নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা চাই তাহা পাই না>> যাহা পাই তাহা ভুল করে পাই

ইয়ার শরীফ

আমি বসুধা-বক্ষে আগ্নেয়াদ্রি, বাড়ব বহ্নি, কালানল, আমি পাতালে মাতাল অগ্নিপাথার কলরোল কলকোলাহল । কাজী নজরুল ইসলাম

ইয়ার শরীফ › বিস্তারিত পোস্টঃ

স্কাইপ সেটআপ এর বিষয়ে ঝামেলায় পরছি উপায় কি? সাহায্য পোস্ট

১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪৭

নতুন করে OS সেটআপ করার পর স্কাইপ ইন্সটল করতে পারছিনা। ১.৪২ মেগা এর ইন্সটলার দিয়েও হচ্ছেনা আবার ৩০.৪ মেগার ফুল সেটআপ ফাইল দিয়েও ইন্সটল হচ্ছেনা। সেটআপ এর সময় we are having problems connecting to the down lode server এই মেসেজ দেয়। কি করা জেতে পারে?

একান্ত ব্যাক্তিগত প্রয়োজনে পোস্ট করছি তাই দুঃখিত, সমাধান পেলে পোস্ট মুছে দিব।

কেউ সমাধান দিতে পারলে উপকৃত হতাম। ধন্যবাদ

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০৭

একজন আরমান বলেছেন:
নেটের কানেকশন টা চেক করে দেখেন নেট আছে কি না বা কোন ঝামেলা হচ্ছে কি না। সার্ভার কানেক্ট না হওয়া পর্যন্ত সেটাপ কমপ্লিট হবে না।

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৭

ইয়ার শরীফ বলেছেন: নেট কানেকশন থাকে কিন্তু সার্ভার কানেক্ট হয় না

পরামর্শের জন্য ধন্যবাদ

২| ১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৫:১৭

শাহ নেওয়াজ বলেছেন: ৩০.৪ এমবির টা ফুল ডাউনলোড করে দাখেন। কারন এই প্রব্লেম আমারও হইছে। অন্য কোন সোর্স থেকে ডাউনলোড করবেন।

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৮

ইয়ার শরীফ বলেছেন: ৩০.৪ মেগার ফুল সেটআপ ফাইল দিয়েও ইন্সটল হচ্ছেনা
পরামর্শের জন্য ধন্যবাদ

৩| ১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৬:১২

মেহেদী_বিএনসিসি বলেছেন: গুগলে গিয়ে স্কাইপ অফলাইন ইন্সটলার সার্চ করে ডাউনলোড করে ইন্সটল দিন..........কোন নেট কানেকশন ছাড়াই সেটাপ নিবে......।

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৬

ইয়ার শরীফ বলেছেন: কাজ হইয়েছে ভাই অনেক অনেক ধন্যবাদ

৪| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৬

অনন্যমানুষ বলেছেন: https://docs.google.com/file/d/0BzEO-CQgEUysbnhuVE5iZ2k2QlE/edit?usp=sharing

১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪১

ইয়ার শরীফ বলেছেন: কাজ হইয়েছে ভাই অনেক অনেক ধন্যবাদ

৫| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৪

আমিনুর রহমান বলেছেন:

নিচের লিঙ্ক থেকে ফুল স্কাইপি ফাইলটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন।

http://www.skype.com/go/getskype-full

যদি উপরের লিঙ্ক দিয়ে না হয় তাহলে নিচের লিঙ্ক দিয়ে চেষ্টা করুন, আশা করি সমাধান হয়ে যাবে।

Click This Link

১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪০

ইয়ার শরীফ বলেছেন: কাজ হইয়েছে ভাই অনেক অনেক ধন্যবাদ

৬| ১১ ই জুলাই, ২০১৪ সকাল ৯:০৬

আহসানের ব্লগ বলেছেন: :(

৭| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৭

খেলাঘর বলেছেন:


১ বছরের বেশী চলে গেলো, কিছু লিখছেন না!

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮

ইয়ার শরীফ বলেছেন: আমি মূলত পাঠক। লেখার আগ্রহ আছে কিন্তু তেমন ভালো পারিনা। তবে সামনে কিছু বিষয় নিয়ে লিখব আশা করি।

আপনাকে ধন্যবাদ আমার খোজ নেয়ার জন্য।

৮| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:২২

খেলাঘর বলেছেন:


স্কাইপ ঝামেলা কি এখো আছে?

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৯

ইয়ার শরীফ বলেছেন: না এখন আর নেই। সমস্যা দূর হয়েছে।

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৪

খেলাঘর বলেছেন:


কাজ করছে স্কাইপ?

আমার লেখা পোস্ট সামনের পাতায় প্রকাশিত হচ্ছে না; এখনো কমেন্ট করার ক্ষমতা আছে; তবে, কমেন্ট খুব একটা করবো না।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩২

ইয়ার শরীফ বলেছেন: হ্যা কাজ করছে

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:


নতুন কিছু লিখুন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

ইয়ার শরীফ বলেছেন: লেখার কিছু পাচ্ছি না।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


একটা গার্মেন্টস এর মেয়ের সাথে কথা বলেন, ওদের কস্টের জীবনের উপর লেখেন।

একজন এসএসসি পরীক্ষার্থীর সাক্ষাৎকার নিন, উহা তুলে ধরেন।

১২| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৫

প্রামানিক বলেছেন: চেষ্টা করুন সমাধান হয়ে যাবে।

১৩| ০১ লা মে, ২০১৫ রাত ২:৩৯

জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: 3:) 3:) কিছু করার নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.