নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা চাই তাহা পাই না>> যাহা পাই তাহা ভুল করে পাই

ইয়ার শরীফ

আমি বসুধা-বক্ষে আগ্নেয়াদ্রি, বাড়ব বহ্নি, কালানল, আমি পাতালে মাতাল অগ্নিপাথার কলরোল কলকোলাহল । কাজী নজরুল ইসলাম

ইয়ার শরীফ › বিস্তারিত পোস্টঃ

PASKAL মালয়েশিয়ান স্পেশাল বাহিনী

২০ শে মে, ২০১৩ রাত ১:৩৪

PASKAL মালয়েশিয়ান নেভির একটি স্পেশাল অপারেশন ফো্রস। মালয়শিয়ার বিস্তীর্ণ সামদ্রিক অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তার হুমকি মোকাবেলা এবং সন্ত্রাসবিরোধি কার্যক্রম এ জরদার ভূমিকা রাখার লক্ষেই PASKAL বা Pasukan Khas Laut (English: Naval Special Warfare Forces) গড়ে তোলা হয়।

জলদস্যুতা দমন, সমুদ্রে নিজ দেশের তেল খনি বা জাহাজ ছিনতাই রোধ এবং বিপদাপন্ন জাহাজ কে শত্রু মুক্ত করা ইত্যাদি কাজে ক্রমেই দেশে ও বিদেশে পরিচিতি পাচ্ছে PASKAL.





সঙ্কটকালীন সময়ে আন্ডার ওয়াটার ডেমলিশন, মাইন অপসারন, শত্রুর স্থাপনায় স্যবোটাজ ইত্যাদি কাজেও তাদের দক্ষ করে তোলা হয়। এদের ট্রেনিং অনেক্তা মার্কিন নেভি সিল দের আদলে করান হয়।

২৪ মিনিতে ৭.৫ কিমি দৌড়, ২৪ মিনিটে ১.৫ কিমি সাতার, প্যারাসুট জাম্প, জাঙ্গল সারভাইব ইত্যাদি নানা কমান্ডো কোর্স।



PASKAL সদস্যদের প্রশিক্ষণের জন্য আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ নানা বন্ধুপ্রতিম দেশে পাঠানো হয়।

এরা সর্বাধুনিক সব অস্রপাতি ও সরঞ্জাম ব্যাবহার করে।

এদের সাম্প্রতিক কিছু কাজের নমুনা দেই

*২০০৮ সালে চীনের একটি জাহাজ জলদস্যুদের হামালার কবলে পরলে PASKAL তাদের প্রতিহত করে।

*২০০৯ সালে ভারতিয় জাহাজকেও ঐ একই ভাবে উদ্ধার করে।

*২০১১ তে মালশিয়ার কেমিক্যাল ট্যাংকার জলদস্যুদের দারা ছিনতাই হয়, কিন্তু তারা জাজাজ কে সোমালি উপুকুলে নিয়ে যাবার আগেই PASKAL রা তড়িৎ আক্রমন করে তাদের আতক করে জাহাজ কে মুক্ত করে



* ২০১৩ তে থাই সন্ত্রাসী দের সাথে ঝামেলার সময় সেনা বাহিনিকে সাহাজ্জ করে সন্ত্রাসি দমনে



আমাদের দেশেও এই আদলে গড়ে তোলা হচ্ছে নেভি স্পেশাল ফরস SWADS, আশা করি এই বাহিনিও এই রকমই আমাদের দেশের জন্য সবচেয়ে ভালো সার্ভিস দিবে।

যদিয় আমাদের দেশের আম্লাতান্রিক জটিলতায় সামরিক বাহিনী তাদের পেশাদারিত্ব দেখাতে নানা ক্ষেত্রে ব্যর্থ হয়। তাও আশা করি একদিন সুদিন আসবে।

Click This Link

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৩ রাত ২:২৮

প্রিন্স হেক্টর বলেছেন: হায়রে ছবি :(( :(( :(( :(( :((




ভাইকি সামুর আপলোডার দিয়ে আপলোড করছেন? নাকি কোড বসিয়ে? কোড বসালেতো প্রবলেম হবার কথা না। :-<


আমাগের সোয়াডস আরো ভালো হপে 8-| 8-|

২০ শে মে, ২০১৩ দুপুর ১২:২৩

ইয়ার শরীফ বলেছেন: ছবি এত ঘোলা কেন? বুজতেছি না
আমাগের সোয়াডস আরো ভালো হপে ***
আশা করি আরও ভালো হবে

২| ২০ শে মে, ২০১৩ রাত ২:৪৬

জেনারেশন সুপারস্টার বলেছেন: সোয়াডস এর সাথে মহড়া দিলে ভালো হয় ;)

২০ শে মে, ২০১৩ দুপুর ১২:২৫

ইয়ার শরীফ বলেছেন: এদের সাথে কূটনীতিক সম্পর্ক আরও বারাতে হবে,
কিন্তু কে করবে?

৩| ২৬ শে মে, ২০১৩ রাত ১:২৩

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল

২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:০৮

ইয়ার শরীফ বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P

৪| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:২৫

যোগী বলেছেন:
মালয়রা যে অলস জাতী, এদের বাহিনীরা নাকি সঙ্গে বন্দুক গোলা বারুদের সাথে একটা করে ছাতাও রাখে রোদ বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য।

০২ রা জুন, ২০১৩ রাত ৩:০০

ইয়ার শরীফ বলেছেন: =p~ =p~ =p~ =p~ :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.