নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখা অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না।

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

ইউনুস খান

অন্যায়ের প্রতিবাদ করে লাশ হতেও আপত্ত নাই। শুধু মিনতি লাশটা যেন শেয়াল-কুকুরে না খেয়ে ফেলে, আমার মা-বাবার কাছে যেন পৌছে দেয়া হয়।

ইউনুস খান › বিস্তারিত পোস্টঃ

সরকারের বিরুদ্ধে / বিরোধীদলের বিরুদ্ধে / কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে গঠনমূলক/তথ্যবহুল সমালোচনার জন্য যদি কাউকে গ্রেপ্তার বা হয়রানী করা হয় তাহলে কোন ব্লগারই তা মেনে নিবেনা।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯

সরকারের বিরুদ্ধে / বিরোধীদলের বিরুদ্ধে / কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে গঠনমূলক/তথ্যবহুল সমালোচনার জন্য যদি কাউকে গ্রেপ্তার বা হয়রানী করা হয় তাহলে কোন ব্লগারই তা মেনে নিবেনা।





মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

মদন বলেছেন: ব্লগার মেনে না নিলে সরকারের আসে যায় না।

শাহবাগের গনজাগরনকে দলীয়করনের মাধ্যমে যেভাবে আন্দোলনের কলংকলেপন করা হয়েছে। এমন জাগরন তৈরী করতে দেশকে আগামি ৪০ বছর অপেক্ষা করতে হবে।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৪

ইউনুস খান বলেছেন: সেটাই।

২| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: সরকারের বিরুদ্ধে / বিরোধীদলের বিরুদ্ধে / কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে গঠনমূলক/তথ্যবহুল সমালোচনার জন্য যদি কাউকে গ্রেপ্তার বা হয়রানী করা হয় তাহলে কোন ব্লগারই তা মেনে নিবেনা।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫

ইউনুস খান বলেছেন: আপনের পোস্টে মন্তব্যে করার বক্স খুঁজে পাইলাম না :(

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: যে পোস্টের কথা কৈছি হেইডাতে বক্স খোলাছে , ওইডা পড়েন,

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২

দায়িত্ববান নাগরিক বলেছেন: ওয়েট করো ! একমাঘে তো আর শীত যায় না। নাস্তিকদের দেখে হাসো, তোমাদের দিনও আসবে। কিবোর্ড দিয়ে আর কিছু আটকাতে পারবে না।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯

ইউনুস খান বলেছেন: না পড়েই মন্তব্য করলা নাকি?

কোন ব্লগারের কোন রকম ক্ষতিতেই হাসতে পারিনা। নাস্তিক আর ইসলাম ধর্ম বিদ্বেষী এক জিনিসনা। যদিও সেইটা বুঝার মতো ঘিলু তোমার নাই।


এনিওয়ে আমার লিখা ছিলো - সরকারের বিরুদ্ধে / বিরোধীদলের বিরুদ্ধে / কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে গঠনমূলক/তথ্যবহুল সমালোচনার জন্য যদি কাউকে গ্রেপ্তার বা হয়রানী করা হয় তাহলে কোন ব্লগারই তা মেনে নিবেনা।

৫| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২

দায়িত্ববান নাগরিক বলেছেন: হয়রানী মেনে নেবে না ব্লগারেরা কে বলছে? না মেনে উপায় আছে ?

এখন আপনি হাসছেন, আরেকদলের মন খারাপ। যখন আপনাকে ধরবে তখন তারা কেনো হাসবে না? অবশ্যই হাসবে।

কেউ বাচাতে আসবে না চান্দু ! দুনিয়া এত সোজা না!

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬

ইউনুস খান বলেছেন: দুনিয়া এতো সোজা না এই বুঝতে এতো সময় লাগলো চান্দু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.