![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয় সুখ তোর বুকে মাথা রেখে কাঁদি, ভোরের স্বপ্ন আমার ভেঙ্গেছে আলোর নদী। সুন্দর মদের চেয়েও ভয়ঙ্কর! [email protected]
১ম পর্ব
(নিরিবিলী এক মেটোপথে হেঁটে যাওয়া কিছু বালক)
হাসানঃ- কিরে দোস্ত যাস কই?
পল্লবঃ- হাটের দিকে।
হাসানঃ- কি, কাজ আছে? বিকেলে ¯øুইচ গেইট বসিস।
(পল্লব হাটে গেল। অতঃপর দেখা হল রায়হানের সাথে।)
(রায়হান হালকা হালকা স্মুক করে)
পল্লবঃ- দোস্ত রায়হান! কি অবস্থা তোর?
রায়হানঃ- ভাল নেই! মনটা খুব খারাপ, চিন্তায় আছি।
পল্লবঃ- বিকেলে ¯øুইচ গেইট সবাই যাব, আশা করি তুইও যাবি।
রায়হানঃ- মন ভাল থাকলে যাব।
২য় পর্ব
(গ্রামের কয়েকজন লোক ওই মেটো পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক ওই সময় কিছু যুবক সিগারেট মুখে দিয়ে ওল্টো-পাল্টা গালিগালাজ দিয়ে বকতেছিলো। মুরুব্বিগণ বলিল কি হে যাবক, তোমরা ভদ্র ভাবে চল। সিগারেট ছাড়।)
১ম যুবক বলিলঃ- আমি আমার টাকায় সিগারেট খাচ্ছি, আপনার কি?
২য় যুবক বলিলঃ- চাচা আপনার মাথায় আপনি তেল দেন, আমাদের মাথায় না। (এখনো ভদ্র ভাবে বলছি।)
(বৃদ্ধগণ বিষন্ন মনে হাঁটিল।)
৩য় পর্ব
(পল্লব, রায়হান, হাসান সবাই ¯øুইচ গেইট -এ জড়ো হল। একে অপরের কুশল বিনিময় করল।)
হঠাৎ, পূর্ব পাশে সিম লতার ঝোপ থেকে আওয়াজ
১ম জন বলিলঃ- এই আমাকে আরেকটু দে!
২য় জন বলিলঃ- বেটা গাঞ্জার টানে তো তোর মাঞ্জা শেষ।
পরক্ষনে,
পল্লব বলিলঃ- কিছু একটা হচ্ছে ওখানে, চল দেখি।
(পল্লব, হাসান, রায়হান গেল এবং দেখল এলাকারই কয়েকজন ছেলে মহসিন, পাবেল(ডন), সাইম ওরা নেশা করছে আর পাশে বসা নবাগত ফারুক, জিসানও বসা। এরপর বলতে লাগল পাবেল।)
পাবেলঃ- ওই আমরাতো টেস্ট করলাম এবার তোদেও পালা নে। (নবাগতদেও উদ্দেশ্যে)
সাইমঃ- নো হালকাটা মুখে দে আগে।
জিসান বললঃ- সরি দোস্ত, আমার পক্ষে সম্ভব না।
ফারুক বললঃ- দে আমি চিন্তায় আছি, আমাকে একটু দে।
পরক্ষনে,
হাসান বললঃ- এয়তু শেষ,ধ্বংশের জীবনে পা।
রায়হান বললঃ- চল আমরা বাঁধা দিই।
পল্লব বললঃ- হ্যাঁ চল।
৪থ পর্ব
(গিয়ে হাসান বললঃ-
হাসানঃ- কিরে কেমন আছিস তোরা?
পাবেলঃ- তোদের কি ভাল সুনতে ইচ্ছা করে? নাকি মন্ধটা?
সাইমঃ- যা তোরা তোদেও কাজ কর গিয়ে।
(১০ সেকেন্ড পর)
সাইমঃ- তোরা এক চুমুক খাবি?
পল্লবঃ- ভাই দেখ, তোরা এই পথ ছেড়ে দে। আমাদের সাথে আয়, আর অন্যদেরও এই পথে নিস না।
মহসিনঃ- (রাগান্বিত কন্ঠে) এই যা বেটা এখানে সুফিগিরি দেখাবি না।
(সাথে পাবেল উঠে তাদেরকে ধাক্কার সাথে স্থানটি ত্যাগ করালো।)
স্থানটি থেকে দক্ষিন-পশ্চিমে এসে।
পল্লব বলিলঃ- এভাবে থাকলে একদিন আমাদের গ্রাম মাদক সম্রাজ্যে পরিনত হবে।
রায়হান বলিলঃ- হ্যাঁ আমাদের বাঁধা সৃষ্টি করতে হবে।
হাসান বললঃ- আজ তাহলে এতটুকু, কাল আসিস পরামর্শ হবে।
(পল্লব, রায়হান, হাসান যে যার বাড়িতে চলে গেল।)
৫ম পর্ব
পরদিন বিকালে আবারও একইভাবে যে যার মত চলল।
পল্লব, রায়হান, হাসান গোধূলি ভ্রমনে বের হল। এবং দেখল ওদের দলে আরো নতুন একজন এল। এভাবে বারতেই থাকল ওদের দলের গণসংখ্যা।
পেটের তাগিদে যে যার মত করে আস্তে আস্তে চলে গেল নিজ নিজ কর্মস্থলে।
আর এদিকে মাদক সেবীদের প্রশস্থ বিস্তার হতে লাগলো, তারা এলাকায় ত্রাস সৃষ্টি করল। তাদের ভয়াল থাবায় লোকজন নির্বোদেও মত হয়ে থাকলো, কেউ প্রতিবাদ করলেও তাকে নিযাতন আর অত্যাচার করতে দিধা বোধ করে না। এমনকি নিজ জন্ম দাতাকেও।
{৩ মাস পর}
পল্লব, হাসান, আবারো জড়ো হল।
হাসানঃ- কিহে দোস্ত পল্লব, কেমন আছিস?
পল্লবঃ- হ্যাঁ ভাল, তবে মনটা খারাপ।
হাসানঃ- কেন কি হয়েছে?
পল্লবঃ- আর বলিস না আমাদের রায়হানও এখন ওদের দলে। গত ১ মাস যাবত সেও ওদের সাথে মিশছে।
সেও এখন ধূমপায়ী, নেশা গ্রস্থ, ওদিকে ওর মায়ের অক্লান্ত আর্তনাদ, ও শুনছে না।
(পশ্চিম দিক থেকে নওশাদের আগমন। তার সাথেও কুশন বিনিময় হল।)
হাসানঃ- চল আমরা দেরী না করে কিছু একটা করি।
পল্লবঃ- হ্যাঁ চল।
নওশাদঃ- ঘটনা কি?
(পল্লব তাকে সব বলিল।)
নওশাদঃ- হ্যাঁ আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।
৬ষ্ট পর্ব
পরদিন নওশাদ ও হাসান মেঠোপথ দিয়ে হাঁটছিলো। সাথে দেখা হলো সাইম ও ফারুকের সাথে। কুশল বিনিময়ের পর নেশার ক্ষতিকর প্রভাব সম্পর্কে বুঝালো, কিন্তু তারা তা মানতে রাজি নয়।
নওশাদ, পল্লব, হাসান এভাবে অনেকদিন বুঝালো কিন্তু কেউ তাদের কথা শুনলো না।
হাসান বললঃ- এভাবে আর হবে না, চল মাদকবিরোধী অনুষ্ঠান করি।
নওশাদঃ- হ্যাঁ চল।
পললঃ- আগামী পরষু একটি কিশোর ক্রিরার আয়োজন করা হবে।
ওখানে, পাবেল, মহসেন, ফরুক, রায়হান সবাইকে আমন্ত্রন করা হল।
হাসান বললঃ- আমাদের শ্লোগান হবে- মাদকে সব ¯^র্বহারা, মাদক ছেড়ে বিনোদনে চল।
(সবাই সম্মতি দিল।)
ঠিক ঠাক ভাবে সব চলল। এলাকার গণ্য মান্য ব্যাক্তি ও শিক্ষানুরাগীগন বক্তব্য রাখলেন, মাদকের কুফল সম্পর্কে বললেন। এবং এও ঘোষনা দিলেন, যে মাদক ছেড়ে যে ছেলে ফিরে আসবে তাকে পুরষ্কৃত হবে।
ধর্মবিষয়ক মুরোব্বিগন বলিল, আল্লাহতায়ালা মাদক সেবনকারীদের অপছন্দ করেন। সুতরাং তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পর। সৎদের সাথে চল। তোমাদেও সুদিন ফিরবে।
(এবং ওদেরকে খেলায় অংশগ্রহনের জন্য বেশি সুবিধা প্রদান করা হল। এবং তাদেরকে অংশগ্রহনের জন্য পুরুষ্কৃত করা হল।)
একদিন,
রায়হান এসে পল্লব, নওশাদ ও হাসানকে বলিল, দোস্ত তোরা আমাকে ক্ষমা কর।
পল্লব বলিলঃ- ক্ষমা তোর মায়ের কাছে আগে চেয়ে নে। আমাদের সাথে তুই কোন দোষ করিস নি। তোর মা তোকে অনেক ভালবাসেরে।
৭ম পর্ব
সবার পরামর্শ মতে এবার ভ্রমনের আয়োজন করা হল।
এবারও তাদের লক্ষ্য মাদক প্রতিরোধ করা। আর তাদের শ্লোগান হল- নেইকে লাভ মাদকে, আছে সুখ ভ্রমনে। মদক ছেড়ে বিনোদনে চল।
(আরাবও পাবেল,ফারুক, মহসিন সবাইকে আমন্ত্রন করা হল, তাদের খরচের ভার এলাকার মুরুব্বিগণ নিলো। খুব মজা হলো ভ্রমনে। কিন্তু সবার চোখ তাদেরই দিকে, তারা যেন মাদক ছেড়ে বেড়িয়ে আসে, ওখানেও মাদকের কুফল নিয়ে ছড়া, কবিতা, গান ইত্যাদির আয়োজন করা হলো। তাদেরকে সম্মান এবং অগ্রাধিকার দেওয়া হলো।
এভাবে আস্তে আস্তে ফিরে এলো অনেক মাদকসেবি, মাদকের কালো অন্ধকার থেকে।
৮ম পর্ব
{১ সপ্তাহ পর}
পাভেল, মহসিনের সাথে দেখা সেই স্লুইচ গেইচট।
মহসিন বললঃ দোস্ত তোরা ক্ষমা কর আমাদের, আমরা না বুঝে তোদের সাথে খারাপ ব্যবহার করলাম।
পাবেল বললঃ- তোরা আমাদেরকে অন্ধকার থেকে আলো দেখিয়েছিস। চল আমরা সবাই এই মাদকের বিরুদ্ধে কাজ করব।
(সবাই মিলে স্লোগান দিল- মাদক ছেড়ে বিনোদনে চল।)
{১ মাস ১ সপ্তাহ পর}
সবাই মিলে স্বাস্থের গুরুত্ব নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করল। এবং নাম দিল ফ্রি চিকিৎসা ক্যাম্প।
এতে রক্ত পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, খৎনা ও কর্ন ছেদন, ¯^াস্থ পরীক্ষার আয়োজন করা হল।
এভাবে একদিন ওই এলাকা থেকে মাদকের সম্রাজ্যের পরাজিত হল। মাদক নদী পথে পালাল। সুস্থ সু-শৃক্সখল একটি গ্রাম সৃষ্টি হল। এটি একটি দৃষ্টান্ত মুলক গ্রাম।
English version:
1st episode
(Some boys walking in a quiet metric system)
Hassan: Where did you go?
Pallabah- To the Hat.
Hasan: What is the work? In the afternoon, the ocean switches the gate.
(Pallab went to the house, but he was seen with Raihan.)
(Rayhan light mood of light)
Pallabah - Dost Raihan! What is your
Raihanah: Not good! The mind is very bad, I'm worried.
Pallab: Everyone will go to the beach in the evening, I hope you go.
Raihan: - If you have good minds.
2nd Episode
(Some people in the village were walking through the metro path, at the same time some youths were screaming with cigarette in the face of otto-counter abusive words, and the elders said, "Come on, go in a nice manner."
The first young man said: - I am eating cigarettes in my money, what is your?
The second young man said: - Uncle you give oil to your head, not in our head. (Still speaking uprightly.)
(The elderly looked sad.)
3rd episode
(Pallab, Raihan, Hasan, everyone gathered in the Swøg Gate, exchange exchanges for each other.)
Suddenly, the sound from the seam thorny bush on the east side
1st said: - Give me this much!
The second person said: - Your betrayal of the Beta Ganja is over.
After all,
Pallab said: - Something is there, let's see.
(Pallab, Hasan, Raihan went and saw some of the sons of Mohsin, Pahelal (Don), Sayyam are addicting, and sitting next to Faruq, Jisan sitting next. Then he started saying.
We have tested that we did not turn back. (For new purposes)
Saimah - No light before the face.
Jissan said: - I'm sorry, it's not possible for me.
Farooq said, "I am worried, give me a little."
After all,
Hassan said: - The end of life, the life of destructive life.
Raihan said: - Let's stop.
Pallab said: Yes, come on.
4th episode
(Hassan said:
Hassan: How are you?
- Do you want to strike better? Or the shit?
Saamah - Do whatever you want to do.
(After 10 seconds)
Saimah - you eat a sip?
Pallabah: Brother, see, you leave this path. Income with us, and others do not follow this path.
Mohsin- (An angry voice) This beta will not show up here.
(He got up and left the place with a shock.)
From place to south-west.
Pallab said: - If this happens, then our village will become a drug drug.
Raihan said: Yes, we have to create obstacles.
Hassan said: - Today, today it will be advisable tomorrow.
(Pallab, Raihan, Hasan went to his house.)
5th episode
The same day, in the same way, the same goes like it did.
Pallab, Raihan, Hassan Godhali went out on the journey. And they saw a new one in their group. Thus, the number of people in their group remained in the bar.
The stomach promptly went as slowly as it did in their workplaces.
Meanwhile, the drug addicts started spreading, they were frightened in the area. In their vicious thababan people remained silent, even if they did protest, they did not feel guilty about torturing or torturing them. Even the birth holder even
{After 3 months}
Pallab, Hasan, got together again.
Hassan: How are you, my friend?
Pallabah - Yeah, well, but it's bad.
Hassan: - What has happened?
Pallabah- And do not say our raihan also is now in their team. For the past 1 month he too got mixed with them.
She is now smoker, addicted, and her mother's tireless sigh, and does not listen.
(The arrival of Nowshad from the west, and also the cushion exchange.)
Hassan: Let's do something without delay.
Pallabah - Yes, come on.
Nawashad: What are the facts?
(Pallab told him all.)
Naushad: Yes, we have to build resistance.
6th episode
The next day Naushad and Hasan were walking through the methopath. I met Saim and Farooq. After the exchange of expertise, they showed the harmful effects of drugs, but they did not agree to it.
Naushad, Pallab, Hasan explained this for a long time but nobody heard them.
Hasan said: - There will be no more like this, let's do anti-drug programs.
Nawashad: Yes, come on.
Pallalla - A teenage career will be organized in the next phase.
There, he was invited, everyone, Mohsen, Faruk and Raihan.
Hassan said: - Our slogan will be - leave all drugs, drugs, and leave alcohol.
(Everyone agreed.)
All things go well. The respected people of the area and the educationists spoke about the evil of the drug. And also announced that the son who returned from the drug will be rewarded.
Religionman Mourobbigan said, Allahdess dislikes drug users. So, after five prayers, you can Come on with the gentlemen. You too will return to you.
(And they were given more facilities to participate in the game and they were also guarded to participate.)
One day,
Raihan came to Pallab, Naushad and Hassan, forgive me, my friend.
Pallab said: - Do not ask forgiveness before your mother. You did not blame us. Your mother loves you so much
7th episode
According to everyone's advice, the trip was arranged.
This time their target of drug resistance. And their slogan is: - There is a lot of money, there is happiness in traveling. Leave drinkers and go to entertainment.
(Alaab, Farooq, Mohsin were invited, they took their dear ones in the area of their expenses, very fun is on the trip, but all the eyes are on their side, they come out of the drug, there also the rhyme, poetry, songs etc. are organized with the harm of the drug. They were given respect and priority.
In this way, a lot of drug addicts came back slowly, black from the darkness of the drug.
8th episode
{After 1 week}
The Slaywich Geetat with Pavel, Mohsin.
Mohsin said, 'Oh, forgive us, we do not understand that you have used bad things.
He said: - You have shown us light from darkness. Let's all work against this drug.
(All of them chanted the slogan - leave the drug and go to entertainment.)
{1 month after 1 week}
Everyone organized a program with the importance of health. And named it free medical camp. Blood tests, blood group diagnosis, circumcision and corn cut, self-examination were organized in this area. So one day the kingdom of the drug was defeated. Drug trail on the river. A well-developed Shikshakla village was created. This is an example Mulk Village.
©somewhere in net ltd.