নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়াদ ফেরারী

xp

xp › বিস্তারিত পোস্টঃ

হরতাল ও মানুষ পোড়া

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

আমি একজন সুস্থ বুদ্ধির মানুষ এবং আসা করি আপনি নিজে ও একজন তাই। প্রতিটি মানুষের একটা অধিকার রয়েছে এই গনতান্ত্রিক দেশে । সেটি হল বেচেঁ থাকার অধিকার ।



আমি অবশ্যই কোন দল-কে সার্পোট করি যেহেতু আমি সুস্থ। তাই বলে আমি অন্ধ কোন সার্পোটার না । আমার দল ভূল করলে বা অন্যায় করলে আমি তা মেনে নেব না ।



আমি আমার দুই নেত্রী কে বলছি , আপনারা কি আমাদের কথা বুঝেন না । নাকি বুঝে না বোঝার ভাব করে বসে থাকেন । আপনেরা কি কেবল ঐ সিটের আসায় আমাদের কষ্ট দেবেন ? দেশ আপনাদের কাছে কি কেবল ক্ষমতার লড়াইয়ের জায়গা । ম্যডাম এবং আপা আমি আপনাদের পায়ে ধরি দয়া করে আর না । এবার আমাদের ক্ষ্যন্তদেন, আমেদের তো দেশ ছেড়ে যাবার জায়গা নাই ।



শ্রদ্ধিও হাসিনা এবং খালেদা আপা কে বলছি - একটু আলোচনায় বসেন আর আমাদের বাচাঁন আপনদের এই গনতান্ত্র নামের এই অত্যচার থেকে ।



আমি এবার আসি পোড়ান প্রসঙ্গে , আমারা কি পোড়াচ্ছি, কাকে পোড়াচ্ছি, কেন পোড়াচ্ছি তা কি আমরা জানি । দেশের টাকা, মানব সম্পদ আর সত্তা পোড়াচ্ছি আমরা ।



আমি দুই নেত্রীর কাছে মাফ চাই , আমাদের ছেড়েদেন ।

আমরা বাচঁতে চাই, বাচঁতে চাই,বাচঁতে চাই,বাচঁতে চাই,বাচঁতে চাই,বাচঁতে চাই







রিয়াদ ফেরারী

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

মাজহারুল হুসাইন বলেছেন: এখন যুদ্ধ, এখন সময় একটা পক্ষ নেবার । দেখেন কেউ নাই । কেউ নাই । নিজে পোড়ে তাও নিজের দলকে একটা পয়েন্ট দেবার নির্লজ্জ চেষ্টা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.