![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্যায়ের প্রতিবাদ করে লাশ হতেও আপত্ত নাই। শুধু মিনতি লাশটা যেন শেয়াল-কুকুরে না খেয়ে ফেলে, আমার মা-বাবার কাছে যেন পৌছে দেয়া হয়।
সিলেট, খুলনা, বরিশাল ও রাজশাহীর পর গাজীপুরেও বিশাল ব্যবধানে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী পরাজিত হলো। ০-৪ এর পরে ০-১ তে পরাজয়।
দেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবি, কলামিস্ট, বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে বিশ্লেষণ করছে এ পরাজয়গুলোকে।
এ সরকারের ব্যর্থতা কোথায়?
১। বিডিআর হত্যাকান্ড
২। শেয়ার মার্কেটে হাজার কোটি টাকার লুটপাট
৩। কুইকরেন্টালের মাধ্যমে বিদ্যুতখাতে অসহনীয় দুর্ণীতি
৪। ছাত্রলীগের ক্যাম্পাসে ক্যাম্পাসে রামদা/চাপাতি দিয়ে কুপাকুপি
৫। ছাত্রলীগের/যুবলীগের টেন্ডার বাণিজ্য
৬। ডেসটিনি
৭। পদ্মাসেতুর দুর্ণীতি
.................................................... আরও কত কিছু।
এই সেদিন হেফাজত ইসলামের উপর আওয়ামীলীগ প্রশাসনের নির্বিচার গুলিবর্ষণ, হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনা সাধারণ মুসলামানদেরকে ক্ষুদ্ধ করেছে। আমরা দেখেছি হেফাজতের বিরুদ্ধে সরকারের ঐ আক্রমণের পরে ৪ সিটি কর্পোরেশন নির্বাচনে সরাসরি সরকারের মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচারণ করে। সবমিলিয়ে সরকার ০-৪ এ হোয়াইটহোয়াশ হয়।
সাম্প্রতিককালে সরকারের আরেকটি ব্যার্থতার নজিরহলো বাংলাদেশের জিএসপি সুবিধা হারানো। যা নিয়ে আওয়ামীলীগ অব্যাহতভাবে মিথ্যাচার করে যাচ্ছে। একের পর এক গার্মেন্টস কারখানায় আগুন, শ্রমিকনেতা আমিনুল হত্যাকান্ডের বিচার করতে না পারা, সর্বশেষ রানা প্লাজা ধ্বসে হাজারের উপরে লোক নিহত। যার ফল শ্রুতিতে জিএসপি সুবিধা বাতিল।
ফলশ্রুতিতে গার্মেন্টস শ্রমিক অধ্যুষিত গাজীপুরেও আওয়ামীলীগ চরমভাবে হোচট খায়।
১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৫
ইউনুস খান বলেছেন: হুম।
২| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪০
হাসান কালবৈশাখী বলেছেন:
সিটি নির্বাচনে ক্ষমতাসিন সরকারের বাইরের কোন লোককেই চাইবে, সে যোগ্য না হলেও!
কারন সরকার ও মেয়র একই দলের হলে দুর্নিতী ধরবে কে?
মানুষ এই কারনেই মনস্তাত্তিক ভাবে চাইবে তাদের নগর পিতা হউক ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোক।
যে দুর্নিতি করলে সরকার নিজেই চেপে ধরবে।
Click This Link
১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৮
ইউনুস খান বলেছেন: আবালীয় থিওরী।
ভালো থাকুন হারুন ভাইয়ের দোস্ত।
৩| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫১
আশিকুর রহমান ১ বলেছেন: হাম্বা জাগরণমঞ্চের কি হপে??
১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৯
ইউনুস খান বলেছেন: ইমরান জানে।
৪| ০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৩২
নিষ্কর্মা বলেছেন: অন্যতম প্রধান কারণ হিসাবে জামায়াতে ইসলামীর নায়েব/গোলাম, বিশিষ্ঠ ইসলামী চিন্তাবীদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের নির্মম বলি, ইসলামের বাগানে ফুটন্ত গোলাপ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর আন্তর্জাতিক মানবিহীন আদালতে ফাঁসির হুকুমকে বড় করে দেখলেন না? আফসুস
১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:০০
ইউনুস খান বলেছেন: খোমা দেখান। আগে বুঝি আপনে শিবির না ছাত্রলীগ।
৫| ০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৩৪
মতিউর রহমান মিঠু বলেছেন: @হাসান কালবৈশাখী'র, নতুন তত্ত্ব!! এই সুত্রটা কে আবিস্কার করছে হাসান কালবৈশাখী ভাই?? আপনি নিজে নাকি আপনার বন্ধু পেইড ব্লগার মি.দালাল ওরফে হারুন??
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৪
রাজীব নুর বলেছেন: হুম ।