![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাধারনত "Rocky" ব্রান্ডের মোজা ব্যাবহার করি। বনানী কেমাল আতাতুর্ক এভিনিউর ফুটপাত ব্রান্ডের দোকান থেকে কমদামে এই মোজা কিনে বছরের পর বছর ইউজ করতেছি। এত বছর কোন যামেলা ছিলো না, কিন্তু এই বছরের অতিরিক্ত গরমে ঐ মোজা পরে আর শান্তি পাচ্ছি না, একেতো ভেরী লুজ ইলাষ্টিক তার উপর ভয়াবহ গন্ধ। কোনমতে জুতা থেকে মোজা আলাদা করলে ১০০০ বর্গমিটার এলাকায় কোন লোকজন টিকতে পারে না। আমি যেই মুজা চাই সেটাতে নীচের গুনাবলী থাকতে হবে....................................
১> মোজা অবশ্যই ভালো ব্রান্ডের হতে হবে, এমনকি ফুল প্যান্ট পরার পরেও ব্রান্ড নেমটা দেখা যায় সেই সিস্টেম থাকতে হবে।
২> ইলাষ্টিক অবশ্যই টাইট হতে হবে।
৩> একেবারে সুতি হতে হবে, ৬৫/৩৫ হলে চলবে না।
৪> মোজা থেকে বেলীফুলের গন্ধ বের হতে হবে, যাতে অফিসে এয়ার ফ্রেশনার ইউজ করতে না হয়।
৫> মাসে কমপক্ষে একবার ধুইলে যাতে বেলীফুলের গন্ধ অক্ষত থাকে।
এবং উপরের ছবির মত কালারফুল হতে হবে।
এমন মোজা কই পাই আপনাদের জানা থাকলে জানিয়ে যাবেন প্লিজ।
১৬ ই জুন, ২০১২ রাত ১১:৫৩
হলুদ কার্ড বলেছেন: ভাই, বিপদে পড়ে বন্ধুদের সাহয্যের জন্য পোষ্ট দিলাম, এমনভাবে হতাশ করলেন !!! আমার মত বিপদে যখন পড়বেন, তখন বুঝবেন।
২| ১৬ ই জুন, ২০১২ রাত ১১:৪৯
~মাইনাচ~ বলেছেন: একজনে দেয় জাইঙ্গা পোস্ট, আরেকজন দেয় মোজা পোষ্ট। না জানি পরে কি কি নিয়ে পোষ্ট আসবে।
১৬ ই জুন, ২০১২ রাত ১১:৫৪
হলুদ কার্ড বলেছেন: আমার একজনের সমস্যা অনেকের সমাধানের রাস্তা রেবিয়ে আসতে পারে। সমস্যা থাকলে সমাধান চাহিয়া পোষ্ট আসতেই পারে, ক্ষতি কি?
৩| ১৬ ই জুন, ২০১২ রাত ১১:৫০
জালিস মাহমুদ বলেছেন: ~মাইনাচ~ বলেছেন: একজনে দেয় জাইঙ্গা পোস্ট, আরেকজন দেয় মোজা পোষ্ট। না জানি পরে কি কি নিয়ে পোষ্ট আসবে।
১৬ ই জুন, ২০১২ রাত ১১:৫৬
হলুদ কার্ড বলেছেন: সমস্যা যেখানে অবিচল ঘুরে বেড়ায়, সমাধান সেখানেই আত্বা ফেরি করে বেড়ায়, হতাশ
৪| ১৬ ই জুন, ২০১২ রাত ১১:৫২
রাষ্ট্রপ্রধান বলেছেন:
১৬ ই জুন, ২০১২ রাত ১১:৫৭
হলুদ কার্ড বলেছেন: মোজার যন্ত্রনা সীমাহীন। বাচান রাষ্ট্রপ্রধান ভাই।
৫| ১৬ ই জুন, ২০১২ রাত ১১:৫২
লিঙ্কনহুসাইন বলেছেন: আজকে সামু ব্লগের ব্লগারদের কি হইলো বুঝলাম না ।
কেউ খোজে জাইঙ্গা আবার কেউ কনডম এখন আপনি আইছেন মোজা কিনতে
লুলামী ভালা লাগে কিন্তু অতিরিক্ত না
১৬ ই জুন, ২০১২ রাত ১১:৫৮
হলুদ কার্ড বলেছেন: আপনাদের এমন তীর্ষক মন্তব্যে আমি হতাশ। সমাধানের চাওয়া কি আমার অপরাধ? সমাধান পাওয়া কি আমার অধিকার নয় !!!
৬| ১৬ ই জুন, ২০১২ রাত ১১:৫৩
হিবিজিবি বলেছেন: জাইঙ্গা পোস্ট, মোজা পোষ্ট
আপনারে হলুদ কার্ড!!
১৭ ই জুন, ২০১২ রাত ১২:০০
হলুদ কার্ড বলেছেন: তারপরেও যদি ভালো ও বিদেশী ব্রান্ডের মোজার খোজ দিয়ে যেতেন, বাধিত হতাম।
৭| ১৬ ই জুন, ২০১২ রাত ১১:৫৪
শূণ্যতানিম বলেছেন: লিন্কিন পার্ক বলেছেন:
একটা কথা বলি মাইন্ড কইরেন না।
আপনার পাছায় যদি কইসা একটা লাত্থি মারতে পারতাম তাইলে অনেক শান্তি পাইতাম।
১৭ ই জুন, ২০১২ রাত ১২:০১
হলুদ কার্ড বলেছেন: তানিম ভাই, আপনেও !!! যাইহোক, লাথি খেয়েও যাদি মোজা সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতাম।
৮| ১৬ ই জুন, ২০১২ রাত ১১:৫৪
ব্রেথ অব ফেট বলেছেন: জাইঙ্গা, কনডম, গার্লফ্রেন্ড, মুজা! জয় লুল! লুল জিন্দাবাদ!
১৭ ই জুন, ২০১২ রাত ১২:০২
হলুদ কার্ড বলেছেন: একেকজনের সমস্যা ভিন্ন। ব্লগে সমাধান পাওয়া বেশ সহজলভ্য। তাই বন্ধুদের সাহায্য পাওয়ার আশায় পোষ্ট দিলাম।
৯| ১৬ ই জুন, ২০১২ রাত ১১:৫৫
প িথক বলেছেন: খুব ভাল গবেষনা মূলক পোষ্ট ।
১৭ ই জুন, ২০১২ রাত ১২:০৪
হলুদ কার্ড বলেছেন: ধন্যবাদ পথিক ভাই। কোন তথ্য দিয়ে সহায়তা করতে পারবেন ?
১০| ১৬ ই জুন, ২০১২ রাত ১১:৫৫
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
মাইনাচ ভাই, এভাবে চললে তো কিছুক্ষনের মধ্যে ব্লগের কুনু আপু তাদের অন্তর্বাস কেনার ব্যাপারে সাহায্য চেয়ে একটা পোষ্ট দিয়েও দিতে পারে!!!!
১৭ ই জুন, ২০১২ রাত ১২:০৫
হলুদ কার্ড বলেছেন: আপুদেরও সমস্যা থাকলে সমাধান চাইতেই পারেন, এই সমাধান চাওয়াটাকে এভাবে বাকাচোখে দেখা হচ্ছে কেন বুঝলাম না।
১১| ১৬ ই জুন, ২০১২ রাত ১১:৫৬
লিন্কিন পার্ক বলেছেন: লুলামী ভালা লাগে কিন্তু অতিরিক্ত না
সত্যি কথা !!
১৭ ই জুন, ২০১২ রাত ১২:০৭
হলুদ কার্ড বলেছেন: মোজার সাথে লুলামির সম্পর্ক কি, সেটা আমার সীমিত জ্ঞানের জালে আটকাইলো না।
১২| ১৬ ই জুন, ২০১২ রাত ১১:৫৭
আই আনাম বলেছেন: এইডা কি জাঙ্গিয়ার সিকুয়েল?
১৭ ই জুন, ২০১২ রাত ১২:০৮
হলুদ কার্ড বলেছেন: না আনাম ভাই, এটা সমস্যার সিকুয়েল। জান্গিয়ার পরে মাঝে কনডম, তারপর এই মোজা। সমস্যা থাকলে সমাধানের খোজে পোষ্ট আসতেই পারে।
১৩| ১৬ ই জুন, ২০১২ রাত ১১:৫৯
বাজেকাম বলেছেন: আপনি মোজার স্পেসিফিকেশন উল্লেখ করে প্রথম আলো ও ডেইলি স্টারে একটা আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেন। সাথে শর্ত দিয়ে দেন স্যাম্পল হিসাবে এক ডজন মোজা জমা দরপত্রের সাথে জমা দিতে হবে। এরপর অনিবার্য কারণ দেখিয়ে দরপত্র অনির্দিষ্টকালের জন্য বাতিল ঘোষণা করে দেন।
তারপর আপনার গোষ্ঠীতে আর কারো মোজা কেনা লাগবে না।
১৭ ই জুন, ২০১২ রাত ১২:১১
হলুদ কার্ড বলেছেন: ভালো আইডিয়া, তবে প্রথম আলো ও ডেইলি স্টারে একটা আন্তর্জাতিক দরপত্র ছাপাইতে কত লাগতে পারে আইডিয়া দিতে পারবেন ?
১৪| ১৭ ই জুন, ২০১২ রাত ১২:০৩
ব্রেথ অব ফেট বলেছেন: বাজেকাম! আইডিয়া খারাপ না!
১৭ ই জুন, ২০১২ রাত ১২:১৩
হলুদ কার্ড বলেছেন: উনার কাছ থেকে আমার সমস্যার সমাধানের হালকা একটা আভাস পাওয়া গেল। উপরে সবাই আমাকে হেয় প্রতিপন্ন করেই চলেগেল।
১৫| ১৭ ই জুন, ২০১২ রাত ১২:০৮
সাকিন উল আলম ইভান বলেছেন: ভাই কি যে করেন , পরে দেখবেন কালকে কালের কণ্ঠ এই পোষ্ট টারে সিরিয়াস পোষ্ট মনে করে কপি পেস্ট করে পত্রিকায় দিয়ে দিবে ।
শিরোনাম আসবে
"মোজার যত্ন"- লিখেন হইলদা আফা
১৭ ই জুন, ২০১২ রাত ১২:১৪
হলুদ কার্ড বলেছেন: চান্স আছে।
১৬| ১৭ ই জুন, ২০১২ রাত ১২:০৮
গ্রামের মানুষ বলেছেন:
ভুয়া
১৭ ই জুন, ২০১২ রাত ১২:১৫
হলুদ কার্ড বলেছেন: এন্টেনার উপর দিয়ে গেলে রিপোর্ট বাটনের সদব্যাবহার করতে পারেন।
১৭| ১৭ ই জুন, ২০১২ রাত ১২:১০
আমি ১৩ বলেছেন: ভাই কমন সেন্স বইলা কী কিছু নাই?
ব্লগে এসব জিনিস নিয়া পোস্ট দিতে আসেন কেন?
ছাগল কোনহানকার
১৭ ই জুন, ২০১২ রাত ১২:১৬
হলুদ কার্ড বলেছেন: এন্টেনার উপর দিয়ে গেলে রিপোর্ট বাটনের সদব্যাবহার করতে পারেন।
১৮| ১৭ ই জুন, ২০১২ রাত ১২:১১
জিনিয়ো বলেছেন: বাজেকাম বলেছেন: আপনি মোজার স্পেসিফিকেশন উল্লেখ করে প্রথম আলো ও ডেইলি স্টারে একটা আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেন। সাথে শর্ত দিয়ে দেন স্যাম্পল হিসাবে এক ডজন মোজা জমা দরপত্রের সাথে জমা দিতে হবে। এরপর অনিবার্য কারণ দেখিয়ে দরপত্র অনির্দিষ্টকালের জন্য বাতিল ঘোষণা করে দেন।
তারপর আপনার গোষ্ঠীতে আর কারো মোজা কেনা লাগবে না
১৭ ই জুন, ২০১২ রাত ১২:১৭
হলুদ কার্ড বলেছেন: বাজেকাম ভাই জিনিয়াস। তবে ওটা কমার্সিয়াল বুদ্বি। আমার পার্সোনাল বুদ্বি দরকার।
১৯| ১৭ ই জুন, ২০১২ রাত ১২:১১
তুতেন-খামেন বলেছেন: আপনারা বন্ধুটিকে ওভাবে আঘাত করে কথা বলছেন কেন? এ দুর্বিষহ গরমে মোজার এহেন অবস্থায় প্রান ওষ্ঠাগত হওয়াটাই কি স্বাভাবিক নয়? আমাদের এ বন্ধুটি তদাবস্থা থেকে পরিত্রাণের আশায় আমাদের দ্বারস্থ হয়েছেন। এক্ষেত্রে আপনাদের সুপরামর্শই একমাত্র বাঞ্ছনীয়।
১৭ ই জুন, ২০১২ রাত ১২:২১
হলুদ কার্ড বলেছেন: আমি আমার সমস্যায় হাবুডুবু খাচ্ছি। সমাধানের জন্য বন্ধুদের সাহায্য চাইছি, এমনকি অনেক তীর্যক বাক্যবানে নিজেকে সংবরন করে রেখেছি, কাউকে আঘাত করার কথা মাথায় আনতেই পারি না। আপনি নিশ্চয়ই কোথাও ভুল করছেন।
২০| ১৭ ই জুন, ২০১২ রাত ১২:১১
হাতির পা বলেছেন: ওস্তাদ এইটা ত মেয়েদের মুজা। লল :-& লল
১৭ ই জুন, ২০১২ রাত ১২:২৩
হলুদ কার্ড বলেছেন: মোজার আবার জেন্ডার আছে নাকি !!! জানতামনাতো। দেখেন ভাই ব্লগ কত কামের জিনিষ। এই তথ্যটাও জেনে গেলাম। ভালো ব্রান্ডের মোজা কোথায় পাওয়া যায় জানালে উপকৃত হতাম।
২১| ১৭ ই জুন, ২০১২ রাত ১২:১৬
লিন্কিন পার্ক বলেছেন:
আপনার কমেট রিপ্লাই এর সাথে আরেকজনের মিল পাইতাছি
যাই হোক প্রথম কমেটটা ডিলিট করে দিতে পারেন । মেজাজ খারাপ হইছিল তাই ওইরম কমেন্ট দিসিলাম
১৭ ই জুন, ২০১২ রাত ১২:২৫
হলুদ কার্ড বলেছেন: সাহায্য সমাধানের চিপায় পড়ে মেজাজ খারাপ হওয়া অস্বাভাবিক না। এবার যদি মাথা ঠান্ডা হয়ে থাকে তাহলে একটা সমাধান দিয়ে যাইয়েন, প্লিজ।
২২| ১৭ ই জুন, ২০১২ রাত ১২:২৫
কাঁচামরিচ বলেছেন: আন্ডারওয়্যার এর পোস্টদাতার পোস্টে দেখলাম সব আন্ডারওয়্যার এর উপর পি.এইচ.ডি ডিগ্রী নিয়ে আসছে। আমি ভাবলাম এখানেও কিছু মোজার উপর ডক্টরেট ডিগ্রীধারী পাবো কিন্তু হলুদ কার্ড মোজার পরামর্শ চেয়েই ফ্রি তে 'আন্ডারওয়্যার' পোস্টের সব ঝাল একাই হজম করতে করতে পরপর ২টা হলুদ কার্ড দেখে অবশেষে লাল কার্ড...
১৭ ই জুন, ২০১২ রাত ১২:২৯
হলুদ কার্ড বলেছেন: অন্তর্বাস একটা বিরাট সমস্যা আমি অবশ্য এড়িয়ে চলি। বলতে পারেন পরার দরকার পরে না। বুড়া হইয়া গেছি তাই হটাৎ উত্তেজিত হয় না, তাই রিক্স ও নাই মান সন্মানের। তবে উনার পোষ্টের মাধ্যমে যেমন অনেকেই উপকৃত হয়েছেন, এই পোষ্টের মাধ্যমেও হবেন বলে আশারাখি।
বুজছি আপনার মাথায় ইউরো চেপেছে, আজকে কার খেলা?
২৩| ১৭ ই জুন, ২০১২ রাত ১২:৪০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
~মাইনাচ~ বলেছেন: একজনে দেয় জাইঙ্গা পোস্ট, আরেকজন দেয় মোজা পোষ্ট। না জানি পরে কি কি নিয়ে পোষ্ট আসবে।
জাইংগা পোস্ট যে ভাবে হিট দিছে, এই লেখক মোজার পোস্ট দিতেই পারেন।
আরো কত কিছু দেখবো!
১৭ ই জুন, ২০১২ রাত ১:১৯
হলুদ কার্ড বলেছেন: হিটের চেয়ে বড় ব্যাপার হলো, মোজা আমাকে আরাম দিতে পারছে না, আমি সাচ্ছন্দ্যবোধ করছি না। আবার মোজার গন্ধে আমার চারিপাশের পরিবেশ ভয়াবহ হুমকির মুখে পড়ছে। তাই সমাধানের জন্য ব্লগার বন্ধুদের নিকট সাহায্য চাইলাম। দেখি। দূর্জয় ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
২৪| ১৭ ই জুন, ২০১২ রাত ১২:৪১
জাওয়াদ তাহমিদ বলেছেন:
এইটা সামুর কমেডি গুলার মধ্যে একটা মাস্টারপিস হতে পারে।
কমেন্ট পড়ে হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেল।
১৭ ই জুন, ২০১২ রাত ১:২১
হলুদ কার্ড বলেছেন: ভালো মোজার সন্ধান থাকলে জানাবেন প্লিজ। এই পোষ্টের কোন অংশটা কমেডি, এটাও জানতে পারলে বাধিত হবো। হাসার ব্যাপারটাই বা কেন আসবে। আশ্চর্য !!!
২৫| ১৭ ই জুন, ২০১২ রাত ১২:৪২
জাওয়াদ তাহমিদ বলেছেন:
ভাই কাউরো দয়া হইলে প্লিজ প্লিজ জাইঙ্গার পোস্ট টার লিঙ্ক দিয়েন।
এইখানে যেই মজা পাইছি, ঐটার মজাটাও মিস করতে চাই না।
১৭ ই জুন, ২০১২ রাত ১:২৩
হলুদ কার্ড বলেছেন: উনার সমস্যাটা আরো ইউনিক। Click This Link
২৬| ১৭ ই জুন, ২০১২ রাত ১২:৪৫
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: মোজা ছাড়াই জুতা পরেন আর নইলে সেন্ডেল পড়েন!! আপনি তো বুড়া, জুতা পইড়া কাম কি
আপনে কি এরশাদ কাগুর মত বিলাতী বড়ি গিলেন নাকি
১৭ ই জুন, ২০১২ রাত ১:২৬
হলুদ কার্ড বলেছেন: অপিসে স্যান্ড্যাল পড়তে পারি না। সবসময় বাবু সেজে বসে থাকতে হবে, এইটা অফিসের নিয়ম।
বিলাতি বড়ির ব্যাপারটা ভেবে দেখার সময় হয়েছে বলে মনে হচ্ছে। এই ব্যাপারে সাহায্য চেয়েও পোষ্ট দিবো কিনা ভাবছি। আপনাকে ধন্যবাদ।
২৭| ১৭ ই জুন, ২০১২ রাত ১২:৫৪
অবেলায় অসময়। বলেছেন: হায়রে পোষ্ট! একটু পরে কেউ পোষ্ট দিবে "আমার গোল গলার শার্ট দরকার, ব্লগার ভাইয়েরা হেলাপান'
১৭ ই জুন, ২০১২ রাত ১:৩০
হলুদ কার্ড বলেছেন: কেউ শার্টের হাতার বোতাম লাগাতে না পেরে ও সাহায্য চেয়ে পোষ্ট দিতে পারে, এতে সমস্যা র কি আছে বুঝলাম না, সমাধান পাওয়াটা ব্লগার হিসাবে আমার অধিকার।
২৮| ১৭ ই জুন, ২০১২ রাত ১:১৯
আগুনের ফুলকি বলেছেন: শেষ রাইতে আমার কুতুব মিনার খাড়াইয়া যায় চ্রম সমস্যায় আছি হেল্পান পিলিজজজজজজজ!
১৭ ই জুন, ২০১২ রাত ১:৩১
হলুদ কার্ড বলেছেন: কুতুব মিনার সংক্রান্ত সমস্যার জন্য Click This Link এই পোষ্টের সাহায্য নিতে পারেন।
২৯| ১৭ ই জুন, ২০১২ রাত ১:২১
~মাইনাচ~ বলেছেন: স্বপ্নবিলাসী আমি ভাই আমি তো ভয়ে ভয়ে আছি
আবার না কোন ছাইয়া শালা ব্রা চাইয়া পোষ্ট না দিয়া বসে
১৭ ই জুন, ২০১২ রাত ১:৩৩
হলুদ কার্ড বলেছেন: সাহায্য চেয়ে পোষ্ট দিতে পারে, এতে সমস্যা র কি আছে বুঝলাম না, সমাধান পাওয়াটা ব্লগার হিসাবে আমার আপনার সবার অধিকার।
৩০| ১৭ ই জুন, ২০১২ রাত ১:২৩
~মাইনাচ~ বলেছেন: আমার জিন্সের চেইন কাজ করেনা। ভাবছি একটা আপুদের কাছে একটা আলপিন চেয়ে একটা পোষ্ট দিবো
১৭ ই জুন, ২০১২ রাত ১:৩৪
হলুদ কার্ড বলেছেন: আপনার কথাবার্তা আমার কাছে উদ্দেশ্য মূলক ঠেকছে। আপনি উল্টাপাল্টা কথার মাধ্যমে আমার সমাধান পাওয়ার পথকে রুদ্ব করছেন, বুঝতে পারছেন?
৩১| ১৭ ই জুন, ২০১২ রাত ১:২৬
তুতেন-খামেন বলেছেন: কেউ বোধহয় আমার জাঙ্গিয়া বিষয়ক পোষ্টটির লিংক চেয়েছিল।
লিংক।
১৭ ই জুন, ২০১২ রাত ১:৩৪
হলুদ কার্ড বলেছেন: আপনি আসলেই...........................
৩২| ১৭ ই জুন, ২০১২ রাত ১:২৮
পেট্রল বলেছেন: @মাইনাচ আপুদের কাছে আলপিন কেন? সেফটিপিন চান।
১৭ ই জুন, ২০১২ রাত ১:৩৮
হলুদ কার্ড বলেছেন: এইতো সমাধান বেরিয়ে এসেছে। যদিও মাইনাস ভাই আমাকে তীর্যক মন্তব্য করেছেন, তারপরও উনার সমাধান প্রাপ্তিতে আমি কিন্চিত খুশি হয়েছি। তবে মাইনস ভাই যদি জিন্সের প্যান্টের চেইন নিয়ে ছবি সহকারে সাহায্য চাহিয়া মূলক একটা পোষ্ট দেন, আমাদের অনেকেরই সাহায্য হবে। জিন্সের চেইন ফাসিয়া বিশেষ অংগে আটকিয়ে যাওয়া একটা কমন প্রবলেম।
৩৩| ১৭ ই জুন, ২০১২ রাত ১:৩৭
রিফাত হোসেন বলেছেন: লিন্কিন পার্ক বলেছেন:
একটা কথা বলি মাইন্ড কইরেন না
আপনার পাছায় যদি কইসা একটা লাত্থি মারতে পারতাম তাইলে অনেক শান্তি পাইতাম
হা হা লু খু গে
পোষ্টু লেখুক সাহেব আমি আপনার পায়ের নীচে আলপিন ফুটাইতে চাই ।
দিবেন নাকি ?
১৭ ই জুন, ২০১২ রাত ১:৪১
হলুদ কার্ড বলেছেন: পায়ের নিচে আলপিন ফোটাতে চাওয়া যদি আপনার আকাংখা হয় তাহলে ঠিক আছে, কিছু বলার নাই। আর যদি স,স্যা হয় তাহলে একটা আলপিন ও পায়ের ছবি সহকারে সাহায্য চাহিয়া পোষ্ট দইতে পারেন। আশাকরি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ।
৩৪| ১৭ ই জুন, ২০১২ রাত ২:৪২
অবুজ বালক বলেছেন: লিন্কিন পার্ক বলেছেন:
একটা কথা বলি মাইন্ড কইরেন না। আপনার পাছায় যদি কইসা একটা লাত্থি মারতে পারতাম তাইলে অনেক শান্তি পাইতাম।
১৭ ই জুন, ২০১২ সকাল ৯:৩৩
হলুদ কার্ড বলেছেন: একজন সমস্যা জর্জরিত সহব্লগার সাহায্য চাইছেন আর আপনারা ব্লগার বন্ধুর পাছায় লাথি দিতে চাইছেন। কি বিচিত্র, কি সেলুকাস এই দুনিয়া। সমস্যার সমাধান পাওয়া আমার অধিকার, ভুলে গেলে চলবে না ভাই।
৩৫| ১৭ ই জুন, ২০১২ সকাল ৯:৪৩
অদম্য১২৩৪ বলেছেন: @লিন্কিন পার্ক ও অবুঝ বালক, লাত্থি যদি মারতেই হয় তাইলে আগে মারতে হবে এই পোস্টে গিয়া। এই পোস্ট এখনও আছে দেইখা হয়ত হলুদ কার্ড ভাই রাগে ক্ষোভে তার পোস্ট দিছেন
তুতেন-খামেন এর জাঙ্গিয়া বিষয়ক পোস্ট
ভালো জাঙ্গিয়া কিনতে চাচ্ছি। কোথায় পাবো??
১৭ ই জুন, ২০১২ সকাল ১০:০৬
হলুদ কার্ড বলেছেন: যদিও উনার সমস্যাটা খুবই প্রবল, এবং ব্লগ বন্ধুদের কাছ থেকে সহযোগীতায় উনার সমাধান হয়ে গেছেন, তারপরও বলতে হয় আপনি ব্লগের অন্যতম বুঝদার ব্যাক্তি। সমস্যার সমাধান পাওয়া আমার অধিকার, ভুলে গেলে চলবে না ভাই।
৩৬| ১৭ ই জুন, ২০১২ সকাল ৯:৫৪
লিন্কিন পার্ক বলেছেন:
অদম্য১২৩৪ @ কমেন্টটা আমিও রাগের মাথায়ই দিসিলাম। এবং লেখককে ব্লসিলাম ইচ্ছা হইলে ডিলিট করে দিতে।
১৭ ই জুন, ২০১২ সকাল ১০:০৮
হলুদ কার্ড বলেছেন: ইটস ওকে ব্রো, ইট হ্যাপেনস ইন ব্লগ। নো ইস্যু।
৩৭| ১৭ ই জুন, ২০১২ দুপুর ১২:২৬
মাহী ফ্লোরা বলেছেন: হাসতে হাসতে শেষ ! আমার পড়া এ সপ্তাহের সেরা রম্য। আগামী সংখ্যার অপর বাস্তবের জন্য মনোনয়ন দিলাম। এখন থেকে মজা পেলাম বলা বাদ। বলতে হবে মুজা পেলাম। জরুরী ভিত্তিতে ইমো দরকার!
১৭ ই জুন, ২০১২ দুপুর ১:৪৪
হলুদ কার্ড বলেছেন: যাক, আপনে তাহলে মুজা পেলেন। এই পোষ্ট আপনার কাজে লেগেছে জেনে খুশি হলাম। ইমো খুজতে সাহায্য চাহিয়া একটা পোষ্ট দিতে পারেন।
৩৮| ১৭ ই জুন, ২০১২ দুপুর ১২:৩৩
অদম্য১২৩৪ বলেছেন: @ স্যরি ব্রো, আপনার পরের কমেন্ট সেইসময় চোখে পড়ে নাই। এখন পড়ল । আপনার মত লোক সামুতে কমই আছে যারা এরকম সুন্দর উদাহরণ তৈরি করে ।
১৭ ই জুন, ২০১২ দুপুর ১:৪৫
হলুদ কার্ড বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।
৩৯| ১৭ ই জুন, ২০১২ দুপুর ১২:৩৩
অদম্য১২৩৪ বলেছেন: @ লিন্কিন পার্ক
১৭ ই জুন, ২০১২ দুপুর ১:৪৫
হলুদ কার্ড বলেছেন:
৪০| ১৭ ই জুন, ২০১২ দুপুর ১২:৪১
সায়েম মুন বলেছেন: জাহিদুল হাসানের ব্লগ বলতে কি বুঝায়? কয় দিন আগে যিনি সস্তায় আইপিএস সাপ্লাই দিলেন
১৭ ই জুন, ২০১২ দুপুর ১:৪৮
হলুদ কার্ড বলেছেন: জ্বী ভাই, এটা জাহিদুল হাসানের ছায়া নিক। মাল্টিনিকের মালিকের নাম দিয়েছি যেন কোনদিন কট খাইতে না হয়।
৪১| ১৭ ই জুন, ২০১২ বিকাল ৩:২৩
জাওয়াদ তাহমিদ বলেছেন: এইটা হল পাব্লিক রম্য।
১৭ ই জুন, ২০১২ বিকাল ৩:৫৩
হলুদ কার্ড বলেছেন:
৪২| ১৭ ই জুন, ২০১২ বিকাল ৫:১৫
চালু অাদমি বলেছেন: আপনার উদ্দেশ্য সফল
পোস্ট হিট
১৭ ই জুন, ২০১২ বিকাল ৫:২৫
হলুদ কার্ড বলেছেন: পোষ্ট হিট করা মোটেও উদ্দেশ্য ছিলো না, কোথায় ভালো মোজা পাওয়া যায় সেটাই উদ্দেশ্য ছিলো। এখনো সেই ঠিকানা পাই নি। মন খারাপ। হিট পোষ্ট ধুইয়া কি ভালো মোজা পাওয়া যাবে ভাই ?
৪৩| ২৪ শে জুন, ২০১২ রাত ৯:০৮
ইকরাম উল্যাহ বলেছেন: সাকিন উল আলম ইভান বলেছেন: ভাই কি যে করেন , পরে দেখবেন কালকে কালের কণ্ঠ এই পোষ্ট টারে সিরিয়াস পোষ্ট মনে করে কপি পেস্ট করে পত্রিকায় দিয়ে দিবে ।
শিরোনাম আসবে
"মোজার যত্ন"- লিখেন হইলদা আফা
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১২ রাত ১১:৪৮
লিন্কিন পার্ক বলেছেন:
একটা কথা বলি মাইন্ড কইরেন না
আপনার পাছায় যদি কইসা একটা লাত্থি মারতে পারতাম তাইলে অনেক শান্তি পাইতাম