![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়েক দিন বললে ভূল হবে গত কয়েক মাস যাবত ধর্ষন শব্দটি প্রবল হারে বৃদ্ধি পেয়েছে । এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত এ ব্যপারে শির্ষ ষ্থানে রয়েছে । এখন দেখা যাচ্ছে বাংলাদেশে পাল্লা দিয়ে এ সমস্যা বৃদ্ধি পাচ্ছে ।
গত শনিবার কুমিল্লা দজলায় ৭ম শ্রেণীর ছাত্রী-কে আট ঘন্টা আটকে রেখে ৩ জনে ধর্ষন করে এবং বাইরে ২ জন পাহারা দেয় । পরবর্তীতে সন্ধ্যায় তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় ।
এখন আমার প্রশ্ন হল সমাজের এই অবক্ষয়ের জন্য দায়ি কে -
দাযী হল আমরা নিজেরা , আমরা নিজেরাই পারছি না আমাদের মা-বোনদেন রক্ষা করতে । সমাজ৮ ব্যবস্থাকে দায়ী করলে হবে না । কেননা আমি নিজেও সমাজের একজন ।
©somewhere in net ltd.