নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শুধু ব্লগ লিখেই প্রতিবাদ করতে পারি, বাস্তবে ভীতুর ডিম

ইয়ামিন মাহমুদ

ইয়ামিন মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

অস্ত্র কিনে কী লাভ?

১৮ ই জুন, ২০১৫ বিকাল ৪:৪৭

সন্ত্রাসী অস্ত্র কিনে সন্ত্রাস এর জন্য আর সরকার কিনে সন্ত্রাসী মারা আর সীমান্ত রক্ষার জন্য। কিন্তু হায়! কিছুইতো ঠিকঠাক হচ্ছে না।
না, সন্ত্রাসীদেরটা ঠিকঠাকই হচ্ছে। হচ্ছেনা সরকারের বেলায়। না সন্ত্রাসী মারা হচ্ছে, না নিজেদের রক্ষা করা হচ্ছে। এতদিন ভারত মেরেছে এখন শুরু করেছে মিয়ানমার। ভারত মারছে সাধারন মানুষ আর মিয়ানমার মারছে স্বয়ং বিজিবিকেই।
এখন প্রশ্নটা হচ্ছে এই, আমরা রাশিয়া বা চীন থেকে যে অস্ত্রগুলো আনছি সেগুলোর কাজ কি? আদৌ কি সেগুলো দেশে আছে নাকি টুট......টুট......

দিনকে দিন পরিস্থিতির অবনতিই ঘটছে। স্বরাষ্টমন্ত্রীর বক্তব্যতেতো আমাদের নিজেদেরকেই ছোটো করা হয়েছে। আমাদের সামর্থ্য কি এতই কমে গেলো যে তাদের পায়ে পরে পতাকা বৈঠক করতে হবে???!!!! গুলির জবাবটা কি গুলি দিয়ে দেয়া উচিত ছিলনা? আগে যেখানে ওরা আমাদের ভয় পেত আর এখন আমরা ওদের ভয় পাই।
নাকি এটা কোনো ষড়যন্ত্র?
যেখানে বিরোধীদের বিরোধিতাতে এত একশন সেখানে এমন ঘটনায় চুপ থাকাটা নিশ্চয়ই শুভ লক্ষন না। ইতিমধ্যেই ২ বার আক্রমিত হয়েছি আরো হব কিন্তু, তাদের কী আসে যায়?

আল্লাহ আমাদের রক্ষা করুন, আমীন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.