![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্যায়ের প্রতিবাদ করে লাশ হতেও আপত্ত নাই। শুধু মিনতি লাশটা যেন শেয়াল-কুকুরে না খেয়ে ফেলে, আমার মা-বাবার কাছে যেন পৌছে দেয়া হয়।
সরকারের বিরুদ্ধে / বিরোধীদলের বিরুদ্ধে / কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে গঠনমূলক/তথ্যবহুল সমালোচনার জন্য যদি কাউকে গ্রেপ্তার বা হয়রানী করা হয় তাহলে কোন ব্লগারই তা মেনে নিবেনা।
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৪
ইউনুস খান বলেছেন: সেটাই।
২| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: সরকারের বিরুদ্ধে / বিরোধীদলের বিরুদ্ধে / কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে গঠনমূলক/তথ্যবহুল সমালোচনার জন্য যদি কাউকে গ্রেপ্তার বা হয়রানী করা হয় তাহলে কোন ব্লগারই তা মেনে নিবেনা।
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫
ইউনুস খান বলেছেন: আপনের পোস্টে মন্তব্যে করার বক্স খুঁজে পাইলাম না
৩| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: যে পোস্টের কথা কৈছি হেইডাতে বক্স খোলাছে , ওইডা পড়েন,
৪| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২
দায়িত্ববান নাগরিক বলেছেন: ওয়েট করো ! একমাঘে তো আর শীত যায় না। নাস্তিকদের দেখে হাসো, তোমাদের দিনও আসবে। কিবোর্ড দিয়ে আর কিছু আটকাতে পারবে না।
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯
ইউনুস খান বলেছেন: না পড়েই মন্তব্য করলা নাকি?
কোন ব্লগারের কোন রকম ক্ষতিতেই হাসতে পারিনা। নাস্তিক আর ইসলাম ধর্ম বিদ্বেষী এক জিনিসনা। যদিও সেইটা বুঝার মতো ঘিলু তোমার নাই।
এনিওয়ে আমার লিখা ছিলো - সরকারের বিরুদ্ধে / বিরোধীদলের বিরুদ্ধে / কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে গঠনমূলক/তথ্যবহুল সমালোচনার জন্য যদি কাউকে গ্রেপ্তার বা হয়রানী করা হয় তাহলে কোন ব্লগারই তা মেনে নিবেনা।
৫| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২
দায়িত্ববান নাগরিক বলেছেন: হয়রানী মেনে নেবে না ব্লগারেরা কে বলছে? না মেনে উপায় আছে ?
এখন আপনি হাসছেন, আরেকদলের মন খারাপ। যখন আপনাকে ধরবে তখন তারা কেনো হাসবে না? অবশ্যই হাসবে।
কেউ বাচাতে আসবে না চান্দু ! দুনিয়া এত সোজা না!
০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬
ইউনুস খান বলেছেন: দুনিয়া এতো সোজা না এই বুঝতে এতো সময় লাগলো চান্দু।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২
মদন বলেছেন: ব্লগার মেনে না নিলে সরকারের আসে যায় না।
শাহবাগের গনজাগরনকে দলীয়করনের মাধ্যমে যেভাবে আন্দোলনের কলংকলেপন করা হয়েছে। এমন জাগরন তৈরী করতে দেশকে আগামি ৪০ বছর অপেক্ষা করতে হবে।