নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ ইউনুস আলী

আমি একজন সাংবাদিক। সাংবাদিকতা আমার কাছে খুবই সম্মানের আর পছন্দের পেশা। এর মাধ্যমে আ

মোঃ ইউনুস আলী › বিস্তারিত পোস্টঃ

অতীত

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫১

হাজারও চেষ্টা করেও কখই যায়না ভূলে থাকা সেই অতীত, শৈশব, কৈশোর, যৌবনকে। যায়না ভুলে থাকা সেইসব দিনের মনের ভিতর লুকিয়ে থাকা না বলা গোপন স্মৃতি, কথা, মহুর্ত ও ঘটনাপ্রবাহকে। এটাই নিয়তির নিয়ন।

কিছুকিছু সময়!
অতীত কথা, স্মৃতি, রোমাঞ্চ - বেদনা বা ঘটনা প্রবাহ এসে মানুষের মনে হাজির হয়! তা দেখে উত্তাল সাগরে ডেউ, ধাবমান উল্কা, চলন্ত রকেট হঠাৎ করে যেন স্টপ হয়ে যায়।

মানুষ ভুলে যায় চলন্ত সেরা শুখ শান্তি, আভিজাত্য অট্টালিকা। ভালো লাগেনা কিছুই। মনে ভিতর নেমে আসে কঠিন থেকে কঠিনতম নীরবতা। মানুষ হয়ে যায় একা।

কেন এমন হয় আর কি কারণে এমনটা হয় তা কেউ জানেন না বা জান্তেই পারেন না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৯

জগতারন বলেছেন:

আর এ অবস্থাটা প্রকটভাবে হয়ে থাকে যারা সৎ, সরল ও আন্তরীক তাদের বেলায় যার উদাহরন আমি নিজে।
দার্শনিক কবি হুমায়ুন আজাদ বলেছে;
"যারা সৃষ্টিশীল, সৎ, সরল ও আন্তরীক তারাই সংসারে সকলের আক্রমনের লক্ষ বস্তু একা"

আধুনীক পরিবার ও সংসার বড়ই নিরমম, যা আগেকার যৌথ সুখী পরিবারগুলোর মধ্যে দেখা যেত না।

২| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.