নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Samia

জাহাংগীর ৮৭

Don't Be SAD

জাহাংগীর ৮৭ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগের কারণেই গাজীপুরে আওয়ামী লীগের পতন: এরশাদ

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২০

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, “শাহবাগ দেশকে দুই ভাগে বিভক্ত করেছে। আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম, এদের থামান। তিনি আমার কথা শুনেননি। শাহবাগের কারণে হেফাজতের সৃষ্টি হয়েছে। আর হেফাজতের কারণেই গাজীপুরসহ অন্যান্য সিটি নির্বাচনে সরকারকে পরাজয় বরণ করতে হয়েছে।”



এরশাদ বলেন, “হু ইজ ইমরান। সে পতাকা তোলার কে, সে নির্দেশ দেয়ার কে।”



মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে জাতীয় পার্টির তথ্য উপস্থাপন বিষয়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।



তিনি বলেন, “গাজীপুর সিটি নির্বাচনে গোপালগঞ্জের কতগুলো পুলিশ ছিল আমরা জানি, কে কী করেছে তাও জানি। মানুষের মন থেকে একবার কেউ উঠে গেলে কোনোকিছুই আর কাজে আসে না।”



এরশাদ বলেন, “দেশে ২৩ বছরের শাসনে প্রমাণিত হয়েছে সংসদীয় শাসনব্যবস্থা ব্যর্থ। এখন প্রয়োজন এসেছে আবার রাষ্ট্রপতি শাসনব্যবস্থায় ফিরে যাওয়ার।”



দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, “আমি যা জানি তোমরা তা জান না, আমি যা বুঝি তোমরা তা বুঝ না। গাজীপুর সিটি নির্বাচনে মহাজোটকে সমর্থন দেয়ায় পার্টির কোনো ক্ষতি হয়নি, বরং লাভ হয়েছে। এ ঘোষণায় জাপার ক্ষমতায় যাওয়ার পথ সুগম হয়েছে। তোমরা এখন বুঝছো না। যেদিন ক্ষমতায় আসবে সেদিন বুঝবে।”



এরশাদ বলেন, “আমি জাতীয় পার্টিকে কারো চেয়ে কম ভালোবাসি না। এ পার্টির জন্য আমি জেলে গেছি। পার্টিকে এবার আমি ক্ষমতায় নিতে চাই। গাজীপুরের সিটি নির্বাচনে মহাজোটকে সমর্থন দেয়া ছিল আমার একক সিদ্ধান্ত। আমি কারো দ্বারা প্রভাবিত হয়ে ওই সিদ্ধান্ত নিইনি। তোমাদের ভুল একদিন ভাঙবে। আমি আজ বলবো না, একদিন তোমরা জানতে পারবে।”



তিনি বলেন, “আমাদের কাছে দেশ ও দেশের মানুষ বড়। তারা সবার আগে। আমি সব সময় বলি, এখনো বলছি এবং বিশ্বাস করি, সবার উপরে দেশ ও দেশের মানুষ। জাতীয় পার্টি আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না।”



সাবেক এ রাষ্ট্রপতি বলেন, “জাতীয় পার্টি একমাত্র দল যে দলটি গণমানুষের চাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। সেজন্য আমিই দেশে প্রথম জাতীয় পার্টি রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক উইং প্রতিষ্ঠা করেছি। স্ট্র্যাটেজিক স্কলার এবং বিভিন্ন দেশে রাজনৈতিক পরামর্শক হিসেবে কাজ করা ববি হাজ্জাজ এর নেতৃত্ব দিচ্ছে।”



সংবাদ সম্মেলনে তথ্য উপস্থাপন করেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের সাবেক পরামর্শক অক্সফোর্ড স্কলার ববি হাজ্জাজ। তিনি জাতীয় পার্টির রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক উইং’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।



এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমদে বাবলু, এম এ সাত্তার, মুজিবুল হক চন্নু, এসএম এ আলম, এস এম ফয়সাল চিশতী, তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯

আনমনা 007 বলেছেন: সংবাদ সম্মেলনে তথ্য উপস্থাপন করেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের সাবেক পরামর্শক অক্সফোর্ড স্কলার ববি হাজ্জাজ। তিনি জাতীয় পার্টির রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক উইং’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

২| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৫

প্রত্যাবর্তন@ বলেছেন: সংবাদ সম্মেলনে তথ্য উপস্থাপন করেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের সাবেক পরামর্শক অক্সফোর্ড স্কলার ববি হাজ্জাজ। তিনি জাতীয় পার্টির রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক উইং’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। B:-) B:-) B:-) B:-) B:-) B:-)


কস কি মমিন !!

৩| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: সার্বিক সত্য কথা
অদ্ভুদ উটের পিষ্টে চলছে দেশ

৪| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৯

পিচ্চি পোলা বলেছেন: চাচার মাথাডি গ্যাছে B-)) B-))
কাল বলবে শেরাটনের কারনে সরকার হারচে, পরশু বলবে ফার্মগেটের কারনে হারছে B-)) B-))

৫| ০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
একমাত্র ফ্যাসিষ্ট জামাত-শিবির ছাড়া অন্য কেউ গনজাগরনের বিরোধী হওয়ার কোন কারন দেখি না। এ লেখাটি পড়ুন-
শাহাবাগ গনজাগরন মঞ্চ, আন্দোলনে যা পেলাম

৬| ১০ ই জুলাই, ২০১৩ রাত ২:০৬

হাসির মানুষ বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
একমাত্র ফ্যাসিষ্ট জামাত-শিবির ছাড়া অন্য কেউ গনজাগরনের বিরোধী হওয়ার কোন কারন দেখি না। এ লেখাটি পড়ুন-
শাহাবাগ গনজাগরন মঞ্চ, আন্দোলনে যা পেলাম



হুমম চাচাও তাইলে জামাতে যোগ দিছে। উনি জামাতে ইসলামীর জাতীয় পার্টি শাখার প্রেসিডেন্ট। আহারে.....। আপনি টেনশন নিয়েননা। কারাগার হতে জামাতের আমীর খুব তাড়াতাড়ি আপনারে জামাতে ইসলামীর দালাল শাখার আমীর নিয়োগ দেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.