নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শুধু ব্লগ লিখেই প্রতিবাদ করতে পারি, বাস্তবে ভীতুর ডিম

ইয়ামিন মাহমুদ

ইয়ামিন মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

নাস্তিক মানেই মুক্তমনা!

১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩০

মানুষের সবচেয়ে স্পর্শকাতর দিক ধর্ম নিয়ে কটুক্তিকারি নাস্তিকরা হয় মুক্তমনা আর মাদ্রাসায় পরা একটা ছেলে হয় সন্ত্রাসী (জঙ্গী শব্দের অর্থ জিহাদকারী)

একটা নাস্তিক ব্লগার খুন হলে একজন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি মরে, আর একটা মেহনতি সাধারন মানুষ খুন হলে সে "আল্লার মাল আল্লায় নিয়া গেছে"

একজন ব্যাক্তি কোনো নাস্তিককে হত্যা করলে সে সন্ত্রাসী, আর কোনো রাজনৈতিক আর্মির (কর্মী) হাতে সাধারন মানুষ মরলে সেটা রাজনৈতিক হত্যাকান্ড

যে কাজ সরকারের তা যদি সরকার করতে ব্যর্থ হয় তবে একদিন না একদিন সাধারন মানুষদের কেউই সেই কাজ করবে। নাস্তিকরা হচ্ছে বিশৃংখলাকারী আর এদের দমন করার দায়িত্ব সরকারেরই। আপনি ব্যাক্তিগতভাবে কোনো ধর্মে বিশ্বাস না-ই করতে পারেন, সেটা আপনার ব্যাপার কিন্তু যখন আপনি কোনো ধর্ম নিয়ে কটুক্তি করবেন সেতা আর আপনার ব্যাক্তিগত ব্যাপার থাকবেনা। তখন যদি সরকার আপনার বিচার না করে তবে সাধারনদের কেউ না কেউ আপনার বিচার করবে।

আপনি নাস্তিক বা আস্তিক যা হয়ে থাকুননা কেনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার অধিকার আপনার নেই

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

তানভীরএফওয়ান বলেছেন: Right

২| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: "ব্লগার যদি স্রষ্টাতে অবিশ্বাসী কেউ হয়ে থাকে
তবে আমি ব্লগার নই ।
মুক্তমনা যদি সীমালংঘনকারী হয়ে থাকে
তবে আমি মুক্তমনা নই।" ..................... এই লিখাটি আমাদের এই একজন ব্লগার এর লিখা।
আমি তাতে একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.