![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন এই নিঃসঙ্গতা
কেন এই মৌনতা (২)
---- আমাকে ঘিরে
কেউনা জানো কার কারনে
কেউ জানো কার স্বরনে
মন পিছুটানে
তবুও জিবন যাচ্ছে কেটে, জিবনের নিয়মে--------- নিয়মে ।
স্বপ্ন গুলো অন্যকারো, ভূল গুলো আমার-ই
কান্না গুলো থাক দু-চোখে, কষ্ট আমার-ই
ভেবে নেব প্রেম আলেয়া আধারী
কেউনা জানো কোন বিরহে, দিন চলে যায় আজ কিভাবে
মন পিছুটানে
তবুও জিবন যাচ্ছে কেটে, জিবনের নিয়মে--------- নিয়মে ।
ইচ্ছে গুলো থাক হৃদয়ে , ব্যর্থতা আমার-ই
সুখ না হোক অন্য কারো , দুঃখরা আমার-ই
ভূলে যাবো মন কেন আজ ফেরারী
কেউনা জানো কোন হতাশায়, দিন চলে যায় নিরবে হায়
মন পিছুটানে
তবুও জিবন যাচ্ছে কেটে, জিবনের নিয়মে--------- নিয়মে ।
©somewhere in net ltd.