নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলিব,বলার তো কিছুই খুঁজে পাই না।শুধু একটা কথায় বলি আল্লাহ এক, হযরত মোহাম্মদ (সঃ) আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। [email protected]

ক্ষনিকের ছায়াবাজি

আয় সুখ তোর বুকে মাথা রেখে কাঁদি, ভোরের স্বপ্ন আমার ভেঙ্গেছে আলোর নদী। সুন্দর মদের চেয়েও ভয়ঙ্কর! [email protected]

ক্ষনিকের ছায়াবাজি › বিস্তারিত পোস্টঃ

দূর্নীতির করল গ্রাশ

২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৭

একদিন এক রেস্তোরায় এক মূচি চাচার সাথে দেখা, একটু আধটু কথাতেই তার সাথে হয়ে গেলো ছোট-খাটো সাক্ষাত। আমাকে জিজ্ঞেস করল, বাবা তুমি কী কর, তখন আমি বললাম, চাচা আমি লেখাপড়ায় নিয়োজিত, পরক্ষনে আমি জিজ্ঞেস করলাম চাচা আপনি কি করেন? তখন তিনি নিচু মনে অল্প কন্ঠস্বরে, হৃদয় বিদারক ভাবে বললেন আমি একজন মুচি, আমার পেশা মানুষের জুতা সেলাই করা। তখন আমি মর্মাহত হয়ে ওই চাচাকে বললাম, চাচা আপনি মন খারাপ করছেন কেন? ভারতের একজন নামকরা এম-পি আছে যার বাবা একজন মুচি। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে ওই চাচা আমাকে বলতে শুরু করলেন তার জীবনের দীর্ঘ এক প্যটার্ন।
আজ থেকে প্রায় ত্রিশ বছর আগে কামিল পাশ করি। ইচ্ছে ছিলবড় কিছু হওয়ার। সে ইচ্ছে আমার আজো আছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কামিল পাশ করা একজন মানুষ আজ মুচি। সেলাই করছি মানুষের ছেড়া জুতা। কামিল শেষ হওয়ার আগ থেকেই পরিবারের হাল ধরতে হয়। পড়াশোনা শেষ করে চাকরির জন্য ঘুরতে থাকি, কোথাও আমার চাকরি হচ্ছে না। তার একমাত্র কারণ আমি দুর্নীতি করতে রাজি না। আমি কাউকে ঘুষ দিয়ে চাকরি করব না সেটা। বাধ্য হয়ে নিজের জেলা থেকে অন্য জেলায় পাড়ি দিই এবং এখানেও বেশ কিছু চাকরির আশায় ঘুরতে থাকি। আমার থেকে ও খারাপ রেজাল্ট করা ছাত্রদের চাকরি হচ্ছে কিন্তু আমার টা হছেনা। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম এটা কোন না কোন সরকারি উচ্চ পদের কর্মকর্তার আত্মীয়। এবার আর উপায় না পেয়ে পেটের দায়ে বেছে নিলাম মুচিগিরি। আজ আমার হয়তো নাই কোন দামী-গাড়ী, ইট পাথরের কোন বাড়ী তবুও আমি বলতে পারি, ঐ সব লোকের চেয়ে ভাল আছি যারা দুর্নীতি করে করেছে বাড়ী-গাড়ী।
আমি সবচেয়ে অবাক হই তখনিই যখন তিনি আমাকে বললেন আমিও সদ্য গড়ে ওটা একটা রাজনৈতিক দলের স্থানীয় সভাপতি। এবং আমার আজও ইচ্ছে আছে একজন এমপি-মন্ত্রি হওয়ার। সর্বশেষাংশে, তিনি আমাকে কয়েকটা উপদেশ দিয়ে, চায়ের বাটির শেষ ফুঁকটা দিলেন।
উপদেশঃ
*) বাবা, জীবনের কোনদিন অসৎপথ অবলম্বন করবানা। সর্বদা সৎপথে থাকার চেষ্টা করবা। কারন “সৎ সবসময় সৎই হয়, মিথ্যা কখনও সৎ হয় না”।
*) জীবনকে পাপমুক্ত রাখতে হলে কখনও দুর্নীতিকে আশ্রয় বা প্রশ্রয় দিও না।
*) কখনও কারো জীবনকে বা পেশাকে খাটো মনে করিও না, কারন, প্রত্যেক মানুষই এক সৃষ্টিকর্তার সৃষ্টি।
লেখকঃ
ইয়াছিন বিন আলম
English version:
One day at a restaurant, he met a peacock, and with a little bit of a little talk, he had a short meeting with him. I asked, what do you do, when I said, uncle, I have been engaged in studies, after checking I asked uncle What do you do? Then he lowered his voice and said, 'I am a potter, sewing shoes of my profession.' Then I was shocked and said to uncle, why uncle you are uncle? India has a reputable MP, whose father is a pot. Then, after a sigh, the uncle started to tell me a long life of his life.
Today, Kamil passed thirty years ago. I want to be something great. He wants me to have it today. But the ridiculous mockery of the fate, a man passing by Kamil, today is the pot. Sewing people's shoes The family has to handle it before the end of Kamil. After completing my studies, I used to go for a job, I am not getting any job anywhere. His only reason I did not agree to corruption. I will not hire anyone to work with bribe Forced to move from one district to the other district and continued here for some jobs. I am getting jobs from bad results, but I do not want to. After finding out that it was related to any official high official I did not get any other way, I chose to get rid of stomach, Muchgiri. I have not had any expensive car, brick house yet today, but I can say that those who have done corruption have been better than those people.
I am most surprised when he told me that I am also the new leader, the local president of a political party. And I still want to be an MP-minister. Lastly, he gave me some advice, gave the last blow to the tea straw.
Advice
* Dad, do you have any misunderstandings in life? Always try to be honest. Because "honest is always honest, false never goes honest".
*) To keep life free from sin, do not shelter or indulge in corruption.
Never mind the life or profession of anybody, because every man is the creator of a Creator.
                                                                                            Writer:
                                                                                            Yasin Bin Alam

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.