা যদি বউয়ের বকা খান, তাইলে কিন্তু কইবার পারবেন না যে টাঙ্গাইলা পোলা খারাপ !

৭৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১৫

ভুদাই আমি বলেছেন: ঘুম না আসলে বকবে কেন??



আপনি দেহি কুচ্চু বুঝেন না.................



একদমই নাবালক.................................




চাও চলবে............ তবে লিকারটা একটু গাঢ় লাগবে

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩৪

ইমানুয়েল নিমো বলেছেন: :-B :-B :-B :-B :-B





গ্যালারীতে সবাইরে চা দিতে দিতে আমার লেবু আদা দুধ সবই ফুরাইয়া গ্যাছে। আপ্নেরে ইসপেশাল মরিচ চা বানাইয়া দেই ভাইজান? ভাবিরও কামে লাগবো! :-B :-B :-B

৭৮| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪০

আমি ব্লগার হইছি! বলেছেন: আমারও চা খাতি ইচ্ছা করছে। এখেনে কি ফিরি ফিরি চা পাওয়ার কোন সিষ্টেম আছে?

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০৭

ইমানুয়েল নিমো বলেছেন: এইখানে চা তো রিলিফের মাল। যত খুশি নিয়া খান। তয়, গার্ল-ফেরেনড নিয়া আসলে চায়ের লগে বিস্কুট ফ্রি। নইলে আপ্নার গার্ল-ফেরেনড আমারে কিপটা কইব।

৭৯| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৯

ভুদাই আমি বলেছেন: গ্যজানো চললে .....................







গ্যজানো চলবে............. বানান যতই ভুল হোক

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০৭

ইমানুয়েল নিমো বলেছেন: জয় বাবা গ্যাজানি !

৮০| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৮

ভুদাই আমি বলেছেন: সবাই কোথায়.....................??

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯

ইমানুয়েল নিমো বলেছেন: এখন থেকে গ্যাজানির আপডেট নিয়ে গল্প হবে! ভুদাই আমি ভাই। আমি আজকেও চইলা আসছি।

৮১| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১১

শাহরিয়ার রিয়াদ বলেছেন:

আমি চেয়ার টাইনা বইলাম। কিন্তু বাকিরা কই?

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮

ইমানুয়েল নিমো বলেছেন: বাকিরা সবাই চলে আসবেন। আপনি গ্যালারীতে বসেন। চা- পান- সিগারেট ফ্রি আছে।

৮২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩১

শাহরিয়ার রিয়াদ বলেছেন:

ফ্রি আছে আগে থেকে বলবেন না? আমি ফ্লাস্ক আর পুরা প্যাকেট বেনসিন নিয়া আসছি। খাড়ান, এইগুলা বাসায় রাইখা আসি। পোলাপাইন ফ্রি মনে কইরা আবার এইগুলা খাওন শুরু করবো।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪১

ইমানুয়েল নিমো বলেছেন: আপনি তারাতারি রাইখ্যা আসেন। পুলাপাইনরে দিয়া কুনু ভরসা নাই। আপনার চা-সিগারেট ফ্রি খাইয়া আবার আবদার করব আইসক্রিমের।

৮৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৮

ভুদাই আমি বলেছেন: হব্বাই চলে আইছে দেহি.....................









মুই এখন কুতি??

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৩

ইমানুয়েল নিমো বলেছেন: আপ্নে এখন গ্যাজানিয়া ব্লগে আছেন। অপেক্ষা করেন, আরও অনেকে চলে আসবেন গ্যাজাইতে।

৮৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৪

ভুদাই আমি বলেছেন: গেলারির চুপা সেটটা কইগো???











একটু আরাম করে হুকা (হুম্মান কদের চৌধুরী না) খাইতে মুন্চায়............

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৬

ইমানুয়েল নিমো বলেছেন: গেলারির চুপা কই সেইটাই জানেন না ? আপনার নামের সার্থকতা প্রমানিত হইল !!!




হুক্কা খাইবেন ? আমারেও দুই একটা টান দিতে দিয়েন।

৮৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০২

নূর আদনান বলেছেন: আমিও কিন্তুক আছি

আমার চা-কফি কুম্মে...................

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৫

ইমানুয়েল নিমো বলেছেন: মারহাবা। মারহাবা। স্বাগতম সুস্বাগতম।






গ্যালারির চুপায় দ্যাখেন 'ভুদাই আমি' ভাইজান হুকা নিয়ে বসে আছেন। আপনি হুক্কা টানতে থাকেন, এই ফাঁকে আমি চা- কফি নিয়ে আসতেছি।

৮৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৭

ভুদাই আমি বলেছেন: আজ গেজানো জমছে না।













গাঁজা ছাঢ়া কী গাজানো যায়?

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪০

ইমানুয়েল নিমো বলেছেন: ঠিক আজ গ্যাঁজানো জমতেছেনা। পাব্লিকের মনে হয় গ্যাজানির টাইম নাই।




মডু এত রাতে মনে হয় ঘুমাইতেছে। আপ্নি গাঁজা নিয়ে আসেন তারাতারি !!

৮৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৩

নূর আদনান বলেছেন: সবাই কি ঘুমে কাইত হইয়া গেছে নাকি.....? :-B B:-)

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০৫

ইমানুয়েল নিমো বলেছেন: ঘুমে কাইত হইয়া গেছে ! :-B :-B B:-/

৮৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৫

নূর আদনান বলেছেন: আছেন নাকি গেছেন ??

০৬ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩০

ইমানুয়েল নিমো বলেছেন: আছিরে ভাই। সকাল হলে চলে যাব।

৮৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৬

ভুদাই আমি বলেছেন: মুই অহনও আছি...........














দেখতাছি কে কি করে?........




কেউ কিছু না বলেই চলে গেল?? নিস্টুর............।

০৬ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩২

ইমানুয়েল নিমো বলেছেন: আপনার লগে আমিও আছি। ঘুমাই নাই। অনেক রাত হইছে। কারু কোন সাড়াশব্দ নাই।

৯০| ০৬ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি আছি ;) ;) ;)

০৬ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৫

ইমানুয়েল নিমো বলেছেন: সক্কাল হইয়া গ্যাচে। সবার গ্যাজানি শেষ। আর আপ্নে আইছেন এখন ? এতক্ষণ কুতায় ছিলেন।

৯১| ০৬ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:২১

নূর আদনান বলেছেন: এখনো আছি কিন্তুক

(এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা) উনি ঘুম পাইরে তারপর আসতেছেন.... /:) /:)

আমরা এসব বুজ্জি... /:)

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৭

ইমানুয়েল নিমো বলেছেন: আমিও বুজ্জতে পারলাম !

৯২| ০৬ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:৩৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@নূর আদনান,

আমি সন্ধ্যায় ঘুমাই না ;) ;) B-)

৯৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২১

এম মশিউর বলেছেন: কিসের গ্যাজানি?

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩১

ইমানুয়েল নিমো বলেছেন: গ্যাজানির কোন বিষয়বস্তু নাই। আপনার যা মন চায় তাই নিয়েই গ্যাজিয়ে যান !

৯৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৩

ইমানুয়েল নিমো বলেছেন: আজকে দেখি কেউ নাই। ভাবছিলাম, গ্যাজানির গল্প নিয়ে আজকে দ্বিতীয় আপডেট দিব। নাহ, থাক। গ্যাজাইতে যদি কাউকে না পাওয়া যায় তবে গ্যাজানি দিন কয়েকের জন্য বন্ধ রাখব। তাই, আপাতত দেখা যাক।

৯৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০৯

ভুদাই আমি বলেছেন: লগ ইন করার ইচ্ছা ছিল না......................... কেউ দেখি গেজাতে চাই না। সবাই ব্যস্ত।....................।




কিন্তু ইমো বাই.... থুক্কু..... নিমো ভাই এর দুঃখ দেখে আর চুপ থাকতে পারলাম না।.............।



আজ ছা খপি খিচ্চুই কাবো না................

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৪

ইমানুয়েল নিমো বলেছেন: :( :( :((

৯৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
;) ;) ;)

৯৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৩

নিয়েল হিমু বলেছেন: ;) ;) ;)

৯৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮

ভুদাই আমি বলেছেন: আজ প্রথমে আর কমেন্ট করবো না।




আমি শুধু ভুদাইয়ের মতো বসে থাকি......................... আর কেউ আসে না।





মুই আইজকা কালুকাকার পানের দুকানে আড্ডু দিবো।....।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৩

ইমানুয়েল নিমো বলেছেন: কমেন্ট তো আপনার অলরেডি হয়ে গেছে! শুধু তো আপনি না, আমিও ভুদাইয়ের মত বসে থাকি- আর কেউ আসে না। দেখা যাক, আজকে কি হয়।




কালুকাকার পানের দুকানে আড্ডু দিবেন ক্যান ? কালুকাকারেই এখানে নিয়ে আসেন। তাহলে দেখবেন গ্যাজানির পাব্লিকের অভাব হবে না।

৯৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০

নূর আদনান বলেছেন: আমি চইলা আইছি,

তারপর কন দেখি কি অবস্থা আপনাদের..........

দেখি ক্যাডা ক্যাডা আসে আজকে...................

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

ইমানুয়েল নিমো বলেছেন: হে হে হে। আপনি চইলা আইছেন দেইখা ভালা লাগলো।

১০০| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২

আমি ব্লগার হইছি! বলেছেন: কি নিয়ে গেজাবো আজকে?

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪

ইমানুয়েল নিমো বলেছেন: কি নিয়া গ্যাজান যায়, আপ্নিই বইলা দেন। এক কাজ করেন, 'আমি ব্লগার হইছি!' মানে আপনি কি জন্য ব্লগার হইছেন এইডা নিয়া কিছু বলেন!!

১০১| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬

নূর আদনান বলেছেন: আমার মনে হয় আড্ডার একটা টপিক থাকা প্রয়োজন, তাছাড়া জমবে না

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪১

ইমানুয়েল নিমো বলেছেন: চিন্তায় মাথা চুকাইতেছি

১০২| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৭

বশর সিদ্দিকী বলেছেন: আমি একজন পারফেক্ট ব্লগিয় লুল হইবার চাই। এইটার উপর একটা জ্ঞান গর্ভ আলোচনা করেন তো দেখি। লুল না হইলে তো দেখি প্রেম ট্রেম করা যাইবো না।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৩

ইমানুয়েল নিমো বলেছেন: 'পারফেক্ট ব্লগিয় লুল' ? এক্কেরে মনের কতাডা কইছেন ভাইজান। তাহলে শুরু করেন।





ব্লগে পেরেম করা আমার বহুত দিনের সখ !

১০৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৩

আহমেদ নিশো বলেছেন: নূর আদনান বলেছেন: আমার মনে হয় আড্ডার একটা টপিক থাকা প্রয়োজন, তাছাড়া জমবে না।
সহমত।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৫

ইমানুয়েল নিমো বলেছেন: আমিও সহমত। ভালো একটা টপিক পেলে গ্যাজাইতে ভালো লাগবে।

১০৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৮

বশর সিদ্দিকী বলেছেন: ব্লগে পেরেম করতে হইলে আগে লুলামি শিখতে হইবে। সেইটার কোর্স কার কাছে করা যায় তার বুদ্ধি দেন। =p~ =p~ =p~

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৭

ইমানুয়েল নিমো বলেছেন: হে হে হে। ব্লগে পইরা আছি আইজক্যা ম্যালা দিন হইল। তাই কিছু কিছু জানি কেমতে লুলামি শিখা যায়। আমি কিছু পয়েন্ট দিতাছি। চেষ্টা কইরা দেখতে পারেন। আর যদি একটার বেশী মাইয়া পটাইতে পারেন, তাইলে কিন্তু আমারে ভাগ দেয়া লাগবো!


টেরাই মারেন-
# নোটপ্যাড খুইলা ব্লগের মাইয়াগো একটা লিস্টি বানান, নতুন আর পুরাতন।অবশ্য যারা আন্টি হয়ে যাবেন, তাদের লিস্টির বাইরে রাখেন। পরকিয়া ভালা না!

# তারপর, সামু খুইলাই ঐ লিস্টি ফলো করবেন, মানে সবার ব্লগে নিয়ম কইরা ঘুইরা আসবেন। আলু-পটোল-টম্যাটো যাই পোস্ট করুক না কেন তাতে মন্তব্য করবেন।

# মন্তব্বগুলা হইব এই রকম- আপনি এত সুন্দর লেখেন কিভাবে, লেখাটা যে আমার কি ভালো লাগলো, ব্লগে এত বছর ধরে আছি কিন্তু আপনার মত একটা কবিতা পেলাম না, যে হাত দিয়া রান্না বান্না করেন সে হাত দিয়ে এত সুন্দর লেখেন কিভাবে, রবীন্দ্রনাথ যদি আজকে বেঁচে থাকতেন তবে আপনার লেখায় কমেন্ট দিয়া ভইরা ফালাইতেন !!!


বাকি গুলা পরে বলতাছি!

১০৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৪

ভুদাই আমি বলেছেন: নাহ...................





আর পারছি না...........




কালুকাকুর পানের দোকানে অনেক মশা..............
বাধ্য হয়েই চলে আসতে হলো..........।

হুকাটা দে তো রে বাবা................।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২১

ইমানুয়েল নিমো বলেছেন: এই নেন আপনার হুক্কা। হুক্কার মসলাপাতি ঠিক মত হইছে কিনা বইলেন।




মিয়া ভাই, হুক্কা টানেন আর বইসা বইসা চিন্তা করেন- ব্লগের মাইয়াগো কেমতে পটানো যায়। বহুত টেনশনে আছি হক্কলে।

১০৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০৬

নূর আদনান বলেছেন: হাহাহ্ হা হা হা.........আপনার টিপস্ ভাল লাগল :D =p~ =p~

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩৮

ইমানুয়েল নিমো বলেছেন: টেরাই মাইরা দ্যাখেন। কাম না হইলে ১০০% মূল্য ফেরত !

১০৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪৩

ভুদাই আমি বলেছেন: ভাই........... একটা প্রশ্ন রইলো আপনাদের কাছে । উত্তর দিবেন সবাই। যদিও পরে আমি দিয়ে দিবো্..........



এক ছোট মেয়ে তার বাবাকে জিজ্ঞাসা করলো.... “বাবা.. একটা ছেলে ১০ টা মেয়ের সাথে প্রেম করলে কিছু হয় না কিন্তু একটা মেয়ে ১০ টা ছেলের সাথে প্রেম করলে এতো খারাপ বলে কেন?”


বাবা এখন কি উত্তর দেবে??

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৪

ইমানুয়েল নিমো বলেছেন: একটা ছেলে ১০ টা মাইয়ার লগে প্রেম কইরা যদি ১০ টারেই বিয়া করে, পরে যদি ১০০ টা পুলাপানও হয়, তয় পুলাপানের বাপ কিন্তু একটাই হইব।


আর একটা মাইয়া যদি ১০ টা পুলার লগে পেরেম কইরা ১০ টারেই বিয়া করে ১০০ টা পুলাপান বানায়, তয় কার বাপ কেডা হইব আগে এইটার উওর দ্যান !!!

১০৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৯

নূর আদনান বলেছেন: এই সম্পর্কে আমার যুক্তি আলাদা। তাবে অনেকে যুক্তি দেখায় যে,

একটা তালা যদি ১০ টা চাবি দিয়ে খোলা যায়
তবে সে তালা নষ্ট,
আর একটা চাবি দিয়ে যদি ১০ টা তালা খোলা যায়
তবে সেটা "মাষ্টার কী"


হায়রে পুরুষত্ব.........................

০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৯

ইমানুয়েল নিমো বলেছেন: :-P :-P =p~ =p~ =p~

১০৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:২২

নূর আদনান বলেছেন: এখন একটু আমার এই পোষ্টে যেয়ে পরামর্শ দেন তো জ্বালায় আছি

০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৭

ইমানুয়েল নিমো বলেছেন: টর দিয়েও অনেক চেষ্টা চালালাম, কিন্তু আপনার লিঙ্ক ওপেন হচ্ছে না। লিঙ্ক কি ঠিক আছে ? একবার চেক করেন তো

১১০| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার কমেন্টের উত্তর নাই /:)

০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৬

ইমানুয়েল নিমো বলেছেন: যাক, ধন্যবাদ। অবশেষে আপনাকে পেলাম।





কেমন আসেন এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ?

১১১| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৩

নূর আদনান বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা

কে বল্ল নাই চোখটা কচলিয়ে আর একবার দেখেন তো

আচ্ছা আপনি কি ডক্টর................!? =p~

১১২| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@ নূর আদনান,

এই পোষ্টের কমেন্ট /:)

আমি হবু ডক্টর :!> :!> :!> :#> :#> :#>

১১৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৯

নূর আদনান বলেছেন: কই গেলেন.............

৩ টা উত্তর দিছি খুশি তো B-)

১১৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@নূর আদনান,

হ্যা :P :#>

১১৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪২

নূর আদনান বলেছেন: আরে আপনাকেই তো খুজতিছিলাম......
এত দিন কোথায় ছিলেন.... B-)

এখন বলেন তো কিতা করন যায় ? ?

এখন থেকেই প্রাকটিস শুরু কইরে দেন

১১৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@নূর আদনান,

আমার এখনও ১০ বছর বাকি আছে =p~ =p~ =p~ এখন প্র্যাকটিস করলে নির্ঘাত বিপদে পড়বেন =p~ =p~ =p~ B-))

১১৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৭

নূর আদনান বলেছেন: @ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা

আরে ব্যপার না মাত্র ১০বছর তো..... :)

১১৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল, ইমানুয়েল নিমো। আপনি কেমন আছেন? কুতায় ছিলেন? :-0 :-0 :-0

০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৫

ইমানুয়েল নিমো বলেছেন: জী, আমি ভালো আছি। রাত জেগে বই পড়ার পুরানা পাপী আমি। এরই ফাঁকে ফাঁকে ব্লগে আসছি গ্যাজাইতে। তাই মন্তব্যের উওর দিতে বিলম্ব হচ্ছে।

১১৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@নূর আদনান ,

আপনিও ১০ বছর অপেক্ষা করেন।

আরে ব্যপার না মাত্র ১০বছর তো..... B-)) B-)) B-)) B-)) B-))

১২০| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫১

নূর আদনান বলেছেন: ওনার তো কুনো খবরই নাই.......

১২১| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
উনি এসেছেন। আপনার ভুয়া লিঙ্ক ওপেন করার চেষ্টা করছেন :#) :#) :#)

১২২| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৪

নূর আদনান বলেছেন: লিংক ঠিক ছিল না ভাই এখানে গুতো দেন তো

০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৮

ইমানুয়েল নিমো বলেছেন: আপনার সমস্যার সমাধান পাইছি !





সুন্দরী কোন মেয়ে দেখে হা করে তাকিয়ে থাকেন
এখন ভাবেন সে আপনার ভাবী লাগে
ফলাফল- আপনি ক্যোঁৎ করে ঢোক গিলে ফেলবেন।
মাছের কাঁটা পেটে চালান হয়ে যাবে!!

১২৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০০

নূর আদনান বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা

১০ বছর অপেক্ষা করতে বল্লেন!!!! কেন তখন ভিজিট পাবেন বলে ? সামান্য ভিজিটের জন্য আপনি ১০ বছর পর রোগী দেখবে ?!! এটা কুনু কতা কইলেন ?!!

১২৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০০

নূর আদনান বলেছেন: :P :P =p~ =p~ =p~ =p~ =p~

১২৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@নূর আদনান,

এখন নিব না, এটা কে বলল? ;) ;) ;) ;) ;)

পড়ালেখা করতে গেলাম, সবাই দোয়া করবেন।

১২৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৩

নূর আদনান বলেছেন: ভাই রে কতবার ঢোক গিলন হইছে তাহার ইয়ত্তা নাই :( ........কিন্তু মাছের কাঁটা তো চালান হয়না :((

১২৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৫

নূর আদনান বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা

তাইলে একটা প্রেসক্রিপশন লেইখা দেন তো দেখি

১২৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:১০

নূর আদনান বলেছেন: নিমো ভাই, আপনি এত রাইত জাইগা করেন ডা কি? আপনের টিপস টেরাই করতে গেলে আবার সুন্দরি মাইয়া লাগবে, সেটা এখন কোথায় পাব? :|

আইজ তাইলে যাই গা। আযান দিছে নামাজ পইড়া ভদ্র ছেলের মতো ঘুমাতে যেতে হবে

ভাল থাইকেন আপনেরা

০৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৪

ইমানুয়েল নিমো বলেছেন: চলে যাবেন ? ঠিক আছে ভাই। ভালো থাকবেন সবসময়।




শুভ রাত্রি।

১২৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
;) ;) ;)

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৫

ইমানুয়েল নিমো বলেছেন: আপ্নাকেই খুজছে গ্যাজানিয়া সবাই !

১৩০| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৫

নূর আদনান বলেছেন: আমি চইলে আচ্ছি.................

আপনেরা কোম্মে......?

আমি তাইলে একটু বিরতিতে যাই আপনেরা এর মধ্যে আইসা পড়েন.....

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৮

ইমানুয়েল নিমো বলেছেন: আদনানা ভাই, আজ একটু দেরি হয়ে গেল। অবশ্য সমস্যা নাই, সারা রাত আছি গ্যাজাইতে। দেখি, আজ গ্যাজাইতে কে কে আসেন আমাদের সাথে।

১৩১| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০

ভুদাই আমি বলেছেন: মুই তো অনেক আগেই আইতে চাইছিনু.....................


কিন্তু যানজটে পড়েছিনু....................।

আজও ফাস্ট হতি পারলুম না........

ছামবুডি খিল মি.......................... :-B

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫১

ইমানুয়েল নিমো বলেছেন: আইজকা আমার নেট এ সমস্যা হইতাছে। সামু ওপেন হইতে চায় না। কি যে করি।




আপনাকে পেয়ে ভাল্লাগছে ভাই। গতকাল কুতায় ছিলেন ?

১৩২| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৫

আমি ব্লগার হইছি! বলেছেন: কি খবর? সবাই কেমন আছেন?

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২

ইমানুয়েল নিমো বলেছেন: আমরা সবাই তো ভালাই আছে। আপনি কেমুন আচেন ??

১৩৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২১

ভুদাই আমি বলেছেন: আপনাদের সাথে তো আড্ডু দিতেই মুন্চায়। কিন্তু কিতা কুরমু........... ওদিকে কালুকাকার পানের দুকানে সবাই পুথির আছর বচাইছে.................


ওদীকে ইকটু সুমুয় দিতি গেছুনু................ তাই দেরী হয়ে গেচে

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪১

ইমানুয়েল নিমো বলেছেন: বলেন কি ? কালুকাকার পানের দোকানে পুথির আসর ?? আমিও যামু কালুকাকার দোকানে।

১৩৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৩১

নূর আদনান বলেছেন: সামু অনেক্ষন প্রবলেম করতেছিল তাই, এতক্ষন এইদিকে আসি নাই

আপনারা কই গেলেন.......

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫১

ইমানুয়েল নিমো বলেছেন: ঠিক, আজকে সামু অনেক প্রবলেম করছে। আমি এখন পর্যন্ত আছি রে ভাই।

১৩৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৩৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি আছি।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫২

ইমানুয়েল নিমো বলেছেন: আমিও আছি !

১৩৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৯

ভুদাই আমি বলেছেন: ভাই.................

হব্বাই পুথি শুনতে শুনতে ঘুমিয়ে পরেছে মনে হয়।


আমিও ঘুমাই............

গেলাম ভাই..................

০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৭

ইমানুয়েল নিমো বলেছেন: আপ্নের ঘুম পাইছে ? আমি তো এখন পর্যন্ত কালুকাকার চায়ের দোকানে বসে পুথি পাঠ সুন্তেছি। পুথি পাঠ শেষ হলে আমিও চলে যামু।



ভালো থাকবেন ভাই।

১৩৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৫

নূর আদনান বলেছেন: নিমো ভাই, গেলাম সকাল তো হইয়াই গেল।

ভাল থাইকেন

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩

ইমানুয়েল নিমো বলেছেন: আপনিও ভালো থাকবেন ভাই।

১৩৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৭

বশর সিদ্দিকী বলেছেন: আছেন নাকি??

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৬

ইমানুয়েল নিমো বলেছেন: আছি রে ভাই। আজকের আড্ডায় আপনি ফাস্ট! আপনার জন্য একটা ললিপপ। বইসা বইসা চুষতে থাকেন! সবাই আসলে তারপর গ্যাজানি হপে !




আপনি কেমন আছেন ভাই ?

১৩৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৩

বশর সিদ্দিকী বলেছেন: ললিপপ চুষতে পারুম না। ওইটা ছানি লিওনরে দিলাম।

ভাল নাই ভাই। ভোটার আইডি কার্ড হারাইয়া ফেলসিলাম। আজকে গেলাম তুলতে। ঢাকা শহর পইচা গেছে ভাই। এত জাম কি কমু

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৫

ইমানুয়েল নিমো বলেছেন: ছানি লিওনরে?? :P :P =p~ =p~



ঢাকা শহর ? আহা। অনেক দিন হল দেখিনা প্রিয় ঢাকা কে ।

১৪০| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালা আছেন ভাই?

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪

ইমানুয়েল নিমো বলেছেন: ভালা আছি ভাই। আপনি কেমন আছেন ?

১৪১| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৮

ভুদাই আমি বলেছেন: ললিপুপ............ চানি লেওন........................ খাই না মাখে............. কুচ্চুই বুঝনুনা।

দেখপার মুন চায়............ সামবুডি খিল মি.....





তয় এই এজেন্ডা লইয়া গেজানো বাদ............


কেমন আছেন আপনারা??

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৭

ইমানুয়েল নিমো বলেছেন: ভালো আছি রে ভাই। তবে গ্যাজানি দুই দিন ধরে জমছে না। তাই ভাবছি, কয়েকদিন বিরতি দেয়া যাক


আপনি কেমন আসেন ভাই ?

১৪২| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৯

ভুদাই আমি বলেছেন: হব্বাই মুনেঅয় ইইইদ কাইতে বাড়ি গেছে গা.......... কেউ তো আর গেজাতে আসে না।




কয়েকদিনের জন্য গেজানোটাকে গুড বাই.............

বাড়ি যাচ্ছি............ দোয়া করবেন। বাই বাই........।

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০০

ইমানুয়েল নিমো বলেছেন: আমিও তাই গ্যাজানি কয়েকদিনের জন্য বন্ধ রাখছি। পরে আবার শুরু করব।




আহা, বাড়িতে সবার সাথে ঈদ করার মজাই আলাদা। আজ কতগুলো বছর হয়ে গেল একা একা ঈদ করছি আমি.। যা হোক, আপনার জন্য শুভকামনা রইল ভাই। অগ্রিম ঈদ মোবারক।

১৪৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৬

বশর সিদ্দিকী বলেছেন: ইদ (গরু) মোবারক। ভাল থাকবেন।

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০০

ইমানুয়েল নিমো বলেছেন: ঈদ মোবারক। তবে গরুর মাংস বেশী খাবেন না !!!

১৪৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হাই......

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৭

ইমানুয়েল নিমো বলেছেন: হ্যালো। কেমন আছেন ? অগ্রিম ঈদ মোবারক।



১৪৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
খারাপ আছি, ঈদ মুবারাক।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৯

ইমানুয়েল নিমো বলেছেন: খারাপ আছেন ?


আল্লাহ আপনাকে সব সময় ভালো থাকার তৌফিক দান করুন।

১৪৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: খবর কি ভাইসাব?

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০০

ইমানুয়েল নিমো বলেছেন: জী ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন ?

১৪৭| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩১

ভুদাই আমি বলেছেন: কিতা কথা এটা..................

হব্বাই তো দেহি আছে............



তয় গেজানী বন্ধ হবে কেন?

গেজানী চলবে................



হাম্বা...............

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০১

ইমানুয়েল নিমো বলেছেন: গেজানি চলবে।


সবাই আছে, কিন্তু আমি ছিলাম না। আফসোস।

১৪৮| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৬

নূর আদনান বলেছেন: আমি কিন্তুক আছ...... B-)

কি অবস্থা আপনাদের ?

ঈদ মুবারাক।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০২

ইমানুয়েল নিমো বলেছেন: নূর আদনান ভাই যে। কেমন আছেন ?


আপনাকে অগ্রিম ঈদ মোবারক।

১৪৯| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৫

নূর আদনান বলেছেন: নিমো ভাইর যে কোন সারা শব্দ নাই...............

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০৬

ইমানুয়েল নিমো বলেছেন: আমাদের এখানে এখন একটু একটু শীত পরতে শুরু করছে। প্রতি বছর ঠিক এই সময়ে আমারা ব্যাটমিন্টন খেলা শুরু করি। আজকেও তাই ব্যাটমিন্টন খেললাম। আমার খুব খুব প্রিয় খেলা এটি। এ জন্য আজ নেট এ বসতে পারিনাই।এখন আছি।

১৫০| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫০

ভুদাই আমি বলেছেন: ইমো ভাইয়ের নিমো নষ্ট হয়ে গেছে গা...............




মেকারের কাছে গেছে ঠিক করে আনতে...............




মুই..........দেখে আনু এহনই........

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১৯

ইমানুয়েল নিমো বলেছেন: হা হা হা। আপনার মন্তব্য গুলো পড়তে খুব ভালো লাগে !



কেমন আছেন ভাই। ইদের প্রস্তুতি কেমন চলছে আপনার ? এবার ইদের জন্য আপনার কোনটা- গরু, ছাগল, মহিষ, উট নাকি দুম্বা ?

যদি গরু হয় তবে বেশী মাংস খাবেন না !

ছাগল হলে একটু আগে একটু দেখে নিবেন- সেটা আওয়ামি লীগের, বি এন পি নাকি জামাতের ছাগল। তারপর সে অনুপাতে মাংস খাবেন !

মহিষ বড়ই নিরীহ প্রাণী। এটা নিয়ে কিছু বলার নাই।

উট আর দুম্বা একটু দেখবেন- সেটা কি রাজস্থানের নাকি আরবের ? রাজস্থানের হলে দেখবেন সেটার এইডস আছে কিনা ! আর যদি আরবের হয়- ইয়ে থাক, আর বইল্যা কাম নাই!!

১৫১| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫০

নূর আদনান বলেছেন: ইসস্....... ওইটা তো আমারো প্রিয় খেলা....... আগে খেলতাম..... কিন্তু এখন আর খেলার সুযোগ হবে না........ :( :(

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:১২

ইমানুয়েল নিমো বলেছেন: আপনার জন্য সত্যি আফসোস লাগছে। আমি দেশের বাইরে আছি এবং এমন এক দেশে আছি যেখান এ খেলার কোন প্রচলন নেই। তবে আমার এখানে বেশ ভালো কিছু খেলোয়াড় আছেন, সবার মিলিত উদ্যোগে প্রায় ৪ বছর ধরে প্রতি শিতের সময় আমরা নিয়মিত খেলছি। দাবা আর ব্যাটমিন্টন এ দুটো খেলা আমার শুধু প্রিয়ই না- বলতে পারেন এ দুটোকে আমি ভালবাসি। দাবাতে আমি আঞ্চলিক পর্যায়ে খেলেছি, কিন্তু ব্যাটমিন্টন অতটা না হলেও মোটামুটি ভালোই খেলতে পারি।

১৫২| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কালকে নাকি ঈদ।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৫

ইমানুয়েল নিমো বলেছেন: কাল আমাদের এখানে ঈদ। বাংলাদেশে ঈদ হবে পরশুদিন।

ঈদে এবার কোনটা নিলেন- গরু, ছাগল, মহিষ, উট নাকি অন্য কিছু?

১৫৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি বাংলাদেশে থাকি না। কালকে আমার ঈদ। আমি জানি না। আপনার কি?

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪

ইমানুয়েল নিমো বলেছেন: আমি জানি আপনি বাংলাদেশে থাকেন না। আপনার এবং আমার দুজনেরই ঈদ হবে কালকে।



আমার পক্ষ থেকে কিছুই নেই। প্রবাসি তো । তবে দেশের বাড়িতে গরু হবে !

১৫৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২০

কালোপরী বলেছেন: :)

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৭

ইমানুয়েল নিমো বলেছেন: কালোপরী(জীবনেও শুনি নাই, পরী আবার কালো হয়!) যে ! কেমন আছেন আপনি।


ঈদের শুভেচ্ছা রইল।

১৫৫| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৭

কালোপরী বলেছেন: ঈদের শুভেচ্ছা :)


ভাল আছি


আপনি কেমন আছেন

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৮

ইমানুয়েল নিমো বলেছেন: আল্লাহ্‌র অশেষ রহমতে ভালোই আছি। আপনাকে অনেক ধন্যবাদ।

১৫৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৩

ভবঘুরের ঠিকানা বলেছেন: ঘুরতে ঘুরতে চলে এলাম আপনাদের আড্ডায়। কেমন আছেন সবাই?

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২

ইমানুয়েল নিমো বলেছেন: কেমন আছেন ভাই ? আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে। আশা করি আমাদের গ্যাজানিয়ার আসরে সামনে আরও পাব আপনাকে।



আপনার জন্য অনেক শুভকামনা রইল।(আপনার ছোটগল্পগুলোর একনিষ্ঠ পাঠক আমি।এত সুন্দর লেখেন কিভাবে ??)

১৫৭| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ক্রিকেট টিম নিয়ে খুব ঝামেলায় আচ্ছি । আড্ডা দেয়ার সময় পাই কোথায় বলেন তো। :) আচ্ছা আপনি কিনেছেন গরু না খাশি :) :)

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮

ইমানুয়েল নিমো বলেছেন: আমিও ক্রিকেট খেলবার চাই, কিন্তু কেউ আমারে দলে নেয় না। :(( :(( :((


প্রবাসী তো, তাই কোনটাই কেনা হয়নি। দেশে অবশ্য গরু কেনা হয়েছে। আপনি কোনটা ?

১৫৮| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: B-)) B-)) B-)) B-))


মাঝেমধ্যে দেইখা যাই কি হয় এইখানে ......

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২২

ইমানুয়েল নিমো বলেছেন: এইখানে গ্যাজানো হয়!

১৫৯| ১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৭

ভবঘুরের ঠিকানা বলেছেন: ঈদ কেমন কাটল ভাই ? আপনার গ্যাজানিয়া আপডেট পড়ে মজা পেলাম। তবে আপডেট আর দিচ্ছেন না কেন? কয়েকদিন ধরে দেখনি একই আইডিয়া নিয়ে অনেকেই লেখছে। তবে আপনারটার শুরু অনেক সুন্দর হয়েছে। অপেক্ষার থাকলাম আপডেট মিলিয়ে বাকি গল্পটুকু পড়ার।


শুভকামনা রইল।


১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০১

ইমানুয়েল নিমো বলেছেন: ধন্যবাদ।

১৬০| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১৮

হাসান তারেক বলেছেন: বাপরে বাপরে এত্তো খমেনটো ফাইলেন যে ুিিিিিি

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৪

ইমানুয়েল নিমো বলেছেন: কেমন আছেন ? গ্যাজানের টাইম থাকলে বসেন।

১৬১| ১৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:০০

নূর আদনান বলেছেন: নিমো ভাই কেমুন আছেন.......?


আচ্ছা আড্ডা তো জমতেছে না তই না? আমার মনে হয় আড্ডার একটা টপিক থাকা দরকার, আপনি কি বলেন? সমনে দিন থেকে একটা করে টপিক দিয়েন....

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:১৯

ইমানুয়েল নিমো বলেছেন: নূর আদনান ভাই, কেমন আছেন?


আড্ডা থেকে দিন কয়েকের জন্য ছুটি নিলাম। আপনাদের গ্যাজানির জন্য এই পোস্ট রয়ে গেল!

১৬২| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪১

অস্পিসাস প্রেইস বলেছেন:
এই পোস্ট এতদিন আমার নজরে পড়ে নাই। আফসোস!

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:২১

ইমানুয়েল নিমো বলেছেন: হা হা হা। এখন নজরে পড়েছে তো ভাই? আশা করি মাঝে মাঝে সময় পেলে এখানে এসে গ্যাজিয়ে যাবেন।

গ্যাজানি চলবে নিয়মিত... গ্যাজানি কখনও বন্ধ হবে না!


শুভ কামনা রইল।

১৬৩| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সবাই কেমন আছেন?

১৬৪| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সবাই কেমন আছেন?

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:২৫

ইমানুয়েল নিমো বলেছেন: সবাই মনে হয় ভালোই আছেন।


(আমারে কিছু জিগায়লেন না তো তাই বললাম না, 'আমি ভালা নাই!')

১৬৫| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:১৫

ইমানুয়েল নিমো বলেছেন: গ্যাজানি থেকে দিন কয়েকের জন্য ছুটি নিলাম। এই ফাঁকে 'পণ্ডিত মশাইয়ের তিন ঠ্যাং ওয়ালা ছাগল' এর আপডেট- ২ দিব। এখন পর্যন্ত যে সকল শ্রদ্ধেয় ব্লগাররা গ্যাজিয়ে গেছেন এ পোস্টে তাদের সবাইকে যোগ করা হবে ২য় আপডেটে।


গ্যাজানি যেন না থেমে যায়! সবাই জোরে বলুন, জয় বাবা গ্যাজানি!!

১৬৬| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

ভুদাই আমি বলেছেন: গেজানি করতে মুন্চায়। কেউ কি আছে ইকটু কানি গেজাতে হেল্পাতে?

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:০৮

ইমানুয়েল নিমো বলেছেন: অফিসের কাজে একটু ব্যস্ত, তাই সময় পাইনা গ্যাজানির।



সামনে দেখা হবে।
ভাল থাকবেন অনেক অনেক প্রিয় ভুদাই আমি ভাই।

১৬৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৩

নূর আদনান বলেছেন: কিতা খবর ভাই...

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০০

ইমানুয়েল নিমো বলেছেন: কেমন আছেন নূর আদনান ভাই ?

১৬৮| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১১

ভুদাই আমি বলেছেন: গ্যঁজানি কি বন্ধ আছে?

চুপি চুপি আসলাম....... কিন্তু হামি এ কিতা দেহি.....

কুতাও কেডাও নাই যে..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.