![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুক এ আজ একজন লিখেছেন
আইসিসি ট্রফি জেতার পড়ে প্রাইম মিনিস্টার সবাইকে একটা করে জমি আর একটা করে গাড়ি গিফট করছিলো। একজন ক্রিকেটার ঐ জমিটা দিয়ে দিছিলো এলাকায় স্কুলের জন্যে আর গাড়িটা বিক্রি করেসেই টাকা দিয়ে স্কুল ঘর তুলে দিছিলো। ব্যাপারটা আমাদের মিডিয়াতে খুব একটা আগ্রহ দেখা যায়নি। অল্প
কয়েকটা পেপারে ছাপা হইছিলো। সেই ক্রিকেটার বলছিলো- ভাই আমি তো পড়া লেখা কিছু শিখিনাই। খুব গরীব ঘরের ছেলে। আমার মহল্লার ছেলে মেয়েরা যেন পড়াশুনাটা শিখে।
সেই ক্রিকেটারের নাম মোহাম্মদ রফিক। বাংলাদেশের প্রথম ম্যান অফ দ্যা ম্যাচ।
বাস্তবেই মো্ঃ রফিক এর উল্লেখিত কর্ম প্রসংসার দাবিদার । কিন্তু গত কয়েক দিন তাকে নিয়ে খেলাপাতানো কথা উঠে এসেছে ।তিনি সৎ অথবা সৎ ছিলেন ব্যপারটা এইখানে ।
মোঃ রফিক অনেক ভাল কাজের সক্ষী সেটা যেমন ঠিক বর্তমানে সে অনেক বড় এক অপরাধের সাক্ষী । সুতরাং আমাদর শেষ তদন্ত রির্পোট পর্যন্ত অপেক্ষা করা উচিৎ ।
রিয়াদ ফেরারী
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:৫০
xp বলেছেন: