নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াংেমন

বিচার পাই বা না পাই, অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করেই যাব।

ইয়াংেমন › বিস্তারিত পোস্টঃ

এ আমাদের কোন আজব দেশ...

১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

শিরোনাম দেখে অনেকেই বুঝতে পারবেন না...



হাঁ আমি বলছি আমাদের বাংলাদেশের কথা। বাংলাদেশে প্রায় ৯০ শতাংশ লোকই মুসলিম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের মুসলিম দেশে চলে সব অমুসলিম রীতি।

আজ থেকে আমরা মুসলমান গন সবাই তারাবির নামাজ আদায় করে আগামী কাল থেকে পবিত্র রমযান এর রোজা রাখা শুরু করব। অথচ দেখেন আমাদের এই বাংলাদেশে রোজা শুরুর প্রথম থেকেই সব সরকারের আমলেই মন্ত্রী মহোদয়গন মুলা ঝুলানো মার্কা কথা বলে থাকে।



= এবার রমজানে কোন প্রকার দ্রব্যমূল্যের দাম বাড়বে না।



এই কথাটা বলবে ঠিক রমজান শুরু হওয়ার ১০-১৫ দিন আগে। যেদিন এই ঘোষনা দেয়া হবে ঠিক তার পরের দিন আমাদের ব্যাবসায়ী মহল গন মন্ত্রী দেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দাম বাড়িয়ে দেয়। কিন্তু দুঃখের বিষয় মন্ত্রীদের এ ব্যাপারে কিছুই করার থাকেনা। অথচ তারা আগে কথা বলার সময় ব্যাবসায়ীদের কঠোর হুশুয়ারী দিয়ে থাকে।

আমাদের মন্ত্রীরা কঠোর হুশিয়ারী শুধুই দিয়েই থাকে কিন্তু হুশুয়ারী দেয় দাম যাতে দ্রুত বাড়ায় সেই হুশিয়ারী।

অথচ আমরা যদি অন্যান্য দেশের দিকে তাকাই তাহলে দেখবেন যে, পাশ্ববর্তী দেশ ভারতে দেখবেন তাদের পূজার সময় সব জিনিসের দাম থাকে কম,

পশ্চিমাদেশ গুলো দেখেন তাদের বড়দিন পালন করার সময় তারা তাদের দেশে দ্রব্যমূল্যের দাম রাখে সহনীয় পর্যায়ে যাতে তারা খুব ভালোভাবে ধনী গরিব সবাই একসাথে ধর্মীয় উৎসব পালন করতে পারে।



আর আমাদের বাংলাদেশে রোজা শুরু হবার ৭ দিন থেকে শুরু হয় প্রতিযোগিতা কে কত দাম বাড়াতে পারে? অনেকেই আবার এই রমযান উপলক্ষে নতুন ভাবে ব্যাবসা শুরু করে সারা বছরের লাভ এক রমযান মাসে করার জন্য।



হায়রে আমাদের আযব দেশ!!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা যে নামে মুসলিম!!!!!!!!!!!!!!!!!!!!!


আর মন্ত্রী ১০ ১৫ দিন আগে কাশি দেয়- মানে আমার ঈদ কমিশনটা তাড়াতাড়ি পৌছায়া দিয়া তোরা যা খূশী কর X( X( X(

এরাই আবার ঈদের জামাতে সামনের কাতারে থাকে!!!

ভন্ড সব ভন্ড!!!!

একজন ইমাম কি আছে- যিনি উচ্চ কন্ঠে বলবেন- অবৈধ দান গ্রহন করবো না। যিনি সমাজে দূর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠিত- তাকে -তওবা ছাড়া জামাতে নেবেন না!!!

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৮

ইয়াংেমন বলেছেন: ভাই এই ডায়ালগটা চ্রম হইছে

আর মন্ত্রী ১০ ১৫ দিন আগে কাশি দেয়- মানে আমার ঈদ কমিশনটা তাড়াতাড়ি পৌছায়া দিয়া তোরা যা খূশী কর X( X( X(

এরাই আবার ঈদের জামাতে সামনের কাতারে থাকে!!!

২| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

রাতুল রেজা বলেছেন: যে দেশে রোজা ২৯ টা হলেও ৩০ টা করানো হয় কমিশন দিয়ে, সে দেশ নিয়ে আর কি বলবো। দেশের কোনো দোষ নেই, দোষ যত দেশের শাষক নামন কিছু উদ্ভট বস্তুর।

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৭

ইয়াংেমন বলেছেন: ঠিকই বলেছেন ভাই আমি একমত আপনার সাথে। কিন্তু আমরা এর থেকে কোন রকম পরিত্রান পাবনা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.