![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ছাত্র। আমার শখ ফটোগ্রাফিতে। এছাড়া নতুন কিছু জানতে ও জানাতে চেষ্টা করি।
আকস্মিক দুর্ঘটনায় কারও মাথায় আঘাত
লাগতে পারে। যেমন ক্ষণিকের ভুলে
কোলের শিশু পড়ে গিয়ে মাথায় আঘাত
পেতে পারে। সড়ক দুর্ঘটনায়, বিশেষ করে
মোটরসাইকেল আরোহীদের মাথায় আঘাত
পাওয়ার ঝুঁকি বেশি। এমন বিপদে কী
করবেন—তা জেনে রাখা ভালো। মাথায়
আঘাত লাগার ফলে যেসব লক্ষণ দেখা
দিতে পারে সেগুলো হলো: মাথাব্যথা,
বমি বা বমি বমি ভাব, মাথা ঘোরা,
খিঁচুনি, অচেতন অবস্থা, দুই চোখের নিচে
রক্ত জমে কালো রং ধারণ বা ব্ল্যাক আই
ইত্যাদি। এ বিষয়ে কয়েকটি পরামর্শ:
* অনেকেই মনে করেন, মাথায় আঘাত
লাগলেই নিশ্চিত মৃত্যু। ব্যাপারটা আসলে
সে রকম নয়। বরং যত দ্রুত সম্ভব, পরীক্ষা-
নিরীক্ষার মাধ্যমে আঘাতের মাত্রা
নির্ণয় এবং চিকিৎসার ব্যবস্থা করলে
ক্ষতির মাত্রা কমবে।
* মাথায় আঘাত পেলে রোগীকে দ্রুত
হাসপাতালে নিয়ে যেতে হবে। চিকিৎসক
রোগীর অবস্থা প্রাথমিকভাবে নিরূপণ
করবেন। কিছু প্রাথমিক চিকিৎসাও দরকার
হয়। পাশাপাশি মাথার সিটি স্ক্যান
পরীক্ষার প্রয়োজন।
* অনেক সময় মাথায় আঘাত লাগার পর
রোগী দিব্যি হাঁটা-চলা করে, কথা বলে ও
সচেতন থাকে। তবু এসব রোগীকে
হাসপাতালে নিয়ে যেতে হবে এবং সিটি
স্ক্যান পরীক্ষাটিও করাতে হবে। কারণ
কিছু কিছু ক্ষেত্রে মাথায় আঘাত লাগার
পর রোগীকে আপাতদৃষ্টিতে সুস্থ মনে
হলেও পরে হঠাৎ অবস্থা জটিল হতে পারে।
©somewhere in net ltd.