![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয় সুখ তোর বুকে মাথা রেখে কাঁদি, ভোরের স্বপ্ন আমার ভেঙ্গেছে আলোর নদী। সুন্দর মদের চেয়েও ভয়ঙ্কর! [email protected]
রাত চারটা বাজে,একশো কিলো বাইক ড্রাইভ করে বাসার
সামনে এসে দাড়িয়ে,কুয়াসা জমে গেছে শরীরের সর্বত্র
বাবা কিছু লাকরি জ্বালিয়ে আগুনের ব্যবস্থা করে
রেখেছে,সাথে ফ্লাক্সে গরম চা!
বাইক স্টান্ড করার সাথেসাথে বাবার ডাক ওই বাইক পরে উঠাইস আগে আগুনে শরীর ছ্যাকা দে,চা খা ঠান্ডা কমে
যাবে!
আমি হয়তো আমার বিজনেস এর কারনে অনেক ছুটেছি কিন্তু
বাবা সবটা হ্যান্ডেল করছে এখনও আমার অবর্তমানে করছে!
রাতে যতখন বাসায় ফিরিনি ততখন সেও ঘুমায়নি!
কেউ যদি ভালোবাসার মিনিং জানতে চায় তবে আমার ভাষায় এগুলোর নামই ভালোবাসা!
আর মা সেতো মা তার কথা বলে দশ বিশ লাইন কিংবা হাজার
ডায়রি লিখেও প্রকাশ করা যাবেনা!!!""'''''''''''
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭
ক্ষনিকের ছায়াবাজি বলেছেন: tnx #a lot
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর