![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্যায়ের প্রতিবাদ করে লাশ হতেও আপত্ত নাই। শুধু মিনতি লাশটা যেন শেয়াল-কুকুরে না খেয়ে ফেলে, আমার মা-বাবার কাছে যেন পৌছে দেয়া হয়।
ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহের পর ঢাকায় বসেই শীতের তীব্রতা অনুভব করলাম। উফপ্ কি ঠান্ডা! অবাক হয়ে ভাবি সীমান্তবর্তী আমার হালুয়াঘাটের মানুষের কথা। এর মাঝে আম্মা ফোন দিয়ে বললো শীতে জনজীবন প্রায় অচল হয়ে গেছে। প্রতিদিন বাসায় গরীব মানুষেরা আসে গরম কাপড়ের আসায়। "কিছু একটা কর" - আম্মা প্রায় হুংকার দিলো।
সাথে সাথেই আমার নিজের একটা ফান্ড মনে মনে বিবেচনা করে ফেললাম। ছোটভাই বদরুলের পরামর্শে ঢাকাস্থ হালুয়াঘাটের পরিচিত বন্ধু, বড় ভাইদেরকেও জানালাম। নির্ধারিত একটা তারিখে সবাই মিলে ঢাবির ক্যাম্পাসে বসলাম। আরো বেশ কিছু টাকা আমার হাতে চলে আসলো। কভে, কোথায় কোথায় দিবো সব প্ল্যান শেষ করে শুরু করলাম কম্বল কিনা.... সর্বমোট ৫৬৫ টি কম্বল কিনলাম
কম্বল কিনে ভ্যানে করে নিজেরাই গন্তব্যে নিয়া যাচ্ছি - ১
হান্নান (ছবির ছেলেটি) বিনাস্বার্থে আমাকে সারাদিন সময় দিয়েছে। স্মৃতি হিসাবে ছবিটি সারাজীবনের জন্য তুলে রাখলাম।
ঢাকাতে, এলাকাতে যারা সার্বিকভাবে বিভিন্ন সহযোগিতা করেছে তার বিস্তারিত তুলে ধরলাম।
আগত মানুষদের একাংশ (জায়গা - ১)
এতিম, মুসুল্লী, হিন্দু, গারো উপজাতি সবাইকেই কমবেশ দেওয়ার আন্তরিক চেষ্টা করেছি।
আগত মানুষদের একাংশ (জায়গা - ২)
আগত সবাই মিলে কম্বল তুলে দিলাম শীতার্থদের মাঝে।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭
ইউনুস খান বলেছেন: ধন্যবাদ। আশারাখি সবাই সবার সাধ্যমতো সামাজিক প্রয়োজনে এগিয়ে আসবে, মানুষের পাশে এসে দাঁড়াবে।
ভালো থাকুন সবসময়।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
দূর্যোধন বলেছেন: দারুন কর্মযজ্ঞ ইউনুস ভাই ।
অনেকদিন পর ব্লগে দেখা গেলো আপনাকে ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
ইউনুস খান বলেছেন: হ্যাঁ দূর্যোধন ভাই অনেকদিন পর ব্লগে পোস্ট দিলাম। অফলাইনে প্রায়ই আসি। কিন্তু লগইন করা হয়না।
আশা করি ভালো আছেন। ভালো ছিলেন। আপনের রিভিউগুলার কিন্তু ধারুন ভক্ত আমি
ভালো থাকুন সবসময়।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
পরিবেশ বন্ধু বলেছেন: মানবের সেবায়
যার মন উদার
সেই বন্ধু জনতার
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
ইউনুস খান বলেছেন: "পরিবেশ বন্ধু" অসাধারণ আপনার নিকটি। বিশ্বাস করি পরিবেশের সেবায় আপনি উদার।
আপনিও পরিবেশের বন্ধু। আর আমরা যারা পরিবেশের সুফল ভোগ করি সবার বন্ধুও বটে।
ভালো থাকুন সবসময়।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৮
চাঁপাডাঙার চান্দু বলেছেন: দারুণ উদ্যোগ ইউনুস ভাই। অনেক দিন পর এলেন, কিন্তু আপনার ছায়া এখনো আছে ব্লগে। মাঝে মাঝে অনেককেই আপনার নাম নিতে দেখি
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
ইউনুস খান বলেছেন: ধন্যবাদ চান্দু ভাই।
জেনে ভালো লাগলো এই ব্লগের ব্লগাররা আমাকে মনে রেখেছে।
শুভকামনা সবসময়।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫
ফান্টা বলেছেন: ভাল কাজ করেছেন।
ধন্যবাদ আপনাকে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
ইউনুস খান বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
চাঁন মিঞা সরদার বলেছেন: যার নাম ইউনুস ভাই
শুভকামনা আপনার জন্য
অনেক অনেক
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
ইউনুস খান বলেছেন: ধন্যবাদ সরদারসাব
আপনার জন্যও শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: ভাল ঊদ্যোগ......।