![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বি এন পি আওয়ামীলীগ- যারাই বিরোধী দলে থেকেছে হরতাল দিয়েছে, পিকেটিং করেছে, গাড়িতে আগুন তো দিয়েছেই।
বছর আটেক আগে এক হরতালে গুলিস্তানে হরতাল সমর্থকদের পাল্লায় পড়ি। বাসে পেছনের ছিটে বসা ছিলাম। পিকেটাররা গাড়িটি জ্বালিয়ে দেয়ার আগে দরজা খালি করে দিল যেন যাত্রীরা নেমে যেতে পারে। আগুন দিতে কয়েক মিনিট দেরিও করল। আমি নেমে রাস্তার পাশে ফুটপাতে গিয়ে দাড়ালাম। বাসটিতে আগুন দেয়া হল, দশ মিনিটের মাঝেই এটি বাসের কঙ্কালে পরিনত হল। পরদিন পত্রিকায়ও ছবিটি বড় করে ছাপা হল।
বর্তমান যুগ আপডেটেড, হরতাল আপডেটেড হবে না কেন !!! এক্ষেত্রে আমাদের মাঝের পাকিস্তানী মানুষগুলোই পৈশাচিক এই কালচারে নতুন কিছু যোগ করল।
বিগত দিনগুলোতে পিকেটাররা যাত্রীদের নামিয়ে বাসে আগুন দিত। শিবিরের কল্যানে তা এখন সংস্কার সাধন হয়েছে। যাত্রী নামিয়ে আগুন দিলে কি আর মজা আছে। তাই মহিলা শিশু যাই থাকুক পেট্রোল দে আগুন দে।
কুকুরের চেয়েও অধম এসব পাকিস্তানী বীর্যের ছেলেরা।
১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০১
মোঃ আনারুল ইসলাম বলেছেন: বর্তমানে কোন রাজনীতিক দলই সুস্থ নয় । এখন যে দলই হরতাল দেইক না কেন সবাই হরতালের নামে কিন্তু ভাংচুর করে ।
১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: এই কালচার থেকে আমাদের সরে আসা উচিত। বি এন পি আওয়ামীলীগ উভয় দলকেই।
৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৪
সাদা পাখি বলেছেন: ৭১ এ গণমানুষ হত্যার ভয়ংকর পাপীরা শিবিরের ছেলের তৈরি করেছে। সো এমন হওয়াইতো স্বাভাবিক।
১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: আপনার মন্তব্যটি খুব শক্ত হয়েছে।
+++++++
৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৭
তারিন রহমান বলেছেন: সাদা পাখি বলেছেন: ৭১ এ গণমানুষ হত্যার ভয়ংকর পাপীরা শিবিরের ছেলের তৈরি করেছে। সো এমন হওয়াইতো স্বাভাবিক।
১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: আপনার মন্তব্যটি খুব শক্ত হয়েছে।
+++++++
৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৪
মতামত চাই বলেছেন: হরতাল কলচারটি পরিত্যাগ করা উচিত সব রাজনৈতিক দলকেই। এটা কোন সমাধানমূলক প্রতিবাদ মাধ্যম নয়।
আর হরতালে মানুষ সহ গাড়ি পোড়ানোর কালচারটি আগে বাংলাদেশে দেখা যেত না। মানুষগুলোর মনুষত্ব কোথায় গিয়ে ঠেকেছে চিন্তাও করতে পারিনা।
১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: সহমত ব্রাদার।
৬| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২১
rafiq buet বলেছেন: মানুষ গাড়িতে রেখে আগুন দেয়ার এখন মানুষ রাস্তায় নামতেই সাহস পায় না।
১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: ঠিক বলেছেন। এখন মেক্সিমাম লোক হরতালের দিন বাস বাদ দিয়ে রিকশায় চলাচল করে। আমিও ব্যতিক্রম নই।
৭| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪০
রোহান খান বলেছেন: ভাই এইসব জানের ভয় দেখানো। সেই ভয়ে আমরাও চুপ করে বসে থাকি। তাহলেই না দেশ এগিয়ে গিয়ে জংগি রাস্টে পরিনত হতে পারবে।
১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: সমাধান কে দিবে ?
৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩১
মনোজ কুমার বলেছেন: হরতাল কখনও স্বাধীন দেশের জন্য ভালো নয়। আমাদের অবশ্যই এটা পরিহার করতে হবে না হলে আমরা জাতি হিসাবে পিছিয়ে পড়ব।
১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: সহমত এবং সহমত।
৯| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপডেট আর পারল কই????
আওয়ামীলীগের কাছৈ আজও দুধের শিশু!!!
দলকানা হয়ে লিখলেন যে বড়!!! সত্য বললে দুটোই সমানে বলবেন।
"বিগত দিনগুলোতে পিকেটাররা যাত্রীদের নামিয়ে বাসে আগুন দিত। "
হাইলাইটস করে লিখেছেন!
পাবলিক যখন ইতিহাস জানে, ইউটিউবে যখন আত্ম স্বীকৃতি আছে
AWAMI JUBO LEEG Setting Fire on Bus...
তখন এইরকম নির্লজ্জ মিথ্যাচার করাটা বোকামী বৈ নয়.....
নৃশংসতা, বাসে ১১ জন গান পাউডার দিয়ে পুড়িয়ে মারার ইতিহাস আওয়ামীলীগেরই!!!
বিএনপি করলে যেমন তা ঘৃন্য- আওয়ামীলীগের সত্যকে লূকিয়ে সাধু সাজানোর চেষ্টা তারচে ঘৃন্য!!!!
সত্য বললে দুটোই সমানে বলবেন।
১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: উভয়ই মুদ্রার এপিঠ-ওপিঠ। এটা আপনি যেমন জানেন আমিও জানি। দলকানা হয়ে নয় ব্রাদার। পত্রিকার দিকে নজর রাখুন তাহলেই দেখতে পাবেন বর্তমান মানুষ সহ গাড়ি পোড়ানোর কালচার কারা প্রেক্টিস করছে।
১০| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬
ক্লিকবাজ বলেছেন: বিদ্রোহী ভৃগু@আপনি বোধহয় জানেন না যে, লেখক তখন ফিডার দিয়ে দুধ খেত, তাই সেই ইতিহাস তার জানা নাও থাকতে পারে।
লেখকের উদ্দেশ্যে বলছিঃ নামের আগে উকিল টাইটেল, তাই দল-প্রতিবন্ধী হয়ে কোন বিষয় নিয়ে লেখার আগে সেই বিষয়ে এক্টু স্টাডি করে নেবেন, সত্যতোে আর লোকানো যায়না, নয়তো পাবলিক হাটে-মাঠে-ঘাটে জুতা-পেটা করবে।
জেনে রাখা ভাল যে, বাংলাদেশের বর্তমানে সর্বাধীক ঘৃনিত পেশার ১ম টি - পুলিশ এবং ২য় টি - উকিল।
১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: পাকিস্তানি সন্তান বলায় খুব লেগেছে বুঝি ?
১১| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
চাঁন মিঞা সরদার বলেছেন:
উকিল ইয়াসিন , ভাইগ্না তোমার বয়স কতো? আওয়ামীলীগ যখন বাসে আগুন দিয়া পোড়ায় মানুষ মারছিলো তখন তুমি কই ছিলা? তোমার কি জন্ম হইছিলো তখন? এই সব দালালী পোষ্ট দিয়া কোনো লাভ নাই।
১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১
এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: আওয়ামীলীগকে ভাল বলেছে কে রে ?
তবে হ্যাঁ, তোদের মত পাকি সন্তানদের তুলনায় লীগার গুন্ডারা হাজার গুন ভাল।
১২| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২
বেকার সব ০০৭ বলেছেন: হরতাল কখনও স্বাধীন দেশের জন্য ভালো নয়। আমাদের অবশ্যই এটা পরিহার করতে হবে না হলে আমরা জাতি হিসাবে পিছিয়ে পড়ব।
১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১
এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: সহমত আপনার মন্তব্যে।
১৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪২
জাহিদ মজুমদার বলেছেন: ৯৬তে বাংলামোটরে মানবজমিন অফিসের সামনে ৬ নম্বর বাসে আগুন দিয়ে ৯ জন মারার পুরস্কার হিসেবে নানক আর মির্জা আযম এখন মন্ত্রি, বড় নেতা। তারা কাদের বীর্যের ছিল।
যদি ভুল করে না থাকি বাংলাদেশে সহিংসতার হরতালের শুরু তখন থেকেই।
সাথে ক্লিকবাজের কমেন্টের একটি লাইন যুক্ত করে দিতে চাই: বিদ্রোহী ভৃগু@আপনি বোধহয় জানেন না যে, লেখক তখন ফিডার দিয়ে দুধ খেত, তাই সেই ইতিহাস তার জানা নাও থাকতে পারে।
১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২
এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: পাকিস্তানি সন্তান বলায় খুব লেগেছে বুঝি ?
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৯
মিজান আফতাব বলেছেন: বিগত দিনগুলোতে পিকেটাররা যাত্রীদের নামিয়ে বাসে আগুন দিত। শিবিরের কল্যানে তা এখন সংস্কার সাধন হয়েছে। যাত্রী নামিয়ে আগুন দিলে কি আর মজা আছে। তাই মহিলা শিশু যাই থাকুক পেট্রোল দে আগুন দে।
+ + + + +