নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াংেমন

বিচার পাই বা না পাই, অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করেই যাব।

ইয়াংেমন › বিস্তারিত পোস্টঃ

হতবাক আমি নির্বাক আমি!!! সজীব ওয়াজেদ জয় সাহেবের কথা শুনে...

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৮

আগে নিউজটি সবাই একনজর পড়ে নেই...

তথ্য সু্ত্র



আমাদরে মাননীয় সজীব ওয়াজদে সাহবে বলছেনে ফের নির্বাচিত হলে ১ মেগাবাইট ইন্টারনেট মাত্র ২০০ টাকায় পাওয়া যাবে।



ওনার কথা শুনে যে কোন মানুষই ভক্ত হয়ে আবার ওনাকে নির্বাচিত করবেন বলে মনে হচ্ছে।



কিন্তু আপনারা একটু ভাবুন...

ওনি ওয়াদা করেছেন ফের যদি নির্বাচিত হয় তাহলে এই সুবিধাটি দিবেন। আমার প্রশ্ন হল এই আমলে ওনি কেন এই সুবিধাটির জন্য চেষ্টা করেননি। তার মানে ওনি চাইতেন না যে বাংলার মানুষ বর্তমানে এই সুবিধাটি পাক। ওনি ১ মেগা না হোক ৫১২ ও যদি দিতেন ২০০ না ৩০০ টাকায় তাহলে ও তরুন প্রজন্ম ও একটু হলে ও স্ব¯িত পেত। আবার ওনারা ডিজিটাল বাংলাদেশ গড়বে বলে মানুষকে স্বপ্ন দেখায়। আমার ভাবতেই অনেক লজ্জা হচ্ছে।



তারেক মাসুদ এবং মিশুক মনির স্যার ওনারা যেদিন সড়ক দুর্ঘটনায় মারা যায় সেদিন সেখানে রাজনিতীবিদগন জড়ো হয়ে তাদেরকে স্বান্তনার বানী দিতে থাকে। ঠিক সেই সময় মিশুক মনির স্যার এর স্ত্রী সাদেক হোসেন খোক সাহেব ও অন্যান্য ব্যাক্তিদেরকে উদ্দেশ্য করে বলেন আপনারা একজন বাপকে বিক্রি করে রাজনীতি করেন আরেকজন তার স্বামীকে বিক্রি করে রাজনিতী করেন। আপনারা একজন ও মানুষের কল্যানের জন্য মন থেকে কেউ কাজ করেননা। এটাই হয়তো চরম সত্য কথা আমাদের মতো সাধারন মানুষের কথা।



আমার ঠিক প্রায় ৫ বছর আগেকার কথা আওয়ামীলিগের নির্বাচনী ইশতেহার – ইনশাহাল্লাহ আমরা ক্ষমতায় গেলে প্রতি ঘরে ঘরে যোগ্যতা অনুুযায়ী চাকুরীর ব্যাবস্থা করব। কিন্তু আমার ঘরে বা আমার চারপাশে কার ও ঘরে আমি অন্তত দেখলাম যে কারও চাকুরী হতে। যাদের দেখলাম দুই একজনকে তারা ও প্রায় ৪-৫ লক্ষ্য টাকার বিনিময়ে এবং সাথে সাথে দলীয় ব্যানারে তাদের চাকুরী হয়েছে। জানিনা এর বাইরে কোন সত্য কিছু আছে কিনা... ! এটা শুধু আওয়ামীলিগেই নয় বিএনপিতে আর ও বেশী ও হয়েছে।



আমরা দুই দলের কোন দলের কাছেই নিরাপদ নয় ........

তারা ক্ষমতায় যাওয়ার জন্য বলবে এটা করব ওটা করব আসলে তারা তাদের আধিপত্য বিস্তার করার জন্য আর লটপাট করে কাঁড়ি কাঁড়ি টাকা বানানোর জন্যই তারা বিভিন্ন রকম বিভ্রান্তি মূলক কথা বলে বাংলার সাধারন মানুষকে বোকা বানিয়ে তারা মানুষের সাথে বারবার ধোকা দিয়ে থাকে।



আমি জানিনা আপনার আমার সাথে কতটুকু একমত হবেন......?





















মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৫

আহলান বলেছেন: ১০ টাকা সের চাল খাইছেন তো এই আমলে ...পরের বার মেগাবাইট খাবেন .... আর কিছু লাগবে না ..... বঙ্গবন্ধুর অবঙ্গীয় নাতী ....

২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৯

ইয়াংেমন বলেছেন: হাসাইলেন ভাই....

২| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৮

পরের তরে বলেছেন: আমাদের উচিৎ দুই দলকেই গাদাম দিয়া নির্বাচনে ফেল করানো। হায় আল্লাহ বাংলাদেশে একজন মাহাতির মুহাম্মদ বা আহমদিনিজাদ পাঠাও যে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলবে। বর্তমানে বাংলাদেশে অবস্থিত সকল পচা রাজনীতিক দলকে ধ্বংস করে দাও।

২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০

ইয়াংেমন বলেছেন: এখন এটাই আমাদের আশা বাংলাদেশে কবে মাহাতির মাহমুদের জন্ম হবে..?

৩| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২১

হাসিব০৭ বলেছেন: @পরের তরে বলেছেন: আমাদের উচিৎ দুই দলকেই গাদাম দিয়া নির্বাচনে ফেল করানো। হায় আল্লাহ বাংলাদেশে একজন মাহাতির মুহাম্মদ বা আহমদিনিজাদ পাঠাও যে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলবে। বর্তমানে বাংলাদেশে অবস্থিত সকল পচা রাজনীতিক দলকে ধ্বংস করে দাও।

সহমত.... আমাদের কষ্ট দেখার মত কেউ নেই সবাই নিজের স্বার্থ উদ্ধারে ব্যস্ত :( :( :( :( :( :(

২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৮

ইয়াংেমন বলেছেন: হাছা কথা কইছেন।

৪| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৩

বাংলার হাসান বলেছেন: সজীব ওয়াজেদ কি দেশের নির্বাচিত জন প্রতিনিদি বা কোন মন্ত্রী? যদি এর উত্তর না হয় তবে তার এই ধরনের বক্তব্য কতটুকু গ্রহন যোগ্য?

২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০১

ইয়াংেমন বলেছেন: কোন প্রতিনিধি বা মন্ত্রী না হলে ও ওনার মত একজন লোক যিনি প্রধানমন্ত্রীর ছেলে, এরকম দায়িত্বজ্ঞানহীন কথা বলা উচিত নয়।

৫| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৫

এস বাসার বলেছেন: হাসিব০৭ বলেছেন: @পরের তরে বলেছেন: আমাদের উচিৎ দুই দলকেই গাদাম দিয়া নির্বাচনে ফেল করানো। হায় আল্লাহ বাংলাদেশে একজন মাহাতির মুহাম্মদ বা আহমদিনিজাদ পাঠাও যে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলবে। বর্তমানে বাংলাদেশে অবস্থিত সকল পচা রাজনীতিক দলকে ধ্বংস করে দাও।

৬| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪০

মাথা নষ্ট সিপাহি বলেছেন: এক মেগাবাইট ? হা হা এখন তো গ্রামীন ই ৩৫০ টাকা ১ গিগাবাইট দিচ্ছে।

তিনি ক্ষমতায় আসলে ১ মেগা দিবে ২০০ টাকায়, তাহলে প্রতি গিগা কত পরলো।
তিনি কি কম্পুটার ইন্জিনিয়ার ?

৭| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২২

জেকলেট বলেছেন: How come he is an adviser of PM? forget abt everything just thing if he impose this rule whts hpn of local ISP companies?
Instead of this if he commit to increase utilization of BW for commercial purposes ie: smart city concept where seamless network connection is the heart of the concept. It will be more batter for us. If we are unable to increase volume of business, increase business hw new JOB will create??
Something funny. Wht heard he was in USA!!!

৮| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২২

জেকলেট বলেছেন: How come he is an adviser of PM? forget abt everything just thing if he impose this rule whts hpn of local ISP companies?
Instead of this if he commit to increase utilization of BW for commercial purposes ie: smart city concept where seamless network connection is the heart of the concept. It will be more batter for us. If we are unable to increase volume of business, increase business hw new JOB will create??
Something funny. Wht heard he was in USA!!!

৯| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৭

nurul amin বলেছেন: হায়?কোন দেশে আছি

১০| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৪

ম্যাংগো পিপল বলেছেন: আহলান বলেছেন: ১০ টাকা সের চাল খাইছেন তো এই আমলে ...পরের বার মেগাবাইট খাবেন .... আর কিছু লাগবে না ..... বঙ্গবন্ধুর অবঙ্গীয় নাতী ....

১১| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৯

পাস্ট পারফেক্ট বলেছেন: মেন ইজ মর্টাল, অর্থাৎ - সজিব ওয়াজেদ জয় মাত্রই ভুল। ১ এমবি জায়গায় পড়তে হবে ১ এমবিপিএস এন্ড সো অন।

১২| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪১

পাস্ট পারফেক্ট বলেছেন: মেন ইজ মর্টাল, অর্থাৎ - সজিব ওয়াজেদ জয় মাত্রই ভুল। ১ এমবি জায়গায় পড়তে হবে ১ এমবিপিএস এন্ড সো অন। এইখানে নেট স্পিডের হিসাবে কইতে চাইছেন উনি। ডাউনলোডের সাইজে না।

১৩| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৭

খাটাস বলেছেন: জয় প্রতিবন্ধী সুলভ কথায় তারেক ভাই জানের মহা সমর্থক রা বিরাট খুশি। কিন্তু দুজন ই যে তাদের মায়েদের মত দেশের জন্য ক্ষতিকর। ঘুরে ফিরে তারাই আসছে, আসবে- যত দিন না তৃতীয় শক্তি আসবে। তত দিন পর্যন্ত আমরা নিজেরা নিজেদের ঠিক করলেই দেশের অনেক উন্নতি হবে। আমাদের বাপ ভায়েরা দুর্নীতি করলেও আমরা অন্নের বাপ ভাই এর টা নিয়ে টানাটানি করে। নিজের ও নিজ পরিবারের পরিবর্তন দরকার আগে।
বেশ ভালই লিখেছেন।
ভাল থাকবেন।

২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৬

ইয়াংেমন বলেছেন: আপনার কথা গুলা ও অনেক ভালো লেগেছে। আপনি ঠিকই বলেছেন- আমরা নিজেরা নিজেদের ঠিক করলেই দেশের অনেক উন্নতি হবে। কথাটা অনেক গুরুত্বপূর্ন।

১৪| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আবার ওনারা ডিজিটাল বাংলাদেশ গড়বে বলে মানুষকে স্বপ্ন দেখায়। আমার ভাবতেই অনেক লজ্জা হচ্ছে।


মাথা নষ্ট সিপাহি বলেছেন: এক মেগাবাইট ? হা হা এখন তো গ্রামীন ই ৩৫০ টাকা ১ গিগাবাইট দিচ্ছে।

তিনি ক্ষমতায় আসলে ১ মেগা দিবে ২০০ টাকায়, তাহলে প্রতি গিগা কত পরলো।
তিনি কি কম্পুটার ইন্জিনিয়ার ?

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৫| ২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: জয় সমর্থকরা এমনই বেহায়া.. এতবড় ভুলের পরও সাফাই গায়!!!!

কম্পু মহাবিজ্ঞানীর যদি এই হাল হয়- তাই বুঝি ডিজাটল বাংলারও এমন বেহাল অবস্থা!!!

আমরা স্পীড পাইনা- আর দালাল আবলরা ব্যান্ডউইথ রপ্তানির চিন্তা করে!!!

বাহ বাহ... এই না হলে অন্ধ সমর্থক!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.